শ্রীলঙ্কা দলে নতুন চমক, কলম্বো টেস্টের আগে দুই বোলার যুক্ত
Published: 23rd, June 2025 GMT
গলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সিরিজের নিয়তি এখন নির্ধারিত হবে কলম্বোতে। ২৫ জুন শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে স্বাগতিক শ্রীলঙ্কা দলে এনেছে পরিবর্তন। স্কোয়াডে যোগ হয়েছেন নতুন দুই বোলার। তাদের একজন অভিজ্ঞ পেসার, অন্যজন স্পিনার।
প্রথম টেস্টে ১৮ সদস্যের দল ছিল শ্রীলঙ্কার। তবে টেস্ট শেষে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বিদায় নিয়েছেন লাল বলের ক্রিকেট থেকে। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো। অন্যদিকে, ইনজুরির কারণে ছিটকে যাওয়া মিলান রত্নায়েকের পরিবর্তে সুযোগ পেয়েছেন উদীয়মান স্পিনার দুনিথ ভেল্লালাগে।
বিশ্ব ফার্নান্দো এর আগে বাংলাদেশ সফরেই প্রমাণ দিয়েছেন তিনি দলের জন্য কতটা কার্যকরী। ২৭ টেস্টে ৭৯ উইকেটের অভিজ্ঞতা তাকে শ্রীলঙ্কার পেস ইউনিটে গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় লঙ্কান ম্যানেজমেন্ট।
আরো পড়ুন:
সোহানকে না রাখার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক
তৃতীয় ওপেনার হিসেবে দলে নাঈম শেখ, সৌম্যকে কড়া বার্তা
অন্যদিকে, দুনিথ ভেল্লালাগে মূলত সাদা বলের ক্রিকেটে পরিচিত মুখ। তিনি রহস্য স্পিনার হিসেবে পরিচিত হলেও লাল বলে তার অভিজ্ঞতা কম। পাকিস্তানের বিপক্ষে ২০২৩ সালে টেস্ট অভিষেক হলেও এখনো উইকেটশূন্য। তবুও তার সম্ভাবনা এবং বৈচিত্র্য বিবেচনায় তাকে রাখা হয়েছে কলম্বোর দলে।
শ্রীলঙ্কার পেস বিভাগে রয়েছেন কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো ও সদ্য যুক্ত হওয়া বিশ্ব ফার্নান্দো। স্পিন আক্রমণ সামলাবেন প্রবাথ জয়সুরিয়া, থারিন্ডু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া এবং এখন দুনিথ ভেল্লালাগে।
কলম্বো টেস্টে শ্রীলঙ্কার স্কোয়াড:
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, পাসিন্দু সোরিয়াবান্দারা, পবন রত্নায়েকে, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, প্রবথ জয়সুরিয়া, থারিন্ডু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, ঈষিতা বিজেসুন্দারা ও অসাথে ফার্নান্দো।
ঢাকা/আমিনুল
.উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫