বাংলাদেশের কনটেন্ট ইন্ডাস্ট্রির বৈচিত্র্য ও সৃজনশীলতাকে উদ্‌যাপন করার পাশাপাশি দেশের ৩২ জন কনটেন্ট ক্রিয়েটর পেলেন সেরার স্বীকৃতি। গত শুক্রবার ঢাকার হোটেল রেডিসন ব্লুতে আয়োজিত বাংলাদেশের প্রথম ও অন্যতম ইনফ্লুয়েন্সার ফেস্ট এবং অ্যাওয়ার্ড অনুষ্ঠান ‘মার্ভেল অব টুমরো’র চতুর্থ আসরে এ স্বীকৃতি দেওয়া হয়।

এবারের আসরে ২৭টি বিভাগে মোট ৩২ জন বিজয়ীকে পুরস্কৃত করা হয়। পুরস্কার প্রদান অনুষ্ঠান সঞ্চালনা করেন স্ট্যান্ডআপ কমেডিয়ান আমিন হান্নান চৌধুরী ও শৌভিক আহমেদ।

এক হাজারের বেশি অতিথির উপস্থিতিতে জমকালো অনুষ্ঠানজুড়ে ছিল রেড কার্পেট গ্ল্যামার, এক্সপেরিয়েন্স জোন, ফ্যাশন, মিউজিক ও ড্যান্স। মেরিল প্রেজেন্টস মার্ভেল অব টুমরোর এবারের আসরের সহযোগিতায় ছিল আরএকে সিরামিকস এবং ওমোডা ও জ্যাকু। রেড কার্পেটের সঞ্চালনায় ছিলেন ‘ডানাভাই জোশ’খ্যাত কনটেন্ট ক্রিয়েটর কামরুন নাহার ডানা।

এবারের আসরের থিম ছিল ‘স্থানীয় শিকড় ও বৈশ্বিক প্রভাব’ (লোকাল রুটস অ্যান্ড গ্লোবাল ইমপ্যাক্ট); যার লক্ষ্য ছিল বাংলাদেশের কনটেন্ট ক্রিয়েটরদের আন্তর্জাতিক পর্যায়ে পৌঁছানোর সক্ষমতাকে দৃশ্যমান করা।

সাফিয়া সাথির ডিজাইন ও ইমু হাশমির কোরিওগ্রাফিতে অনুষ্ঠানের শুরুতেই ছিল আকর্ষণীয় ফ্যাশন পারফরম্যান্স। চিত্রনায়ক আরিফিন শুভসহ র‍্যাম্পে অংশ নেন দেশের জনপ্রিয় ইনস্টাগ্রাম-ক্রিয়েটর ও মডেলরা। শো স্টপার হিসেবে উপস্থিত হন সালমান মুক্তাদির। মডেলরা পরেছিলেন ‘ড্যাজল বাই সোনিয়া’র এক্সক্লুসিভ জুয়েলারি।

এ ছাড়া ছিল সংগীতশিল্পী ও সংগীতপরিচালক সন্ধির নির্দেশনায় পাঁচজন জনপ্রিয় কণ্ঠশিল্পীর মিউজিক্যাল পারফরম্যান্স এবং ‘ফ্লো বাই ইরা’র চোখধাঁধানো নৃত্য পরিবেশনা।

অনুষ্ঠানটির আয়োজক দ্য মার্ভেল-বিইউর সহপ্রতিষ্ঠাতা মাহজাবিন ফেরদৌস বলেন, ‘এবারের আয়োজন নিয়ে আমরা অত্যন্ত গর্বিত। ব্যতিক্রম আয়োজনটিতে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ আমাদের আনন্দিত করেছে।’

দ্য মার্ভেল-বিইউর আরেক সহপ্রতিষ্ঠাতা বৃতি সাবরিন বলেন, ‘“লোকাল রুটস অ্যান্ড গ্লোবাল ইমপ্যাক্ট’’ থিমের মাধ্যমে বাংলাদেশের সৃজনশীলতাকে বিশ্বদর্শনে তুলে ধরতে আমরা সফল হয়েছি। অংশগ্রহণকারী ও বিজয়ীদের প্রতিক্রিয়া এ উদ্যোগকে সামনে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে আমাদের প্রতিশ্রুতিকে আরও দৃঢ় করেছে।’

বিভিন্ন বিভাগে এবারের বিজয়ীরা হলেন নেভার টু এক্সট্রা (ব্র্যান্ড প্রমোশন), স্টাইল হাট বাই তন্ময় (ফ্যাশন ভ্লগ), আফসানা ফেরদৌসি (ফ্যাশন ডিজাইন), সাফিয়া সাথি (ফ্যাশন ডিজাইন, সমালোচক), হক রিয়াজ (অটো রিভিউ), মি.

থ্রিপল আর (গেমিং), সানি গিরি (মটো রিভিউ), টকিং টিকি-টাকা (স্পোর্টস রিভিউ), পিসিবিল্ডার্স বাংলাদেশ (টেক রিভিউ), হ্যাটম্যান কুকিং (কুকিং), শিকদার সাহেব (ফুড রিভিউ), ডা. রায়হান শহীদুল্লাহ (হলিস্টিক ওয়েল-বিং), সালাউদ্দিন সুমন (ট্রাভেল ভ্লগ), মি. মিক্সার্স ওয়ার্ল্ড (ট্র্যাভেল ভ্লগ, সমালোচক), শান্তি রেহমান (ড্যান্স), মুজা (মিউজিক), মাশা ইসলাম (মিউজিক, সমালোচক), মেহেদী হাসান তরু (কমেডি), হিউমার ট্যাবলেট (এন্টারটেইনমেন্ট কনটেন্ট), ভাইসাব (এন্টারটেইনমেন্ট কনটেন্ট, সমালোচক), নাসির তামজীদ অফিসিয়াল (ইনফোটেইনমেন্ট), শুভাশিস ভৌমিক (ইনফোটেইনমেন্ট, সমালোচক), টু সেন্টস পডকাস্ট (পডকাস্ট), উম্মে কুলসুম পপি (এগ্রিকালচার, সমালোচক), মো. আবদুল কাইয়্যুম (পেট ওয়েলফেয়ার), ভালো কাজের হোটেল (সোশ্যাল ওয়েলফেয়ার, সমালোচক), মাসু আকে (আর্ট), জুবায়ের কাওলিন (ফটোগ্রাফি), কিংকর আহসান (রাইটিং, সমালোচক), বাপ কা বেটা (ইন্সপাইরিং চিলড্রেন), আরকে সোহান (অ্যাসপাইরিং ক্রিয়েটর) এবং রিনিশ ডিআইওয়াই নেস্ট (হোম ডেকোর, সমালোচক)

আয়োজনটির মিডিয়া পার্টনার ছিল দ্য ডেইলি স্টার, হাল ফ্যাশন, দ্য হেডলাইনস, টিন্ডস, সজু টুডে, ক্যাবলগ্রাম ও আওয়ার ক্যানভাস।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ট ইনম ন ট অন ষ ঠ ন

এছাড়াও পড়ুন:

হেলিও ৪৫: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের ছোঁয়া

এডিসন গ্রুপের প্রিমিয়াম হ্যান্ডসেট ব্র্যান্ড হেলিও তাদের স্মার্টফোন লাইনআপে যুক্ত করেছে ‘হেলিও ৪৫’ (Helio 45)। গতকাল মঙ্গলবার নতুন এই স্মার্টফোনটি উদ্বোধন করা হয়েছে।

বাজারে দুটি ভেরিয়েন্টে পাওয়া যাবে স্মার্টফোনটি—৬ ও ১২৮ জিবি এবং ৮ ও ১২৮ জিবির দাম যথাক্রমে ১১ হাজার ৯৯৯ টাকা এবং ১২ হাজার ৯৯৯ টাকা, সঙ্গে থাকছে গ্রামীণফোনের বান্ডেল অফার। স্মার্টফোনটিতে রয়েছে বর্তমান বাজারের দাম অনুযায়ী সবচেয়ে অত্যাধুনিক ফিচার।

এডিসন গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর জাকারিয়া শাহিদ বলেন, ‘স্মার্টফোন শুধু একটি ডিভাইস নয়, এটি আমাদের দৈনন্দিন জীবনের অংশ। হেলিও ৪৫ সেই অভিজ্ঞতাকে নতুন উচ্চতায় নিয়ে যাবে, যেখানে পারফরম্যান্সের পাশাপাশি প্রিমিয়াম ডিজাইনের মিশ্রণ ঘটেছে।’

হেলিও ৪৫–এ আছে লেটেস্ট অ্যান্ড্রয়েড–১৫ অপারেটিং সিস্টেম, ফলে ব্যবহারকারীরা পাবেন গুগলের অত্যাধুনিক সব ফিচার এবং ইউজার–ফ্রেন্ডলি ইন্টারফেইস। এ ছাড়া অ্যান্ড্রয়েড–১৫–তে গ্রাহকেরা উপভোগ করতে পারবেন হাই পারফরম্যান্স, অ্যাপ ওপেনিং এবং অত্যাধুনিক কাস্টমাইজেশন অপশন।

হেলিও ৪৫ স্মার্টফোনটিতে আছে ২০: ৯ অ্যাসপেক্ট রেশিওর ৬.৬৭ ইঞ্চি ১২০ হার্জের ফুল এইচডি প্লাস পাঞ্চ হোল ডিসপ্লে। এ ছাড়া ডিসপ্লে প্রোটেকশন হিসেবে আছে আয়রন গার্ড গ্লাস, ফলে হাত থেকে পড়ে গিয়ে ডিসপ্লে ভেঙে যাওয়া বা ফাটল ধরা থেকে পাওয়া যাবে সুরক্ষা। কনটেন্ট স্ট্রিমিং, গেমিং বা দৈনন্দিন কাজে এই ডিসপ্লেটি দেবে অসাধারণ ভিজ্যুয়াল এক্সপেরিয়েন্স।

চিপসেট হিসেবে এই হ্যান্ডসেটটিতে আছে মিডিয়াটেকের ১২ ন্যানোমিটার প্রিমিয়াম চিপসেট হেলিও জি৮১ এবং প্রসেসরে আছে ২.০ গিগাহার্টজ অক্টাকোর প্রসেসর। এই ডায়নামিক ডুও আপনাকে দেবে মাল্টিটাস্কিং, স্মুথ অ্যাপ ট্রানজিশন এবং গেমস খেলার সুপার ফাস্ট ইউজার এক্সপেরিয়েন্স। তা ছাড়া মাল্টিটাস্কিং এবং হাই পারফরম্যান্স এনশিওর করার জন্য এই ফোনে আছে ৬ জিবি এবং ৮ জিবি র‍্যাম। এ ছাড়া মেমোরি ফিউশনের মাধ্যমেও র‍্যাম বাড়ানো যাবে যথাক্রমে ৬ জিবি এবং ৮ জিবি করে। ১২৮ জিবি রম দেবে অনেক বেশি অ্যাপ এবং ছবি বা ভিডিও স্টোর করার ব্যবস্থা।

ফটোগ্রাফিপ্রেমীদের জন্য হেলিও ৪৫ নিয়ে এসেছে ৫০ মেগাপিক্সেল সনি সেন্সরের ট্রিপল রিয়ার ক্যামেরা সেটআপ, যার অ্যাপারচার এফ/১.৮। ডিএসএলআর মানের ছবি তোলা যাবে হেলিও ৪৫–এর এই ক্যামেরা দিয়ে। ৩২ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরাসহ ফেস–ফোকাস ফিচারটি ব্যবহার করে তোলা যাবে নিখুঁত সব সেলফি এবং ভিডিও কলও হবে অত্যন্ত মসৃণ।

এই স্মার্টফোনটিতে রয়েছে ৫০০০এমএএইচ লি-পলিমার ব্যাটারি, যা সারা দিন ধরে নিরবচ্ছিন্নভাবে ব্যবহার করা যাবে। এই ব্যাটারি ব্যবহারকারীর দৈনন্দিন লাইফস্টাইলের সঙ্গে তাল মিলিয়ে চলতে সক্ষম। এ ছাড়া দ্রুত চার্জ করার জন্য হ্যান্ডসেটটির সঙ্গে থাকছে ১৮ ওয়াটের ফাস্ট চার্জিং সাপোর্টযুক্ত চার্জার, যার মাধ্যমে মাত্র দেড় ঘণ্টায় ফোনটি ফুল চার্জ হয়ে যাবে।

বৃষ্টি বা ধুলোবালি থেকে রক্ষা পেতে এই স্মার্টফোনটিতে আছে আইপি ৬৪–এর রেটিং। হেলিও ৪৫ ফোনটিতে রয়েছে ফোরজি/থ্রিজি/টুজি ওয়াই–ফাই, জিপিএস এবং ওটিজি ব্যবহার করার সুবিধা।

নিরাপত্তার দিকটিও যথেষ্ট গুরুত্ব দেওয়া হয়েছে। এই ফোনটিতে আছে সাইড মাউন্টেড ফিংগারপ্রিন্ট সেন্সর এবং ফেস আনলক ফিচার, যা দ্রুত এবং নিরাপদে ব্যবহারকারীর ডিভাইসে অ্যাক্সেস নিশ্চিত করে। এ ছাড়া জি সেন্সর, প্রক্সিমিটি সেন্সর, লাইট সেন্সরের পাশাপাশি ম্যাগনেটিক সেন্সরও আছে এই হ্যান্ডসেটটিতে।

স্পেশাল ফিচারের মধ্যে রয়েছে রিভার্স চার্জিং, অ্যাপ হাইড, অ্যাপ লক, ব্যাকগ্রাউন্ড স্ট্রিম এবং নয়েজ ক্যানসেলেশন ইত্যাদি।

অবিশ্বাস্য ফিচার এবং প্রিমিয়াম ডিজাইনের সঙ্গে তিনটি চমৎকার কালার অপশন—মিন্ট গ্রিন, স্পেস ব্ল্যাক এবং ক্ল্যাসিক নেভি ব্লুসহ হেলিও ৪৫ ব্যবহারকারীর দৈনন্দিন জীবনে এনে দেবে প্রিমিয়াম ফিল।

সম্পর্কিত নিবন্ধ

  • দ. আফ্রিকা সিরিজে ভারতের দল ঘোষণা: টেস্টে ফিরলেন পন্ত
  • হেলিও ৪৫: বাজেটের মধ্যে ফ্ল্যাগশিপের ছোঁয়া
  • ‘তুচ্ছ কারণে’ও শিরোনাম হওয়া কনস্টাস নেই অস্ট্রেলিয়া দলে