গলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সিরিজের নিয়তি এখন নির্ধারিত হবে কলম্বোতে। ২৫ জুন শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে স্বাগতিক শ্রীলঙ্কা দলে এনেছে পরিবর্তন। স্কোয়াডে যোগ হয়েছেন নতুন দুই বোলার। তাদের একজন অভিজ্ঞ পেসার, অন্যজন স্পিনার।

প্রথম টেস্টে ১৮ সদস্যের দল ছিল শ্রীলঙ্কার। তবে টেস্ট শেষে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বিদায় নিয়েছেন লাল বলের ক্রিকেট থেকে। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো। অন্যদিকে, ইনজুরির কারণে ছিটকে যাওয়া মিলান রত্নায়েকের পরিবর্তে সুযোগ পেয়েছেন উদীয়মান স্পিনার দুনিথ ভেল্লালাগে।

বিশ্ব ফার্নান্দো এর আগে বাংলাদেশ সফরেই প্রমাণ দিয়েছেন তিনি দলের জন্য কতটা কার্যকরী। ২৭ টেস্টে ৭৯ উইকেটের অভিজ্ঞতা তাকে শ্রীলঙ্কার পেস ইউনিটে গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় লঙ্কান ম্যানেজমেন্ট।

আরো পড়ুন:

সোহানকে না রাখার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

তৃতীয় ওপেনার হিসেবে দলে নাঈম শেখ, সৌম্যকে কড়া বার্তা

অন্যদিকে, দুনিথ ভেল্লালাগে মূলত সাদা বলের ক্রিকেটে পরিচিত মুখ। তিনি রহস্য স্পিনার হিসেবে পরিচিত হলেও লাল বলে তার অভিজ্ঞতা কম। পাকিস্তানের বিপক্ষে ২০২৩ সালে টেস্ট অভিষেক হলেও এখনো উইকেটশূন্য। তবুও তার সম্ভাবনা এবং বৈচিত্র্য বিবেচনায় তাকে রাখা হয়েছে কলম্বোর দলে।

শ্রীলঙ্কার পেস বিভাগে রয়েছেন কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো ও সদ্য যুক্ত হওয়া বিশ্ব ফার্নান্দো। স্পিন আক্রমণ সামলাবেন প্রবাথ জয়সুরিয়া, থারিন্ডু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া এবং এখন দুনিথ ভেল্লালাগে।

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার স্কোয়াড:
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, পাসিন্দু সোরিয়াবান্দারা, পবন রত্নায়েকে, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, প্রবথ জয়সুরিয়া, থারিন্ডু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, ঈষিতা বিজেসুন্দারা ও অসাথে ফার্নান্দো। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কলম ব

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ