মার্ভেল অব টুমরো সিজন-৪: সেরার স্বীকৃতি পেলেন ৩২ জন কনটেন্ট ক্রিয়েটর
Published: 24th, June 2025 GMT
বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির বৈচিত্র্য ও সৃজনশীলতাকে উদ্যাপন করার পাশাপাশি দেশের ৩২ জন কনটেন্ট ক্রিয়েটর পেলেন সেরার স্বীকৃতি। গত শুক্রবার ঢাকার হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত বাংলাদেশের প্রথম ও অন্যতম ইনফ্লুয়েন্সার ফেস্ট এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘মার্ভেল অব টুমরো’র চতুর্থ আসরে এ স্বীকৃতি দেওয়া হয়।
এবারের আসরে ২৭টি বিভাগে মোট ৩২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী ও শৌভিক আহমেদ।
এক হাজারের বেশি অতিথির উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানজুড়ে ছিল রেড কার্পেট গ্ল্যামার, এক্সপেরিয়েন্স জোন, ফ্যাশন, মিউজিক ও ড্যান্স। মেরিল প্রেজেন্টস মার্ভেল অব টুমরোর এবারের আসরের সহযোগিতায় ছিল আরএকে সিরামিকস এবং ওমোডা ও জ্যাকু। রেড কার্পেটের সঞ্চালনায় ছিলেন ‘ডানাভাই জোশ’খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।
এবারের আসরের থিম ছিল ‘স্থানীয় শিকড় ও বৈশ্বিক প্রভাব’ (লোকাল রুটস অ্যান্ড গ্লোবাল ইমপ্যাক্ট); যার লক্ষ্য ছিল বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর সক্ষমতাকে দৃশ্যমান করা।
সাফিয়া সাথির ডিজাইন ও ইমু হাশমির কোরিওগ্রাফিতে অনুষ্ঠানের শুরুতেই ছিল আকর্ষণীয় ফ্যাশন পারফরম্যান্স। চিত্রনায়ক আরিফিন শুভসহ র্যাম্পে অংশ নেন দেশের জনপ্রিয় ইনস্টাগ্রাম-ক্রিয়েটর ও মডেলরা। শো স্টপার হিসেবে উপস্থিত হন সালমান মুক্তাদির। মডেলরা পরেছিলেন ‘ড্যাজল বাই সোনিয়া’র এক্সক্লুসিভ জুয়েলারি।
এ ছাড়া ছিল সংগীতশিল্পী ও সংগীতপরিচালক সন্ধির নির্দেশনায় পাঁচজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর মিউজিক্যাল পারফরম্যান্স এবং ‘ফ্লো বাই ইরা’র চোখধাঁধানো নৃত্য পরিবেশনা।
অনুষ্ঠানটির আয়োজক দ্য মার্ভেল-বিইউর সহপ্রতিষ্ঠাতা মাহজাবিন ফেরদৌস বলেন, ‘এবারের আয়োজন নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। ব্যতিক্রম আয়োজনটিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে।’
দ্য মার্ভেল-বিইউর আরেক সহপ্রতিষ্ঠাতা বৃতি সাবরিন বলেন, ‘“লোকাল রুটস অ্যান্ড গ্লোবাল ইমপ্যাক্ট’’ থিমের মাধ্যমে বাংলাদেশের সৃজনশীলতাকে বিশ্বদর্শনে তুলে ধরতে আমরা সফল হয়েছি। অংশগ্রহণকারী ও বিজয়ীদের প্রতিক্রিয়া এ উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।’
বিভিন্ন বিভাগে এবারের বিজয়ীরা হলেন নেভার টু এক্সট্রা (ব্র্যান্ড প্রমোশন), স্টাইল হাট বাই তন্ময় (ফ্যাশন ভ্লগ), আফসানা ফেরদৌসি (ফ্যাশন ডিজাইন), সাফিয়া সাথি (ফ্যাশন ডিজাইন, সমালোচক), হক রিয়াজ (অটো রিভিউ), মি.
আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার, হাল ফ্যাশন, দ্য হেডলাইনস, টিন্ডস, সজু টুডে, ক্যাবলগ্রাম ও আওয়ার ক্যানভাস।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
আরওজি, টাফ ও ভি সিরিজের নতুন গেমিং ল্যাপটপ আনল আসুস
আসুস বাংলাদেশের আয়োজনে রবিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় ‘আরওজি আনলিশড’ শীর্ষক ইভেন্টে উন্মোচন করা হয়েছে আসুসের নতুন কিছু গেমিং ল্যাপটপ। গেমার, প্রযুক্তিপ্রেমী ও ক্রিয়েটররা এই ইভেন্টে উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আসুসের নতুন প্রজন্মের আরওজি (রিপাবলিক অব গেমারস), টাফ সিরিজ এবং নতুন ‘ভি’ সিরিজের গেমিং ল্যাপটপ প্রদর্শন করা হয়। এই ল্যাপটপগুলোতে আছে সর্বশেষ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। এই ইভেন্টে ল্যাপটপগুলো সরাসরি ব্যবহার করে দেখার সুযোগ দেয়া হয়।
আরওজি সিরিজের ল্যাপটপ
অনুষ্ঠানে তুলে ধরা হয় পাওয়ারফুল আরওজি স্ট্রিক্স স্কার ১৮ ল্যাপটপ, যেটি আরটিএক্স ৫০৯০ জিপিইউ নিয়ে এসেছে। ল্যাপটপটিতে আছে বিশাল ১৮ ইঞ্চি ডিসপ্লে এবং পারফরম্যান্স দিক থেকেও এটি ডেস্কটপ মানের। আরওজি স্ট্রিক্স স্কার ১৮ (২০২৫) ল্যাপটপটির দাম ৬ লাখ ৪৯ হাজার ৯৯০ টাকা। তাছাড়া হালকা ও স্টাইলিশ ডিজাইনে আরওজি স্ট্রিক্স সিরিজের অন্যান্য ল্যাপটপ ইভেন্টে প্রদর্শন করা হয় যার দাম শুরু ২ লাখ ৫০ হাজার টাকা থেকে।
এছাড়া, আরওজি জেফাইরাস জি১৪ ও জি১৬ দুটি ল্যাপটপ এই আয়োজনে ছিল। ডিজাইনের দিক থেকে হালকা আর চমৎকার এই ল্যাপটপগুলো পারফরম্যান্সে দারুণ। তাই গেমিংয়ের পাশাপাশি কনটেন্ট ক্রিয়েটরদের জন্যও এগুলো বেশ উপযোগী। ভবিষ্যতের গেমিংয়ের ক্ষেত্রে আসুসের আরওজি মডেলগুলো ল্যাপটপ ব্যবহারকারীদের জন্য নিশ্চিত করে দারুণ অভিজ্ঞতা। আরওজি জেফাইরাস জি১৪ ল্যাপটপের দাম ৩ লাখ ৩২ হাজার টাকা এবং জি১৬ মডেলের দাম ৩ লাখ ৮৮ হাজার টাকা।
টাফ সিরিজের ল্যাপটপ
আরওজি সিরিজ ছাড়াও ইভেন্টে দেখানো হয় ২০২৫ ভার্সনের টাফ গেমিং এ১৪, এ১৬ এবং এফ১৬ ল্যাপটপ। এই মডেলগুলোতে আছে আরটিএক্স ৫০৬০ পর্যন্ত জিপিইউ। ভালো পারফরম্যান্স, গেমিং এক্সপেরিয়েন্স এবং স্থায়িত্বের জন্য দামের দিক থেকেও এই ল্যাপটপগুলোতে সুবিধা পাওয়া যাবে। তাই গেমারদের পাশাপাশি পেশাজীবীদের জন্য এই ল্যাপটপগুলো উপযোগী। আসুসের টাফ গেমিং এ১৪ ল্যাপটপটির দাম ১ লাখ ৯৪ হাজার টাকা, এ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৫০০ টাকা থেকে আর এফ১৬ মডেলটির দাম শুরু হচ্ছে ১ লাখ ৭০ হাজার টাকা থেকে।
বাংলাদেশে নতুন ‘ভি’ সিরিজ
এই ইভেন্টের মধ্য দিয়ে প্রথমবারের মতো বাংলাদেশে আসুস নিয়ে এলো আসুস গেমিং ভি১৬ (ভি৩৬০৭) ল্যাপটপ। এতে রয়েছে ইন্টেল কোর ৫ সিরিজ প্রসেসর ও এনভিডিয়া জিফোর্স আরটিএক্স ৫০৫০ জিপিইউ। এর পারফরম্যান্সের পাশাপাশি ১৬ ইঞ্চির ১৪৪ হার্জ ডিসপ্লে এবং আধুনিক নকশা এটিকে করেছে আলাদা। টার্বো ব্লু রঙে এবং আধুনিক প্যাটার্নে ল্যাপটপটি ডিজাইন করা হয়েছে। এই ল্যাপটপটির দাম ১ লাখ ৬৪ হাজার টাকা।
ল্যাপটপের পাওয়ারফুল জিপিইউ
আসুসের নতুন এই সবগুলো ল্যাপটপেই অন্যতম আকর্ষণ এনভিডিয়া আরটিএক্স ৫০ সিরিজের জিপিইউ। নতুন এই প্রযুক্তিতে আছে দারুণ গ্রাফিক্স, এআই চালিত সুবিধা, রে ট্রেসিং ও ডিএলএসএস প্রযুক্তি। এর ফলে গেমিং ছাড়াও ডিজাইন বা ভিডিও এডিটিং এর মতো কাজ আরো দ্রুত করা সম্ভব।
ঢাকা/ফিরোজ