—নাজমুল হোসেনের আঙুলের চোটের কী অবস্থা?

—সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠের উইকেট দেখে কেমন মনে হচ্ছে বাংলাদেশের?

—কলম্বো টেস্টে মেহেদী হাসান মিরাজ খেললে বোলিং কম্বিনেশন কেমন হবে? নাঈম হাসান কি থাকবেন দলে?

কাল থেকে শুরু কলম্বো টেস্টের আগে বাংলাদেশ দলের কোচ ফিল সিমন্সের কাছে সুনির্দিষ্টভাবে এর চেয়ে বেশি কিছু আসলে জানার ছিল না। গলে দারুণ খেলে ড্র করে কলম্বো এসেছেন ক্রিকেটাররা। আত্মবিশ্বাসের কমতি নেই। সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের প্রেসবক্সে আজ ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের কোচ সিমন্সের কথাতেও সেটাই প্রকাশ পেল।

আরও অনেক প্রশ্নের সঙ্গে ওপরের প্রথম প্রশ্নটির জবাবেও স্বস্তির কথাই বলেছেন কোচ, ‘ও (নাজমুল) ঠিক আছে। আঙুলে হালকা ব্যথা পেয়েছে, টেপ পেঁচিয়ে খেলতে পারবে। খেলতে কোনো সমস্যা হবে না।’ বাকি দুই প্রশ্নের জবাবেও ফুটে উঠল গলের ড্র থেকে পাওয়া আত্মবিশ্বাস।

আঙুলে হালকা ব্যথা পেলেও আজ অনুশীলন করেছেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: কলম ব

এছাড়াও পড়ুন:

হতে চেয়েছিলেন সাংবাদিক, ‘দেবদাস’ বদলে দিল জীবন

তিনি হতে চেয়েছিলেন সাংবাদিক। সেই পথেই পা রেখেছিলেন। কিন্তু ২০০২ সালে এক সিনেমা বদলে দিয়েছিল তাঁর জীবনের পথচলা। সঞ্জয়লীলা বানসালির প্রেমকাহিনি ‘দেবদাস’-এ শাহরুখ খান, মাধুরী দীক্ষিত ও ঐশ্বরিয়া রাইয়ের চোখধাঁধানো উপস্থিতি, অভিনয় আর পরিচালকের সৃজনশীলতা এক অনবদ্য ছাপ ফেলেছিল জ্যাকুলিন ফার্নান্দেজের মনে। সে সময় তিনি এক স্বপ্ন দেখেছিলেন, একদিন হয়তো বলিউডের স্বপ্নময় দুনিয়ায় নিজেও নাম লেখাবেন। আজ ১১ আগস্ট, ৩৯ বছর বয়সে পৌঁছে জ্যাকুলিনের সেই স্বপ্ন অর্ধেক বাস্তবতা, অর্ধেক এখনো অধরা।

বলিউডে পথচলা শুরু ২০০৯ সালে, ‘আলাদিন’ ছবিতে ছিল অন্য রকম উপস্থিতি। পরে ‘হাউসফুল’ ফ্র্যাঞ্চাইজি, ‘মার্ডার ২ ’, ‘কিক’, ‘জুড়ুয়া ২ ’সহ ৪০টিরও বেশি ছবিতে কাজ করেছেন। ডেভিড ধাওয়ান, রোহিত শেঠি, মোহিত সুরি, সাজিদ খানের মতো পরিচালকের সঙ্গে কাজ করেছেন। তবে সঞ্জয় লীলা বানসালির সঙ্গে কাজ করার স্বপ্ন এখনো অধরা রয়ে গেছে। নিজেই জানিয়েছেন সেই অতৃপ্তির কথা।

এক সাক্ষাৎকারে জ্যাকুলিন জানিয়েছেন, ‘আমি দুচোখ ভরে সঞ্জয় লীলা বানসালির কাজ দেখেছিলাম, আর মনে মনে বলেছিলাম, এটাও কি সম্ভব! তাঁর ছবির দুনিয়া ছিল স্বপ্নের মতো সুন্দর। সত্যি বলতে, আমি সব সময় তাঁর সঙ্গে কাজ করতে চেয়েছি। “দেবদাস” আমার সবচেয়ে বড় প্রেরণা ছিল।’

আরও পড়ুন২০০ কোটি রুপি প্রতারণা মামলায় বিপাকে জ্যাকুলিন০৪ জুলাই ২০২৫জ্যাকুলিন ফার্নান্দেজ

সম্পর্কিত নিবন্ধ