আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার (২৫ জুন) বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাঠে নামবে। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

গলে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে। দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে পয়েন্ট ভাগাভাগি করেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় ৪ পয়েন্ট করে পেয়েছে দুই দল।

সিংহলীজ স্পোর্টস ক্লাবে এর আগে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে—২০০১, ২০০২ এবং ২০০৭ সালে। ১৮ বছর পর বাংলাদেশ আবার টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার ঐতিহাসিক এই মাঠে, যার পথচলা শুরু হয়েছিল ১৯৫২ সালে। যেখানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের হেডকোয়ার্টারও।

আরো পড়ুন:

রাহুল-পন্তের জোড়া সেঞ্চুরিতে বড় টার্গেট ছুঁড়ল ভারত

শ্রীলঙ্কা দলে নতুন চমক, কলম্বো টেস্টের আগে দুই বোলার যুক্ত

কলম্বোর এসএসসিতেই, মোহাম্মদ আশরাফুল টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে করেছিলেন সেঞ্চুরি। এখনো অক্ষত সেই রেকর্ড। এ মাঠে পরে আরও দুই টেস্ট খেলেছিলেন আশরাফুল। প্রতি টেস্টেই রান পেয়েছেন। এ মাঠে ৩ টেস্টে ৪৩ গড়ে করেছেন ২৬০ রান।

আশরাফুলের জন্য মাঠটা পয়মন্ত হলেও বাংলাদেশের জন্য উল্টো। যে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটিতে ইনিংস ব্যবধানে হার। একটিতে প্রায় তিনশ রানের ব্যবধানে হার। দুঃস্বপ্নের এই ভেন্যুতেই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলবে স্বাগতিকদের বিপক্ষে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ টেস্টে মাত্র ১ জয় বাংলাদেশের। ড্র আছে ৬টি।

গলে জ্বরের কারণে খেলতে পারেননি বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে। মিরাজ ফিরলে বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেলে কি না, সেটাই দেখার বিষয়। কারণ, মিরাজের জায়গায় সুযোগ পাওয়া নাঈম হাসান ম্যাচে ৬ উইকেট পেয়েছিলেন। এক ম্যাচ পর তাকে দলের বাইরে রাখবে কি না, টিম ম্যানেজমেন্ট সেটা বড় প্রশ্ন।

গলের ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট হন তিনি। তার জায়গায় দলে ঢুকেছেন ভেল্লালাগে। ২২ বছরের স্পিন বোলিং অলরাউন্ডার ভেল্লালাগে এখন পর্যন্ত কেবল একটি টেস্টই খেলেছেন। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৯ রান করলেও কোনো উইকেট পাননি তিনি। ৩৩ বছর বয়সী পেসার বিশ্ব মাঠে নেমেছেন ২৭ টেস্টে। ৩২.

০৭ গড়ে তার শিকার ৭৯ উইকেট। এছাড়া পেশিতে চোট পেয়েছেন মিলান রত্নায়েকে। তার জায়গায় এসেছেন বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশের বর্তমান দলে কারও এসএসসিতে খেলার অভিজ্ঞতা নেই। নতুন মাঠে সতেজ মানসিকতা ও গলে পাওয়া আত্মবিশ্বাস কলম্বোতে কতটুকু কাজে লাগাতে পারে, সেটাই দেখার বিষয়। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কলম ব

এছাড়াও পড়ুন:

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসেও পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। দুটি কেন্দ্রেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

আজ রোববার রুয়েটের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই ভর্তি পরীক্ষায় ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

আরও পড়ুনএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী৪ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতা

ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ২০২৫ সালে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ পেতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে মোট জিপিএ ১৪ থাকতে হবে।

ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে। আবেদনকারীর এ লেভেল সনদ অবশ্যই ২০২৪ সালের নভেম্বর বা তার পরের হতে হবে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন