বাংলাদেশের হেড কোচ ফিল সিমন্স ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে জানিয়েছেন, উইকেট দেখে ভালো মনে হয়েছে। অনেকটা গলের মতো। যার অর্থ ব্যাটিং বান্ধব। লঙ্কান অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভাও জানিয়েছেন, উইকেট দেখে ফ্লাট মনে হয়েছে।  

এমন উইকেট ভাঙলে তৃতীয়-চতুর্থ দিনে স্পিনাররা সুবিধা পান। তারপরও কলম্বো টেস্টে পেসারদের ওপর বাজি ধরতে চান স্বাগতিক দলের অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা। কলম্বো টেস্টে তিন পেসার নিয়ে খেলতে চান তিনি। ক্ষণে ক্ষণে বদলে যাওয়া কন্ডিশনের সুবিধা নিতে চান। 

বিষয়টি নিয়ে প্রশ্নে ডি সিলভা বলেন, ‘আমরা আশা করছি, তিন পেসার নিয়ে খেলবো। কিন্তু নিশ্চিত করে বলা কঠিন। উইকেট ফ্লাট মনে হচ্ছে। সময়ে সময়ে উইকেট বদলেও যাও। এমন উইকেটে পেসারদের খেলানো সহজ নয়। দেখা যাক আগামীকাল সকালে উইকেট কেমন থাকে।’ 

বাংলাদেশের বিপক্ষে গল টেস্টের প্রথম ইনিংসে দুই লঙ্কান পেসার ৬ উইকেট নেন। গত টেস্ট চ্যাম্পিয়নশিপ চক্রেও বাংলাদেশ সফরে এসে ম্যাচ জিতিয়েছিলেন লঙ্কান পেসাররা। এছাড়া ঘরের বাইরের সিরিজে তিন পেসার নিয়ে খেলতে হবে। সেটার প্রস্তুতিও দরকার মনে করেন ডি সিলভা। সব মিলিয়ে তিনি তিন পেসার খেলানোর পক্ষে। 

লঙ্কান অধিনায়ক বলেন, ‘পেসাররা কীভাবে ৭০ শতাংশ উইকেট নিতে পারে তা নিয়ে আমরা কথা বলেছি। আগের সিরিজেও পেসাররা সেটা করতে পেরেছিলেন।’ কথার সঙ্গে কাজে মিল থাকলে বুধবার শুরু হওয়া টেস্টে শ্রীলঙ্কার একাদশে কাসুন রাজিথার সঙ্গে একাদশে থাকতে পারেন বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দো।

এছাড়া অ্যাঞ্জেল ম্যাথুস অবসর নেওয়ার চারে ব্যাটিং করা প্রসঙ্গে নিজের ক্যাপটাই ছুড়ে দিলেন ডি সিলভা। প্রথমে মজা করে উত্তর দিলেও তিনিই চারের জন্য নিজেকে বিবেচনা করছেন বলে উল্লেখ করেন, ‘আপনারা যদি মনে করেন আমি যোগ্য তাহলে চারে নামতে পারি। আমিই ওই পজিশনে ব্যাটিং করার কথা ভাবছি।’  

.

উৎস: Samakal

কীওয়ার্ড: উইক ট

এছাড়াও পড়ুন:

ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী

কেন হয়

শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।

লক্ষণ 

ত্বকে লাল লাল চাকা, একজিমা।

পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।

সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।

দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া। 

অ্যানাফাইলেকসিস শক। 

আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয় 

শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়। 

চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।

চিকিৎসা

ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া। 

অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।

● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।

অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল

আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ