কলম্বোয় বুধবার বাংলাদেশ সময় সকাল সাড়ে ১০টায় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে বাংলাদেশ। গল টেস্টের পারফরম্যান্স দলকে আত্মবিশ্বাস দিয়েছে জানিয়ে টাইগার হেড কোচ ফিল সিমন্স বলেন, গলের খেলাটা কলম্বোতেও দেখতে চান। কলম্বো টেস্টের চ্যালেঞ্জ নিতে মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত তারা। 

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে সিমন্স বলেন, ‘যেভাবে আমরা গলে খেলেছি, তা দলকে আত্মবিশ্বাস দিয়েছে। ছেলেরা ভালো করছে, ভালো খেললে মুড ভালো থাকে। দুই টেস্টের মধ্যে বিরতিটাও ভালো। তারা মানসিকভাবে শক্ত আছে। শারীরিকভাবে প্রস্তুত। আমরা চ্যালেঞ্জ নিতে প্রস্তুত।’ 

কলম্বোর উইকেট গলের মতোই ভালো বলে মনে করছেন কোচ সিমন্স। যদিও উইকেট সম্পর্কে পরিষ্কার ধারণা এখনো পাননি বলেও ইঙ্গিত করেছেন, ‘গতকাল উইকেট দেখেছি, ভালো মনে হয়েছে। আজ এখনো দেখিনি। আমরা গলের মতোই দৃঢ়ভাবে খেলার চেষ্টা করবো। কিছু জায়গায় উন্নতি দরকার। তবে প্রথম টেস্টের মান ধরে রাখতে পারলেও চলবে।’ 

জ্বরের কারণে গল টেস্টে খেলতে পারেননি অলরাউন্ডার মেহেদী মিরাজ। কলম্বো টেস্টের একাদশে ফিরবেন তিনি। গলের মতো দুই স্পিনার নিয়ে খেললে ইনিংসে পাঁচ উইকেট পাওয়া নাঈম একাদশের বাইরে চলে যাবেন। তিন স্পিনার নিয়ে খেললে সুযোগ মিলবে মিরাজেরও। সেক্ষেত্রে কমাতে হবে ব্যাটার। বিষয়টি নিয়ে কোচ সিমন্স জানিয়েছেন, কম্বিনেশন নিয়ে এখনো ভাবেননি তারা। 

সিমন্স বলেন, ‘আজ উইকেট দেখবো, এরপর অনুশীলন শেষে টিম মিটিংয়ে সিদ্ধান্ত হবে। একাদশের ভারসাম্য নিয়ে ভাবার আগে আমাদের উইকেটটা বুঝতে হবে। এরপরই বলা যাবে তিন স্পিনার নাকি তিন পেসার নিয়ে খেলানো হবে। নাঈম গলে খুব ভালো বোলিং করেছে। তাকে বাদ দেওয়া কঠিন হবে। তবে কন্ডিশন বুঝে দলের সেরা স্বার্থে একাদশ সাজানোও গুরুত্বপূর্ণ।’

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ ল স মন স প রস ত ত স মন স কলম ব উইক ট

এছাড়াও পড়ুন:

কবুতর চুরির অভিযোগে একজনকে পিটিয়ে হত্যা

নাটোরের সিংড়ায় কবুতর চুরির সন্দেহে আকরাম হোসেন নামে একজনকে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে এলাকাবাসীর বিরুদ্ধে।

শুক্রবার (৮ আগস্ট) দুপুরে সিংড়া পাটকোল এলাকায় আকরামকে মারধর করা হয়। বিকেল ৪টার দিকে তিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মারা যান।

সিংড়া থানার ওসি মমিনুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আরো পড়ুন:

গাজীপুরে সাংবাদিক হত্যার ঘটনায় গ্রেপ্তার আরো ২

সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫

নিহত আকরাম হোসেন উপজেলা পার সিংড়া এলাকার মৃত ইউসুফ আলীর ছেলে।

ওসি মমিনুজ্জামান জানান, এক সপ্তাহে আগে সিংড়া পাটকোল এলাকার মিঠুর কবুতরের খামার থেকে কবুতর চুরি করে পালিয়ে যান আকরাম। গতকাল শুক্রবার দুপুরে আবারো কবুতর চুরি করতে গেছেন এমন সন্দেহে আকরামকে ধরে গণপিটুনি দেন এলাকাবাসী। গুরুতর অবস্থায় তাকে সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৪টার দিকে তিনি মারা যান। 

তিনি আরো জানান, তদন্ত শুরু হয়েছে। তদন্ত শেষে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। লাশ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

ঢাকা/আরিফুল/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ