গলে বাংলাদেশের বিপক্ষে প্রথম টেস্ট ড্র হওয়ার পর সিরিজের নিয়তি এখন নির্ধারিত হবে কলম্বোতে। ২৫ জুন শুরু হতে যাওয়া দ্বিতীয় ও শেষ টেস্টকে সামনে রেখে স্বাগতিক শ্রীলঙ্কা দলে এনেছে পরিবর্তন। স্কোয়াডে যোগ হয়েছেন নতুন দুই বোলার। তাদের একজন অভিজ্ঞ পেসার, অন্যজন স্পিনার।

প্রথম টেস্টে ১৮ সদস্যের দল ছিল শ্রীলঙ্কার। তবে টেস্ট শেষে জাতীয় দলের অভিজ্ঞ অলরাউন্ডার অ্যাঞ্জেলো ম্যাথিউস বিদায় নিয়েছেন লাল বলের ক্রিকেট থেকে। তার জায়গায় দলে যুক্ত হয়েছেন বাঁ-হাতি পেসার বিশ্ব ফার্নান্দো। অন্যদিকে, ইনজুরির কারণে ছিটকে যাওয়া মিলান রত্নায়েকের পরিবর্তে সুযোগ পেয়েছেন উদীয়মান স্পিনার দুনিথ ভেল্লালাগে।

বিশ্ব ফার্নান্দো এর আগে বাংলাদেশ সফরেই প্রমাণ দিয়েছেন তিনি দলের জন্য কতটা কার্যকরী। ২৭ টেস্টে ৭৯ উইকেটের অভিজ্ঞতা তাকে শ্রীলঙ্কার পেস ইউনিটে গুরুত্বপূর্ণ সদস্য করে তুলেছে। তার অভিজ্ঞতা কাজে লাগাতে চায় লঙ্কান ম্যানেজমেন্ট।

আরো পড়ুন:

সোহানকে না রাখার যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

তৃতীয় ওপেনার হিসেবে দলে নাঈম শেখ, সৌম্যকে কড়া বার্তা

অন্যদিকে, দুনিথ ভেল্লালাগে মূলত সাদা বলের ক্রিকেটে পরিচিত মুখ। তিনি রহস্য স্পিনার হিসেবে পরিচিত হলেও লাল বলে তার অভিজ্ঞতা কম। পাকিস্তানের বিপক্ষে ২০২৩ সালে টেস্ট অভিষেক হলেও এখনো উইকেটশূন্য। তবুও তার সম্ভাবনা এবং বৈচিত্র্য বিবেচনায় তাকে রাখা হয়েছে কলম্বোর দলে।

শ্রীলঙ্কার পেস বিভাগে রয়েছেন কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো ও সদ্য যুক্ত হওয়া বিশ্ব ফার্নান্দো। স্পিন আক্রমণ সামলাবেন প্রবাথ জয়সুরিয়া, থারিন্ডু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া এবং এখন দুনিথ ভেল্লালাগে।

কলম্বো টেস্টে শ্রীলঙ্কার স্কোয়াড:
ধনাঞ্জয়া ডি সিলভা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, পাসিন্দু সোরিয়াবান্দারা, পবন রত্নায়েকে, লাহিরু উদারা, দিনেশ চান্দিমাল, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, সোনাল দিনুশা, প্রবথ জয়সুরিয়া, থারিন্ডু রত্নায়েকে, আকিলা ধনাঞ্জয়া, দুনিথ ভেল্লালাগে, কাসুন রাজিথা, আসিথা ফার্নান্দো, বিশ্ব ফার্নান্দো, ঈষিতা বিজেসুন্দারা ও অসাথে ফার্নান্দো। 

ঢাকা/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কলম ব

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ