রথযাত্রা সফল করতে পুলিশ সুপারের সাথে পূজা পরিষদের মতবিনিময় সভা
Published: 23rd, June 2025 GMT
আগামী ২৭ জানুয়ারি অনুষ্ঠিতব্য শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উৎসব সফল করতে নারায়ণগঞ্জের পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদারের সাথে মতবিনিময় সভা করেছেন নারায়ণগঞ্জ জেলা ও মহানগর পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ। সোমবার (২৩ জুন) বিকেলে পুলিশ সুপারের কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়।
এ সময় পুলিশ সুপার প্রত্যুষ তোমার মজুমদার বলেন, র্যলিতে নিছিদ্র নিরাপত্তা বলয় থাকবে। পুলিশের পাশাপাশি র্যাব, সেনাবাহিনী সহ সাদা পোশাক ধারী পুলিশ সহ অনান্য নিরাপত্তা বাহিনীর সদস্যরা নিয়োজিত থাকবে। কোন দুষ্ট লোক যাতে সম্প্রতি নষ্ট না করতে পারে এইজন্য সবাইকে সর্তক থাকতে হবে।
এ সময় পুলিশ সুপার র্যালির ব্যবস্থাপনায় শিশু ,মহিলা এবং বৃদ্ধ লোকদের চলাচলে সেচ্চাসেবকদের যত্নশীল হওয়ার অনুরোধ রাখেন।সেচ্ছাসেবী কার্ড বা গেঞ্জি পরিহিত অবস্থায় থাকবে।মসজিদের সামনে বা আযানের সময় নিরবতা পালন করার আহবান জানান। রথ উৎসবকে ঘিরে কোন অজানা আশংকা করার প্রয়োজন নাই।ট্রাফিক পুলিশকে যথাযথ ভুমিকা পালন করার নির্দেশ দেন।
পুলিশ সুপার বলেন, শহরের একাংশের ফুটপাত মুক্ত রাখা হবে।কেউ অযাচিত অথবা ভুল তথ্য উত্তাপ ছড়াবেন না। কোথাও কোন অসুবিধা মনে করলে পুলিশকে জানানোর অনুরোধ করেন।কোন প্রকার দাহ্যপর্দাত,ব্যাগ, বোতল অর্থাৎ সন্দেহ জনক কিছু হলে পুলিশ তল্লাশি করবে।
নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন বলেন, সব পক্ষকে সুন্দর এবং সুশৃঙ্খল ভাবে শোভাযাত্রা করার অনুরোধ সহ পুলিশ সুপার মহোদয়সহ পুলিশের উদ্ধতন কর্মকর্তাদের রথ শুভেচ্ছা জ্ঞাপন করেন এবং নিদিষ্ট সময় প্রতিটি মন্দিরকে রথ বের করার আহবান রাখেন।বিকাল তিনটার মধ্যে সবাই বের হবে বলে পুলিশ সুপারকে অবহিত করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সাংবাদিক সংকর কুমার দে, সাধারণ সম্পাদক শিখন সরকার শিপন, মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সুশীল দাস, সহ-সভাপতি সাংবাদিক উত্তম সাহা, হিমাদ্রি সাহা হিমু, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি তিলোত্তমা দাস, দপ্তর সম্পাদক অভিরাজ হোসেন সজলসহ রথযাত্রা সংশ্লিষ্ট বিভিন্ন মন্দিরের প্রতিনিধিন।
.উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ন র য ণগঞ জ
এছাড়াও পড়ুন:
ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়
ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।
পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।
ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব প্রায় ১০০ কিলোমিটার।
বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি এখন সারানো হয়েছে।
ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।
ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।
ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে। পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’
ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’
ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।
আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে