নাজমুল হোসেনের আঙুলের চোটের সর্বশেষ কী অবস্থা?

সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠের উইকেট দেখে কেমন মনে হচ্ছে বাংলাদেশের?

আজ থেকে শুরু কলম্বো টেস্টে মেহেদী হাসান মিরাজ খেললে কেমন হবে একাদশ?

বোলিং আক্রমণটাই বা কেমন হতে পারে?

গলের পর কলম্বোতেও ব্যাটিং উইকেটেই হবে খেলা। পরের দুটি প্রশ্নের উত্তর তাই অনুমান করে নিতে অসুবিধা হয় না। আঙুলে বয়ে বেড়ানো চোট অধিনায়ক নাজমুল হোসেনের খেলা নিয়েও কোনো সংশয় তৈরি করছে না। তবু সংবাদ সম্মেলনে যেহেতু এসেছেন, কাল দুপুরে কোচ ফিল সিমন্সের কাছ থেকে উত্তরগুলো মিলিয়ে নিলেন সাংবাদিকেরা।

না, নতুন কিছু বলেননি কোচ সিমন্সও। একাদশ বা বোলিং আক্রমণ নিয়ে ধারণা দেবেন না স্বাভাবিক। তবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের উইকেট ব্যাটিং–বান্ধব হবে বলেছেন মানে তো দলটাও গড়া হবে সেভাবেই।

সিমন্সের আগে কাল শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এসেও এসএসসির ব্যাটিং উইকেটের গুণগানই গেয়েছেন। স্পিনাররা সহায়তা পেলেও সেটা হয়তো টেস্টের শেষ দুই–এক দিনই পাবেন। এসএসসিতেও গলের পুনরাবৃত্তি দেখা গেলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।

সেটা মাথায় রেখে সিমন্সও চান, গলের ক্রিকেটটাই ক্রিকেটাররা খেলুক কলম্বোতে, ‘আমরা গলে যেভাবে লড়াই করেছি, এখানেও তেমনই খেলতে চাই। কিছু ছোটখাটো জায়গায় উন্নতির সুযোগ আছে, সেটা করাটা জরুরিও। যেভাবে প্রথম টেস্টে খেলেছি, সেই মান ধরে রাখা কিংবা আরও ভালো কিছু করা দরকার।’

গল টেস্ট ড্র করলেও বাংলাদেশ দল কলম্বোতে এসেছে একটু অতৃপ্তি নিয়ে। টেস্টটা জিততে না পারার অতৃপ্তি। নইলে ওই ম্যাচের সব দিক দিয়ে তো বাংলাদেশই এগিয়ে ছিল! প্রথম ইনিংসে ৪৯৫ রান করে ১০ রানের লিড, দুই ইনিংস মিলিয়ে তিনটি সেঞ্চুরি, নাঈমের পাঁচ উইকেট এবং শেষ দিনে শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের লক্ষ্য দিয়ে দিন শেষ হওয়ার আগেই তাদের ৪ উইকেট ফেলে দেওয়া। তবে এটাও ঠিক যে গলে বৃষ্টি বাংলাদেশের পরিকল্পনায় বড় বাধা ছিল এবং সেই শঙ্কা আছে কলম্বোতেও।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শুরু হওয়া টেস্টের প্রতিদিনই আছে বৃষ্টির শঙ্কা।
তারপরও গলে বাংলাদেশ দল অনেক কিছুই করতে পেরেছে। যেটুকু পারেনি, সেই মধুরেণ সমাপয়েৎও হতে পারত মেহেদী হাসান মিরাজ টেস্টটা খেললে। সেই বিশ্বাস থেকে গলে জিততে না পারার অতৃপ্তি তাঁকেও বেশ আক্রান্ত করছে বলে খবর। তবে অসুস্থতা কাটিয়ে ওঠা মিরাজের কলম্বো টেস্টের একাদশে থাকা নিয়ে কোনো সংশয় নেই। তাঁর নিজেরও মাঠে নামতে তর সইছে না।

মিরাজকে নিয়ে সিমন্সের আশা, টেস্টে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অলরাউন্ডারের প্রত্যাবর্তন কলম্বোয় বাংলাদেশ দলকে ভালো কিছু এনে দেবে, ‘মিরাজ এখন বিশ্বের ২ নম্বর র‍্যাঙ্কে (টেস্ট অলরান্ডর) রয়েছে। সে ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই দলে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

সঙ্গে অবশ্য অন্যদেরও জাগিয়ে দিতে যোগ করেছেন, ‘শুধু তার ওপর নির্ভর করলেই হবে না, প্রত্যেককে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। মিরাজ তার কাজ করবে, কিন্তু বাকিদেরও এগিয়ে আসতে হবে।’

মিরাজ খেললে গলে ৫ উইকেট পাওয়া আরেক অফ স্পিনার নাঈম খেলবেন কি না, সে প্রশ্ন আসেই। জবাবটা একটু ‘যদি’–‘কিন্তু’ রেখেই দিয়েছেন কোচ, ‘সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। গলে নাঈম অসাধারণ খেলেছে, তাকে বাদ দেওয়া কঠিন হবে। কিন্তু সবাই জানে, দলে থাকা না-থাকা নির্ভর করে কন্ডিশনের ওপর এবং দলের প্রয়োজনের ওপর।’

শ্রীলঙ্কায় দ্রুতই খেলার মধ্যে ঢুকে যাওয়ার মানসিকতা বাংলাদেশ দল ঢাকা থেকেই নিয়ে এসেছিল। গল টেস্টের ড্র সেই মানসিকতাকে আরও ইতিবাচক করে তুলেছে। কোচ তো সরাসরিই বলে দিয়েছেন, কলম্বোতে বাংলাদেশের লক্ষ্য জয়, ‘শ্রীলঙ্কা ভালো ক্রিকেট খেলছে, তাদের হারানো সহজ হবে না। কিন্তু গলের মতো এখানেও আমরা জয়ের লক্ষ্যে খেলতে নামব। আমার মানসিকতা সব সময়ই এমন—কীভাবে জেতা যায়, সেটা খুঁজে বের করতে হবে।’

কলম্বো টেস্টের আগে অধিনায়ক নাজমুল হোসেনের আঙুলের আঘাত কিছুটা চিন্তার কারণ হয়েছে। কালও ফিল্ডিং অনুশীলনের সময় বল লেগেছে সে জায়গায়। পরে নেটে গিয়ে স্পিনারদের বলে ব্যাটিং অনুশীলন করেছেন। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয় দূর করেছেন কোচ, ‘ও ঠিক আছে। আঙুলে হালকা ব্যথা পেয়েছে, টেপ পেঁচিয়ে খেলতে পারবে। খেলতে কোনো সমস্যা হবে না।’

টেস্টের আগপর্যন্ত সব তো নিয়ন্ত্রণের মধ্যেই আছে। গলের অসমাপ্ত কাজটা কি তবে কলম্বোতে করতে পারবে বাংলাদেশ দল? অবশ্য গলের মতো কলম্বোর আকাশও কাঁদতে থাকলে ভিন্ন ব্যাপার। ওই একটা বিষয় তো কারও নিয়ন্ত্রণেই নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ দল কলম ব ত স মন স উইক ট

এছাড়াও পড়ুন:

রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন

রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের স্নাতক প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা আগামী ২৩ জানুয়ারি অনুষ্ঠিত হবে। এবারই প্রথম শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে রুয়েট ক্যাম্পাসের পাশাপাশি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ক্যাম্পাসেও পরীক্ষা কেন্দ্র রাখা হয়েছে। দুটি কেন্দ্রেই অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা নেওয়া হবে।

আজ রোববার রুয়েটের বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রুয়েটের উপাচার্য অধ্যাপক এস এম আবদুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠিত বিশ্ববিদ্যালয়ের ১৫৪তম জরুরি একাডেমিক কাউন্সিল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠেয় এই ভর্তি পরীক্ষায় ১২ শতাধিক আসনের বিপরীতে ১৯ হাজার শিক্ষার্থী অংশগ্রহণের সুযোগ পাবেন।

আরও পড়ুনএইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী৪ ঘণ্টা আগেআবেদনের যোগ্যতা

ভর্তি পরীক্ষায় আবেদনের ন্যূনতম যোগ্যতাও নির্ধারণ করা হয়েছে। আবেদনকারীকে ২০২২ বা ২০২৩ সালের এসএসসি বা সমমানের পরীক্ষায় ন্যূনতম জিপিএ-৪.০০ এবং ২০২৫ সালে অনুষ্ঠেয় উচ্চমাধ্যমিক বা সমমানের পরীক্ষায় জিপিএ-৫.০০ পেতে হবে। পাশাপাশি উচ্চমাধ্যমিকে গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়ন—এই তিন বিষয়ে মোট জিপিএ ১৪ থাকতে হবে।

ও এবং এ লেভেল পাস করা শিক্ষার্থীদের ক্ষেত্রে ও লেভেল পরীক্ষায় কমপক্ষে পাঁচটি বিষয়ে ন্যূনতম বি গ্রেড এবং এ লেভেল পরীক্ষায় গণিত, পদার্থবিজ্ঞান ও রসায়নে আলাদাভাবে বি গ্রেড পেতে হবে। আবেদনকারীর এ লেভেল সনদ অবশ্যই ২০২৪ সালের নভেম্বর বা তার পরের হতে হবে।

আরও পড়ুনজাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা, আবেদন শুরু ২৩ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, ভর্তি পরীক্ষা–সংক্রান্ত অন্যান্য সিদ্ধান্ত ভর্তি পরীক্ষার জন্য গঠিত স্টিয়ারিং কমিটির সভায় গ্রহণ করা হবে।

আরও পড়ুনহাজী দানেশের ভর্তি বিজ্ঞপ্তি, ১৭৯৫ আসনের আবেদন শুরু ১৬ নভেম্বর১৩ নভেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • রুয়েটের ভর্তি পরীক্ষা ২৩ জানুয়ারি, এবার পরীক্ষা কেন্দ্র ২টি, ২০২২ সালের এসএসসি পাসেও আবেদন