বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। অনেকটা গলের মতো। যার অর্থ ব্যাটিং বান্ধব। লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও জানিয়েছেন, উইকেট দেখে ফ্লাট মনে হয়েছে।
এমন উইকেট ভাঙলে তৃতীয়-চতুর্থ দিনে স্পিনাররা সুবিধা পান। তারপরও কলম্বো টেস্টে পেসারদের ওপর বাজি ধরতে চান স্বাগতিক দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। কলম্বো টেস্টে তিন পেসার নিয়ে খেলতে চান তিনি। ক্ষণে ক্ষণে বদলে যাওয়া কন্ডিশনের সুবিধা নিতে চান।
বিষয়টি নিয়ে প্রশ্নে ডি সিলভা বলেন, ‘আমরা আশা করছি, তিন পেসার নিয়ে খেলবো। কিন্তু নিশ্চিত করে বলা কঠিন। উইকেট ফ্লাট মনে হচ্ছে। সময়ে সময়ে উইকেট বদলেও যাও। এমন উইকেটে পেসারদের খেলানো সহজ নয়। দেখা যাক আগামীকাল সকালে উইকেট কেমন থাকে।’
বাংলাদেশের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে দুই লঙ্কান পেসার ৬ উইকেট নেন। গত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও বাংলাদেশ সফরে এসে ম্যাচ জিতিয়েছিলেন লঙ্কান পেসাররা। এছাড়া ঘরের বাইরের সিরিজে তিন পেসার নিয়ে খেলতে হবে। সেটার প্রস্তুতিও দরকার মনে করেন ডি সিলভা। সব মিলিয়ে তিনি তিন পেসার খেলানোর পক্ষে।
লঙ্কান অধিনায়ক বলেন, ‘পেসাররা কীভাবে ৭০ শতাংশ উইকেট নিতে পারে তা নিয়ে আমরা কথা বলেছি। আগের সিরিজেও পেসাররা সেটা করতে পেরেছিলেন।’ কথার সঙ্গে কাজে মিল থাকলে বুধবার শুরু হওয়া টেস্টে শ্রীলঙ্কার একাদশে কাসুন রাজিথার সঙ্গে একাদশে থাকতে পারেন বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।
এছাড়া অ্যাঞ্জেল ম্যাথুস অবসর নেওয়ার চারে ব্যাটিং করা প্রসঙ্গে নিজের ক্যাপটাই ছুড়ে দিলেন ডি সিলভা। প্রথমে মজা করে উত্তর দিলেও তিনিই চারের জন্য নিজেকে বিবেচনা করছেন বলে উল্লেখ করেন, ‘আপনারা যদি মনে করেন আমি যোগ্য তাহলে চারে নামতে পারি। আমিই ওই পজিশনে ব্যাটিং করার কথা ভাবছি।’
.উৎস: Samakal
কীওয়ার্ড: উইক ট
এছাড়াও পড়ুন:
মোহাম্মদপুরে বিশেষ অভিযানে গ্রেপ্তার ২৯
রাজধানীর মোহাম্মদপুরের কয়েকটি অপরাধপ্রবণ এলাকায় বুধবার দিনভর বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত অভিযোগে ২৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে তিনটি ছুরি, দুটি ধারালো চাকু, দুটি লোহার রড, একটি সাইকেল ও ৩০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়।
বৃহস্পতিবার ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে নিয়মিত মামলা, মাদক মামলা, পরোয়ানাভুক্ত আসামি ও বিভিন্ন অপরাধে জড়িত অপরাধী রয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন হীরা (১৯), রফিক (২১), আবদুর রহমান (৩৯), নাবিদ হাসান ওরফে চয়ন (২৬), খোকন (৩১), মনসুর (৩৫), জুয়েল (৩২), সানজু (২২), মিলন (৪২), শাওন (৩৬), নোয়াজ শরীফ (২৮), সেলিম (৩৪), আসাদুজ্জামান ওরফে ইমন (২৩), আনোয়ার হোসেন (৩৬), সজল (৩০), বরকত গাজী (২৮), জুয়েল (৩৮), আরমান (৩০), বাদল (৩৮), কোরবান (২৮), নয়ন (২৭), মাসরুফ (২৩), আল আমিন (২৭), রাকিব (১৮), মিলন (২৫), ওয়াজিদ (৩৬), এরশাদ (২৫), ছালাম ওরফে সামাদ (৩৭) ও দিলসার (৩০)।