সুদানের একটি হাসপাতালে ভয়াবহ হামলায় ৪০ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে। এদের মধ্যে অনেকেই শিশু এবং চিকিৎসক। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান  টেডরস আধানম গেব্রেয়েসাস এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার এক্স-এ তিনি লিখেছেন, “আরেকটি ভয়াবহ হামলা। আমরা এটা জোরে বলতে পারি না যে, স্বাস্থ্যের উপর আক্রমণ সর্বত্র বন্ধ হওয়া উচিত!”

আল-মুজলাদ হাসপাতাল শনিবার হামলার শিকার হ। হাসপাতালটি পশ্চিম কর্ডোফান রাজ্যে অবস্থিত, যেখানে সুদানের যুদ্ধরত পক্ষগুলো তিন বছর ধরে লড়াই করছে।

বিদ্রোহী র‍্যাপিড সাপোর্ট ফোর্সেস (আরএসএফ) তার প্রতিপক্ষ সুদানের সেনাবাহিনীকে হাসপাতালে আক্রমণের জন্য দায়ী করেছে।

২০২৩ সালের এপ্রিলে সুদানের গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দুর্ভোগের মাত্রা এতটাই বিস্তৃত যে জাতিসংঘ এটিকে বিশ্বের সবচেয়ে খারাপ মানবিক সংকট হিসেবে চিহ্নিত করেছে।

সুদান ডক্টরস নেটওয়ার্কের মতে, মুগলাদ শহরের আল-মুজলাদ হাসপাতাল ছিল ‘এই এলাকার একমাত্র কার্যকর স্বাস্থ্যসেবা কেন্দ্র।’

রবিবার সুদানে বিশ্ব স্বাস্থ্য সংস্থার অফিস জানিয়েছে, নিহত ৪০ জনেরও বেশি লোকের মধ্যে ছয়জন শিশু এবং পাঁচজন স্বাস্থ্যকর্মী। এর বাইরে আরো কয়েক ডজন মানুষ আহত হয়েছে।

সুদান ডক্টরস নেটওয়ার্ক এবং জরুরি আইনজীবীদের গ্রুপ উভয়ই জানিয়েছে, শনিবারের হামলার জন্য সুদানী সশস্ত্র বাহিনী দায়ী ছিল।

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ