রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের বিরুদ্ধে অকারণে আগ্রাসন চালানো হয়েছে। তিনি এই হামলার নিন্দা জানান।

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন মস্কোতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকের শুরুতে বলেছেন, ইরানের বিরুদ্ধে যে আগ্রাসন চালানো হয়েছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন।

পুতিন আরো বলেন, রাশিয়া ইরানি জনগণের পাশে রয়েছে এবং তাদের সহায়তা করতে প্রস্তুত।

আরো পড়ুন:

রাশিয়া বারবার ইসরায়েলকে আশ্বস্ত করেছে, ইরান পারমাণবিক অস্ত্র বানাচ্ছে না: পুতিন

ইরানের অর্থনৈতিক স্থাপনায় ইসরায়েলি হামলা বিপজ্জনক: কাতারের প্রধানমন্ত্রী

এ সময় আরাগচি পুতিনকে ইরানে যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানানোর জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, “রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে দাঁড়িয়েছে।”

আরাগচি আরো বলেন, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান পুতিনের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাগচি রবিবার ইস্তাম্বুল থেকে মস্কো যান। ইস্তাম্বুলে ওআইসি পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের সম্মেলনে যোগ দিয়ে ইরানের বিরুদ্ধে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার নিন্দা জানিয়ে এর প্রতিশোধ নেওয়ার হুমকি দেন তিনি।

সেখান থেকে গুরুত্বপূর্ণ পরামর্শের জন্য মস্কোতে যান আরাগচি। 

ঢাকা/রাসেল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ইসর য় ল

এছাড়াও পড়ুন:

ফজলে করিমের দাপটে পুকুর ভরাট করে বিপণিকেন্দ্র, ১৫ বছর পর মামলা

শত বছরের পুরোনো জলাধার। নাম পাহাড়তলী জামে মসজিদ পুকুর। পুকুরটির আয়তন পাড়সহ প্রায় সোয়া এক একর। চট্টগ্রাম-কাপ্তাই প্রধান সড়কের পাশে রাউজানের পাহাড়তলী এলাকায় ছিল পুকুরটির অবস্থান। ১৫ বছর আগে পুকুরটি ভরাট করা হয় আওয়ামী লীগের সাবেক সংসদ সদস্য এ বি এম ফজলে করিম চৌধুরীর ক্ষমতার দাপটে। ভরাটকাজ তদারকি করেন পাহাড়তলী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা রোকন উদ্দীন।

পুকুরটি ভরাট করে গড়ে উঠেছে বহুতল বিপণিকেন্দ্র, আবাসন, খেলার কৃত্রিম টার্ফ ও ভাড়া ঘর। বিপণিকেন্দ্রের নাম ডিএন প্লাজা। পুকুরটি বাঁচাতে লাগোয়া পাহাড়তলী চৌমুহনী জামে মসজিদের মোতোয়ালি এ কে এম আকতার কামাল তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুনের শরণাপন্ন হয়েছিলেন। এতে মাসখানেক বন্ধ ছিল ভরাটকাজ। কিন্তু ফজলে করিম চৌধুরীর দাপটে পুনরায় ভরাটকাজ শুরু হয়। এরপর পুকুর ভরাট করে পরিবর্তন করা হয় জমির শ্রেণিও।

সাহারা খাতুনের কাছে যাওয়া এবং জলাশয় ভরাট বন্ধের চেষ্টার পরিণতিও ভোগ করতে হয়েছিল মোতোয়ালি আকতার কামাল চৌধুরীকে। তাঁর অভিযোগ, ফজলে করিম চৌধুরী ফোনে হুমকি দিয়েছিলেন। এ ছাড়া তাঁর ব্যক্তিগত দোকান দখল করে পাহাড়তলী আওয়ামী লীগের কার্যালয় করা হয়েছে।

নির্দেশনা থাকলেও পুকুর ভরাটের বিরুদ্ধে দেড় দশক ধরে মামলার সাহসই করতে পারেনি পরিবেশ অধিদপ্তর। গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর ফজলে করিম গ্রেপ্তার হয়ে এখন কারাগারে। ভরাটে অভিযুক্তরাও পলাতক। অবশেষে চলতি বছরের ৪ আগস্ট মামলা করে পরিবেশ অধিদপ্তর। এতে রোকন উদ্দীনসহ তিনজনকে আসামি করা হয়। ফজলে করিমের বিরুদ্ধে করা হয় সাধারণ ডায়েরি।

এক পাশে করা হয়েছে কৃত্রিম খেলার মাঠ—টার্ফ

সম্পর্কিত নিবন্ধ