আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে আগামীকাল বুধবার (২৫ জুন) বাংলাদেশ ও শ্রীলঙ্কা মাঠে নামবে। কলম্বোর সিংহলীজ স্পোর্টস ক্লাব মাঠে শুরু হবে দ্বিতীয় টেস্ট। বাংলাদেশ সময় সকাল ১০টা ৩০ মিনিটে ম্যাচটি শুরু হবে।

গলে অনুষ্ঠিত সিরিজের প্রথম টেস্টটি ড্র হয়েছে। দুই দলই প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ক্রিকেট খেলে পয়েন্ট ভাগাভাগি করেছে। আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ম্যাচ হওয়ায় ৪ পয়েন্ট করে পেয়েছে দুই দল।

সিংহলীজ স্পোর্টস ক্লাবে এর আগে বাংলাদেশ তিনটি ম্যাচ খেলেছে—২০০১, ২০০২ এবং ২০০৭ সালে। ১৮ বছর পর বাংলাদেশ আবার টেস্ট খেলতে যাচ্ছে শ্রীলঙ্কার ঐতিহাসিক এই মাঠে, যার পথচলা শুরু হয়েছিল ১৯৫২ সালে। যেখানে রয়েছে শ্রীলঙ্কা ক্রিকেটের হেডকোয়ার্টারও।

আরো পড়ুন:

রাহুল-পন্তের জোড়া সেঞ্চুরিতে বড় টার্গেট ছুঁড়ল ভারত

শ্রীলঙ্কা দলে নতুন চমক, কলম্বো টেস্টের আগে দুই বোলার যুক্ত

কলম্বোর এসএসসিতেই, মোহাম্মদ আশরাফুল টেস্ট ইতিহাসে সর্বকনিষ্ঠ ব্যাটসম্যান হিসেবে করেছিলেন সেঞ্চুরি। এখনো অক্ষত সেই রেকর্ড। এ মাঠে পরে আরও দুই টেস্ট খেলেছিলেন আশরাফুল। প্রতি টেস্টেই রান পেয়েছেন। এ মাঠে ৩ টেস্টে ৪৩ গড়ে করেছেন ২৬০ রান।

আশরাফুলের জন্য মাঠটা পয়মন্ত হলেও বাংলাদেশের জন্য উল্টো। যে তিন ম্যাচ খেলেছে বাংলাদেশ, দুটিতে ইনিংস ব্যবধানে হার। একটিতে প্রায় তিনশ রানের ব্যবধানে হার। দুঃস্বপ্নের এই ভেন্যুতেই বাংলাদেশ দ্বিতীয় টেস্ট খেলবে স্বাগতিকদের বিপক্ষে। সব মিলিয়ে শ্রীলঙ্কার বিপক্ষে ২৭ টেস্টে মাত্র ১ জয় বাংলাদেশের। ড্র আছে ৬টি।

গলে জ্বরের কারণে খেলতে পারেননি বাংলাদেশের সহ-অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। এই ম্যাচে তার ফেরার সম্ভাবনা রয়েছে। মিরাজ ফিরলে বাংলাদেশ পাঁচ বোলার নিয়ে খেলে কি না, সেটাই দেখার বিষয়। কারণ, মিরাজের জায়গায় সুযোগ পাওয়া নাঈম হাসান ম্যাচে ৬ উইকেট পেয়েছিলেন। এক ম্যাচ পর তাকে দলের বাইরে রাখবে কি না, টিম ম্যানেজমেন্ট সেটা বড় প্রশ্ন।

গলের ম্যাচ দিয়ে সাদা পোশাকের ক্যারিয়ারের ইতি টেনেছেন অ্যাঞ্জেলো ম্যাথুজ। প্রথম ইনিংসে ৩৯ ও দ্বিতীয় ইনিংসে ৮ রানে আউট হন তিনি। তার জায়গায় দলে ঢুকেছেন ভেল্লালাগে। ২২ বছরের স্পিন বোলিং অলরাউন্ডার ভেল্লালাগে এখন পর্যন্ত কেবল একটি টেস্টই খেলেছেন। ২০২২ সালে পাকিস্তানের বিপক্ষে ওই ম্যাচে ২৯ রান করলেও কোনো উইকেট পাননি তিনি। ৩৩ বছর বয়সী পেসার বিশ্ব মাঠে নেমেছেন ২৭ টেস্টে। ৩২.

০৭ গড়ে তার শিকার ৭৯ উইকেট। এছাড়া পেশিতে চোট পেয়েছেন মিলান রত্নায়েকে। তার জায়গায় এসেছেন বিশ্ব ফার্নান্দো।

বাংলাদেশের বর্তমান দলে কারও এসএসসিতে খেলার অভিজ্ঞতা নেই। নতুন মাঠে সতেজ মানসিকতা ও গলে পাওয়া আত্মবিশ্বাস কলম্বোতে কতটুকু কাজে লাগাতে পারে, সেটাই দেখার বিষয়। 

ঢাকা/আমিনুল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর কলম ব

এছাড়াও পড়ুন:

এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার

২০২৫ সালের এসএসসি ও সমমান পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার প্রকাশ করা হবে। ওই দিন সকাল ১০টায় ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশিত হবে। আজ বৃহস্পতিবার ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড এক বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছে। একই সঙ্গে শিক্ষার্থীরা কীভাবে ফলাফল জানতে পারবে, তা–ও জানিয়েছে শিক্ষা বোর্ড। ঢাকা শিক্ষা বোর্ডের ওয়েবসাইট থেকে শিক্ষার্থীদের ফলাফল সংগ্রহ করতে হবে।

আরও পড়ুনএকাদশ শ্রেণিতে ভর্তিতে আবেদন শুরু, ফি-মেধা কোটা-ভর্তির যোগ্যতা-গ্রুপ নির্বাচন যেভাবে৩০ জুলাই ২০২৫

এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল গত ১০ জুলাই প্রকাশ করা হয়। ফলে সন্তুষ্ট না হওয়া শিক্ষার্থীদের প্রতিবারের মতো এবারও খাতা চ্যালেঞ্জ বা ফল পুনর্নিরীক্ষার আবেদনের সুযোগ দেওয়া হয়েছে। খাতা পুনর্নিরীক্ষণের জন্য এসএমএসের মাধ্যমে ১১ থেকে ১৭ জুলাই পর্যন্ত আবেদন করেছে পরীক্ষার্থীরা। আবেদনের পদ্ধতি শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট ও টেলিটকের মাধ্যমে জানানো হয়েছে।

এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট ৬ লাখ ৬৬০ শিক্ষার্থী ফেল করেছে। এর মধ্যে ছাত্র ৩ লাখ ২৪ হাজার ৭১৬ জন এবং ছাত্রী ২ লাখ ৭৫ হাজার ৯৪৪ জন।

আরও পড়ুনহার্ভার্ডসহ ১০ বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ বাংলাদেশি বংশোদ্ভূত সালমানের, বাবা–মা’র তিন সূত্রেই বাজিমাত০৬ আগস্ট ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এসএসসি উত্তীর্ণ শিক্ষার্থীদের মেধাবৃত্তি ও সাধারণ বৃত্তি দেবে সরকার
  • আড়াইহাজারে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা
  • এসএসসির উত্তরপত্র পুনর্নিরীক্ষণের ফলাফল আগামী রোববার
  • এসএসসি পরীক্ষার সনদ পাওয়া থেকে বঞ্চিত হওয়া মোটেই কাম্য নয়
  • এসএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশ ১০ আগস্ট
  • প্রেমে সাড়া না পেয়ে এসএসসি পরীক্ষার্থীকে অপহরণ, আড়াই মাস পর উদ্ধার
  • বাউবির এসএসসি ফলাফল পুনর্নিরীক্ষণ, পুনঃপরীক্ষা ফি জমাদান ও ফলাফল সংশোধনের জরুরি নির্দেশনা
  • চট্টগ্রামে নারী শিক্ষার্থীদের কেয়ারগিভিং কোর্স, সম্পূর্ণ বিনা খরচে