মধ্যপ্রাচ্যে একে একে বন্ধ হচ্ছে এয়ারলাইন্স, এবার এয়ার ফ্রান্স
Published: 23rd, June 2025 GMT
মধ্যপ্রাচ্যের দেশগুলোতে একে একে বন্ধ হচ্ছে বিভিন্ন এয়ারলাইন্স। এবার ঘোষণা এলো ফরাসি বিমানসংস্থা এয়ার ফ্রান্সের। সংস্থাটি জানিয়েছে, তারা আগামী ১৪ জুলাই পর্যন্ত তেল আবিবগামী সব ফ্লাইট স্থগিত করেছে।
আলজাজিরা লিখেছে, এয়ার ফ্রান্সের এক মুখপাত্র এই ঘোষণার তথ্য জানিয়েছেন।
এই মুখপাত্র আরো বলেন, লেবাননের রাজধানী বৈরুত থেকে আসা ও ছেড়ে যাওয়া ফ্লাইটগুলোও ২৫ জুন পর্যন্ত স্থগিত রাখা হয়েছে।
আরো পড়ুন:
আলজাজিরার বিশ্লেষণ
২২ বছর আগের শোনা কথার প্রতিধ্বনি হচ্ছে ২০২৫ সালে ইরানেও
প্রতিশোধ: ইসরায়েলে নতুন করে জোরদার হামলা শুরু করেছে ইরান
সংযুক্ত আরব আমিরাতের দুবাই এবং সৌদি আরবের রাজধানী রিয়াদগামী ফ্লাইটগুলো ২৪ জুন পর্যন্ত বাতিল করা হয়েছে বলে জানান ওই মুখপাত্র।
এদিকে ফিনল্যান্ডের বিমানসংস্থা ফিনএয়ার জানিয়েছে, নিরাপত্তার কারণে তারা ৩০ জুন পর্যন্ত কাতারের রাজধানী দোহাগামী সব ফ্লাইট স্থগিত করেছে।
এর আগে ব্রিটিশ এয়ারওয়েজ রবিবার ঘোষণা করে, তারা দোহা ও দুবাই রুটের ফ্লাইট স্থগিত করেছে।
ঢাকা/রাসেল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
আটকে রেখে দলবদ্ধ ধর্ষণ, টের পেয়ে উদ্ধার করল এলাকাবাসী
চাঁদপুরের ফরিদগঞ্জের বিয়ের কথা বলে ঢাকা থেকে নিয়ে এসে এক তরুণীকে তিন দিন আটকে রেখে দলবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, প্রেমের সম্পর্কের সূত্রে উপজেলার পাইকপাড়া উত্তর ইউনিয়নের সাচিয়াখালী গ্রামের বাসিন্দা মামুন পাটোয়ারী (৪৪) ৫ আগস্ট রাজধানী থেকে এক তরুণীকে নিজ বাড়িতে নিয়ে আসেন। সেখানে মামুন ও তাঁর দুই সহযোগী ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে মামুন আরও দুই দিন ওই তরুণীকে আটকে রেখে ধর্ষণ করেন।
স্থানীয় সূত্র জানায়, গতকাল শুক্রবার বিষয়টি জানতে পেরে স্থানীয় লোকজন ওই তরুণীকে উদ্ধার ও মামুনকে আটক করে পুলিশে সোপর্দ করেন।
পুলিশ জানায়, ভুক্তভোগী তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ শনিবার চাঁদপুর সদর উপজেলার ইচলী এলাকা থেকে মিরাজ পাটোয়ারী (২৪) নামের এক ব্যক্তিকে গ্রেপ্তার করে। তাঁর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগে অন্তত পাঁচটি মামলা রয়েছে।
এ বিষয়ে ফরিদগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রাজীব চক্রবর্তী বলেন, অন্য অভিযুক্ত ব্যক্তিকে ধরতে পুলিশ অভিযান চালাচ্ছে।