৩০টি প্রতিষ্ঠান পেল পরিবেশবান্ধব পুরস্কার
Published: 24th, June 2025 GMT
উন্নত কর্মপরিবেশের স্বীকৃতি হিসেবে ট্রান্সকম গ্রুপের দুটিসহ দেশের ৩০টি শিল্পকারখানা পরিবেশবান্ধব কারখানা পুরস্কার বা গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড পেয়েছে। আজ মঙ্গলবার রাজধানীর আবদুল গণি সড়কের ওসমানী স্মৃতি মিলনায়তনে প্রতিষ্ঠানগুলোর শীর্ষ নির্বাহীদের হাতে পুরস্কার তুলে দেন শ্রম উপদেষ্টা এম সাখাওয়াত হোসেন ও শিল্প উপদেষ্টা আদিলুর রহমান।
ট্রান্সকমসহ চারটি শিল্পগোষ্ঠীর একাধিক প্রতিষ্ঠান এই পুরস্কার পেয়েছে। ট্রান্সকম গ্রুপের ট্রান্সকম ইলেকট্রনিকস ও এসকেএফ ফার্মাসিউটিক্যালস; প্রাণ-আরএফএল গ্রুপের চরকা টেক্সটাইল ও হবিগঞ্জ অ্যাগ্রো; আকিজ গ্রুপের আকিজ টেক্সটাইল ও আকিজ ফুড অ্যান্ড বেভারেজ আর ইস্পাহানি গ্রুপের জেরিন চা-বাগান ও মির্জাপুর চা-বাগান।
প্রধান অতিথির বক্তব্যে এম সাখাওয়াত হোসেন বলেন, আগামী অক্টোবরের মধ্যে শ্রম আইন সংশোধন করা হবে। নভেম্বরে আন্তর্জাতিক শ্রম সংস্থায় (আইএলও) এই অগ্রগতি তুলে ধরা হবে। অনুষ্ঠানে আরও বক্তব্য দেন শ্রমসচিব এ এইচ এম সফিকুজ্জামান, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের মহাপরিদর্শক ওমর মো.
নিট তৈরি পোশাক খাত থেকে পুরস্কার পেয়েছে নরসিংদীর পলাশের চরকা টেক্সটাইল, গাজীপুরের কালিয়াকৈরের ইকোটেক্স ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের ফকির ফ্যাশন। ওভেন তৈরি পোশাক খাত থেকে মানিকগঞ্জের সাটুরিয়ার তারাসিমা অ্যাপারেলস, গাজীপুরের জিরানী বাজারের আউকু টেক্স ও ময়মনসিংহের স্কয়ার ফ্যাশন পুরস্কার পেয়েছে।
বস্ত্র খাতের চারটি প্রতিষ্ঠান এবার পরিবেশবান্ধব কারখানার পুরস্কার পেয়েছে। সেগুলো হচ্ছে মানিকগঞ্জের চরকান্দার আকিজ টেক্সটাইল মিলস, হবিগঞ্জের মাধবপুরের পাইওনিয়ার ডেনিম, চট্টগ্রাম চান্দগাঁওয়ের কেডিএস টেক্সটাইল মিলস ও পটিয়ার ফোর এইচ ডাইং অ্যান্ড প্রিন্টিং। অটোমোবাইল খাতের একটিমাত্র প্রতিষ্ঠান পুরস্কার পেয়েছে। সেটি হলো চট্টগ্রামের নাসিরাবাদের সরকারি প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ।
ইলেকট্রিক অ্যান্ড ইলেকট্রনিক পণ্য প্রস্তুতকারক খাতের তিনটি প্রতিষ্ঠান পুরস্কার পাচ্ছে। সেগুলো হলো নরসিংদীর শাষপুরে অবস্থিত ট্রান্সকম ইলেকট্রনিকস, নরসিংদীর শিবপুরের ফেয়ার ইলেকট্রনিকস ও গাজীপুরের কালিয়াকৈরের ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ।
সরঞ্জাম ও সংযোগশিল্প খাত থেকে একমাত্র পুরস্কার পেয়েছে ঢাকার ধামরাইয়ের আদজি ট্রিমস। খাদ্য প্রক্রিয়াজাতকরণ খাতে পুরস্কার পাচ্ছে ধামরাইয়ের আকিজ ফুড অ্যান্ড বেভারেজ ও হবিগঞ্জের শায়েস্তাগঞ্জের হবিগঞ্জ অ্যাগ্রো। চা–শিল্প থেকে পুরস্কার পেয়েছে মৌলভীবাজারের শ্রীমঙ্গলের জেরিন চা-বাগান ও মির্জাপুর চা-বাগান।
চামড়াশিল্প (তৈরি পণ্য) খাতের একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে ময়মনসিংহের ভালুকার সুনিভার্স ফুটওয়্যার। এ ছাড়া পাট খাতে রংপুরের রবার্টগঞ্জের কারুপণ্য রংপুর, টাইলস অ্যান্ড সিরামিক খাতে গাজীপুরের শ্রীপুরের এক্স সিরামিক পুরস্কার পেয়েছে।
এ ছাড়া প্রসাধন খাতে মুন্সিগঞ্জের গজারিয়ায় রিমার্ক এইচবি ও নারায়ণগঞ্জের রূপগঞ্জের স্কয়ার টয়লেট্রিজ পুরস্কার পেয়েছে। ওষুধ খাতে একমাত্র প্রতিষ্ঠান হিসেবে পুরস্কার পেয়েছে গাজীপুরের টঙ্গীতে অবস্থিত এসকেএফ ফার্মাসিউটিক্যালস।
জাহাজভাঙা ও জাহাজ নির্মাণ খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের পিএইচপি শিপ ব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ, খুলনার লবণচরার খুলনা শিপইয়ার্ড ও সীতাকুণ্ডের কেআর শিপ রিসাইক্লিং ইয়ার্ড পরিবেশবান্ধব শিল্প হিসেবে পুরস্কার পেয়েছে। এ ছাড়া সিমেন্ট খাতে গাজীপুরের কালীগঞ্জের সেভেন সার্কেল ও ইস্পাত খাতে চট্টগ্রামের সীতাকুণ্ডের বিএসআরএম স্টিলস এবার পুরস্কার পেয়েছে।
পুরস্কার হিসেবে ট্রফি, সনদ ও এক লাখ টাকা পেয়েছে প্রতিষ্ঠানগুলো।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: প রস ক র প য ট র ন সকম
এছাড়াও পড়ুন:
মাসুদুজ্জামানের র্যালিতে ১১নং ওয়ার্ড বিএনপির অংশগ্রহণ
বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত তারেক রহমানসহ বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সকলকে কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানিয়ে নারায়ণগঞ্জ- ৫ আসনে বিএনপির মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদুজ্জামান মাসুদের র্যালিকে সফল করতে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠন নেতাকর্মীদের বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেছের্য
শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল ৩টায় শহরের কিল্লারপুর থেকে র্যালিটি খানপুর হাসপাতাল রোড গিয়ে মূল র্যালির সাথে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করেন।
এসময়ে নারায়ণগঞ্জ মহানগর ১১নং ওয়ার্ড বিএনপি’র সভাপতি হাবিবুর রহমান মিঠু ও সাধারণ সম্পাদক আবুল হোসেন রিপন এবং সাংগঠনিক সম্পাদক শেখ মোহাম্মদ দিপু’র নেতৃত্বে ১১নং ওয়ার্ড বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীদের নিয়ে শ্লোগানে শ্লোগানে বিশাল মিছিল নিয়ে অংশগ্রহণ করেন।