এইচএসসির প্রবেশপত্রে থাকা ১৮ নিয়ম জানতে হবে
Published: 24th, June 2025 GMT
এইচএসসি পরীক্ষা শুরু হবে ২৬ জুন। এরই মধ্যে তোমরা সবাই কলেজ থেকে পরীক্ষার প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড সংগ্রহ করেছ। পরীক্ষা চলাকালীন অবশ্য মূল প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড দুইই পরীক্ষা কক্ষে সঙ্গে নিয়ে যাবে। আর বাসায় প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড ফটোকপি করে তা সংরক্ষণ করবে। তোমার প্রবেশপত্রের পেছনে লেখা অবশ্যই পালনীয় ১৮টি নিয়মাবলি পড়বে। তা থেকে তোমরা অনেক দরকারি তথ্য জানতে পারবে।
*পরীক্ষার্থীর অবশ্যই পালনীয় ১৮টি নিয়মাবলি১.
২. পরীক্ষার প্রথম দিনে পরীক্ষা শুরু হওয়ার ‘এক ঘণ্টা আগে’ এবং পরবর্তী দিনগুলোতে ‘আধা ঘণ্টা আগে’ পরীক্ষা হলের দরজা খোলা হবে। পরীক্ষার্থীকে এই সময়ের মধ্যে নিজ নিজ আসন গ্রহণ করতে হবে।
৩. পরীক্ষার সময় শেষ হলে কক্ষ পর্যবেক্ষকেরা (ইনভিজিলেটর) উত্তরপত্র সংগ্রহ করার আগে কোনো পরীক্ষার্থী তার ‘আসন ছাড়তে’ পারবে না। পরীক্ষা শুরু হওয়ার ‘দুই ঘণ্টা অতিক্রান্ত হওয়ার আগে’ কোনো পরীক্ষার্থীকেই উত্তরপত্র দাখিল করতে দেওয়া হবে না।
৪. কোনো পরীক্ষার্থীকে কেবল ‘প্রবেশপত্র ও রেজিস্ট্রেশন কার্ড’ ছাড়া অন্য কোনো নোট, কাগজ, বইপত্র ও মোবাইল ফোন বা অন্য কোনো ডিভাইস সঙ্গে নিতে দেওয়া হবে না।
৫. পরীক্ষার্থীরা তাদের নিজেদের কলম, কালি, বল পয়েন্ট কলম ও পেনসিল সঙ্গে নেবেন এবং সাধারণ সায়েন্টিফিক ক্যালকুলেটর ও আনুষঙ্গিক যন্ত্রপাতির ব্যবস্থা নিজেরাই করবে।
৬. পরীক্ষার্থীরা উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থানে নিজ বোর্ডের নাম, পরীক্ষার নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোডের ঘর যথাযথভাবে ‘কালো কালির বল পয়েন্ট কলম’ দ্বারা পূরণ বা ভরাট করবে।
৭. পরীক্ষার্থীরা উত্তরপত্রের ‘নির্ধারিত স্থান’ হতে উত্তর লেখা শুরু করবে। উত্তরপত্রের কভার পৃষ্ঠা ব্যতীত অন্য সব পাতার উভয় পৃষ্ঠাতেই উত্তর লিখতে হবে। পরীক্ষার্থীর লিখিত উত্তরপত্রের সর্বশেষ উত্তরের নিচে ‘END’ অথবা ‘সমাপ্ত’ কথাটি অবশ্যই লিখতে হবে।
৮. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় নির্দিষ্ট স্থান ছাড়া অন্য কোনোখানে ‘কিছু লেখা বা দাগ’ দেওয়া যাবে না অর্থাৎ নিষিদ্ধ ।
৯. উত্তরপত্রটিকে কোনো অবস্থাতেই ভাঁজ করা যাবে না। মার্জিনের জন্য ‘স্কেল ও পেনসিল বা কলম’ ব্যবহার করতে হবে।
১০. উত্তরপত্রে আপত্তিকর লেখা বা অসৌজন্যমূলক মন্তব্য বা অনুরোধ, উত্তরপত্র জমা না দিয়ে হল ত্যাগ করা, পরীক্ষা পরিচালনায় নিযুক্ত কোনো ব্যক্তির প্রতি অসৌজন্যমূলক আচরণ, পরীক্ষায় অসদুপায় অবলম্বন বা সুষ্ঠু পরীক্ষা পরিচালনায় কোনোরূপ বাধার সৃষ্টি করা হলে পরীক্ষা বাতিলসহ আইনানুগ ‘কঠোর শাস্তিমূলক ব্যবস্থা’ গ্রহণ করা হবে।
১১. উত্তরপত্রের ভেতরে কোনো জায়গায় পরীক্ষার্থীর নাম, রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, মোবাইল বা টেলিফোন নম্বর, শিক্ষাপ্রতিষ্ঠানের নাম, কেন্দ্রের নাম কোনো অবস্থাতেই লেখা যাবে না। এ ধরনের কিছু লিখলে সংশ্লিষ্ট পরীক্ষার্থীর ‘পরীক্ষা বাতিল’ বলে গণ্য হবে।
১২. বোর্ডের সরবরাহ করা উত্তরপত্রের Top Cover (OMR) মুদ্রণে কোনো ধরনের ত্রুটি বা ক্রমিক নম্বর মুদ্রিত না থাকলে বা উত্তরপত্র ছেঁড়া কাটা থাকলে বা সেলাই সঠিকভাবে না থাকলে উত্তরপত্রটি পরিবর্তন করে নিতে হবে। ‘লিথোকোড’ নির্দিষ্ট স্থানে মুদ্রিত না থাকলেও উত্তরপত্রটি পরিবর্তন করে নিতে হবে।
১৩. কোন উত্তরপত্রের TOP Cover-এ একাধিক OMR ফরম যুক্ত থাকলে উত্তর পত্রটি পরিবর্তন করে নিতে হবে।
১৪. নিয়মাবলির ১২ ও ১৩ নম্বর ক্রমিকে উল্লিখিত ত্রুটি বা সমস্যা থাকলে উত্তর লেখা শুরু করার আগে ‘উত্তরপত্রটি পরিবর্তন’ করে নিতে হবে।
১৫. কোনো পরীক্ষার্থী টপ কভারের প্রথম অংশ ছিঁড়তে পারবে না এবং কক্ষ পর্যবেক্ষক (ইনভিজিলেটর) পরীক্ষা শেষ হওয়ার আগে টপ কভারের প্রথম অংশ ছিঁড়তে পারবেন না।
১৬. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় অর্থাৎ ওএমআর শিটের নির্দিষ্ট বক্সের লিথোকোড ও দাগের মধ্যে কোনো ‘কিছু লেখা বা দাগ’ দেওয়া যাবে না।
১৭. উত্তরপত্রের কভার পৃষ্ঠায় প্রথম অংশের বৃত্তাকার ঘরগুলো এমনভাবে ভরাট করতে হবে যাতে এগুলোর ভেতরের লেখাটি দেখা না যায়।
১৮. অতিরিক্ত উত্তরপত্র প্রয়োজন হলে কক্ষ পর্যবেক্ষকের (ইনভিজিলেটর) স্বাক্ষর করা অতিরিক্ত উত্তরপত্র নিতে হবে এবং পরীক্ষা শেষে Top Cover OMR ফরমের নির্ধারিত স্থানে অতিরিক্ত উত্তরপত্রের সংখ্যা লিখে বৃত্ত ভরাট করতে হবে। পরীক্ষা শেষে অবশ্যই অতিরিক্ত উত্তরপত্র মূল উত্তরপত্রের সঙ্গে সুঁই সুতা দিয়ে সেলাই করে দিতে হবে। তবে উত্তরপত্রের বাম পাশের ওপরের কর্নারে এমনভাবে সেলাই করতে হবে যেন পারফোরেশন-এর বাইরে থাকে।
লেখা: মির্জা মাহমুদা, অধ্যক্ষ (ভারপ্রাপ্ত), নওয়াব হাবিবুল্লাহ মডেল স্কুল অ্যান্ড কলেজ, উত্তরা, ঢাকা
উৎস: Prothomalo
কীওয়ার্ড: পর ক ষ র থ র অবশ য হওয় র প রথম
এছাড়াও পড়ুন:
ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক এবং মনোবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।
পদের নাম ও বিবরণ১। সহকারী অধ্যাপক
বিভাগ: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। অনার্সে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান প্রার্থী না থাকলে ইইই/পদার্থবিজ্ঞান প্রার্থী বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে।
বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।
২। সহকারী অধ্যাপক
বিভাগ: মার্কেটিং
পদসংখ্যা: ০১
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিবিএ ও এমবিএ–তে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।
বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।
আরও পড়ুনজাহাঙ্গীরনগরের সামিয়া ইসলাম চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন৯ ঘণ্টা আগে৩। প্রভাষক
বিভাগ: মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান
পদসংখ্যা: ০৩ (বিষয়: মার্কেটিং–২, গণিত/পরিসংখ্যান–১)
শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মার্কেটিং/গণিত/পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।
বেতন ও ভাতা: ২২,০০০–৫৩,০৬০ টাকা।
আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ২ ঘণ্টা আগেআবেদনের নিয়ম
প্রত্যেক পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।
আবেদন ফি
৭৫০ টাকা।
আবেদনের শেষ সময়
তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ: ২১ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান বিভাগ: ১৯ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।
বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।
আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫