মস্কোর ধারণা—ইরান হামলা বন্ধে প্রস্তুত, যদি অন্য পক্ষও উত্তেজনা না বাড়ায়: রাশিয়া
Published: 24th, June 2025 GMT
মধ্যপ্রাচ্যের চলমান পরিস্থিতিতে ২০১৫ সালে সই হওয়া ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হওয়ার সম্ভাবনা খুবই কম বলে মন্তব্য করেছেন রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রী সের্গেই রিয়াবকভ।
আজ মঙ্গলবার প্রকাশিত এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। সংবাদমাধ্যম ইজভেস্তিয়া রাশিয়ার উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎকারটি প্রকাশ করেছে।
এক সপ্তাহের বেশি সময় ধরে ইসরায়েল ও ইরানের মধ্যে আকাশপথে পাল্টাপাল্টি হামলা চলছে। গতকাল সোমবার নিজ মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প মধ্যপ্রাচ্যে সংঘাতরত দুই দেশের মধ্যে একটি যুদ্ধবিরতি হওয়ার ঘোষণা দিয়েছেন।
ট্রাম্পের এ ঘোষণার আগে ইজভেস্তিয়াকে সাক্ষাৎকারটি দিয়েছেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী রিয়াবকভ। তিনি বলেন, ‘আমি এ মুহূর্তে ইরান পারমাণবিক চুক্তি পুনরুজ্জীবিত হওয়ার মতো পরিস্থিতি দেখছি না। তবে এর মানে এ নয় যে কূটনীতি ত্যাগ করতে হবে, বরং ঠিক তার উল্টোটা করতে হবে। এখনই সময় আমাদের প্রচেষ্টা দ্বিগুণ করার, যেন এমন কোনো সিদ্ধান্তে পৌঁছানো যায়, যা পরিস্থিতি স্থিতিশীল করতে সহায়ক হবে।’
ইসরায়েল-ইরান সংঘাতের মধ্যেই গত শনিবার দিবাগত রাতে তেহরানের তিন পারমাণবিক স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। হামলার পর রিয়াবকভ এসব কথা বলেন।
রিয়াবকভ বলেন, রাশিয়া তেহরানের যুক্তি ও ব্যাখা বুঝতে পেরেছে। রাশিয়া মনে করছে যে ইরান এখন হামলা বন্ধ করতে প্রস্তুত, যদি অন্য পক্ষও আর উত্তেজনা না বাড়ায়।
‘উত্তেজনা হ্রাস বা হামলা বন্ধ হওয়া একটি প্রয়োজনীয় শর্ত, যাতে ইরান ভবিষ্যতে রাজনৈতিক বা কূটনৈতিক পদক্ষেপ নেয় বা আলোচনায় ফিরতে আগ্রহ দেখায়’, বলেন রুশ উপপররাষ্ট্রমন্ত্রী।
রাশিয়া ইরানি লক্ষ্যবস্তুতে ইসরায়েলের হামলার নিন্দা জানিয়েছে এবং রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন সোমবার বলেছেন, ইরানের পারমাণবিক স্থাপনাগুলোর ওপর যুক্তরাষ্ট্রের অন্যায্য হামলা বিশ্বকে চরম বিপদের দিকে ঠেলে দিচ্ছে।
ইরান পারমাণবিক চুক্তি সই হয় ২০১৫ সালে। চুক্তির লক্ষ্য ছিল, তেহরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা শিথিল করার বিনিময়ে ইরানের পারমাণবিক কর্মসূচিকে সীমিত করা।
ট্রাম্প তাঁর প্রথম মেয়াদে ২০১৮ সালে এ চুক্তি থেকে যুক্তরাষ্ট্রকে প্রত্যাহার করে নেন। এরপরও যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনা চালিয়ে যাচ্ছিল, কিন্তু ইসরায়েলের হামলার পর ইরান সাম্প্রতিক বৈঠকটি বাতিল করে দেয়।
আরও পড়ুনপারমাণবিক চুক্তি নিয়ে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে ইতিবাচক আলোচনা১৩ এপ্রিল ২০২৫.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপপরর ষ ট রমন ত র য ক তর ষ ট র ইসর য় ল
এছাড়াও পড়ুন:
মেঘের গায়ে রোদ লেগেছে
২ / ৭আগুনরাঙা মেঘ। আকাশে উড়ছে পাখি