নাজমুল হোসেনের আঙুলের চোটের সর্বশেষ কী অবস্থা?

সিংহলিজ স্পোর্টস ক্লাব (এসএসসি) মাঠের উইকেট দেখে কেমন মনে হচ্ছে বাংলাদেশের?

আজ থেকে শুরু কলম্বো টেস্টে মেহেদী হাসান মিরাজ খেললে কেমন হবে একাদশ?

বোলিং আক্রমণটাই বা কেমন হতে পারে?

গলের পর কলম্বোতেও ব্যাটিং উইকেটেই হবে খেলা। পরের দুটি প্রশ্নের উত্তর তাই অনুমান করে নিতে অসুবিধা হয় না। আঙুলে বয়ে বেড়ানো চোট অধিনায়ক নাজমুল হোসেনের খেলা নিয়েও কোনো সংশয় তৈরি করছে না। তবু সংবাদ সম্মেলনে যেহেতু এসেছেন, কাল দুপুরে কোচ ফিল সিমন্সের কাছ থেকে উত্তরগুলো মিলিয়ে নিলেন সাংবাদিকেরা।

না, নতুন কিছু বলেননি কোচ সিমন্সও। একাদশ বা বোলিং আক্রমণ নিয়ে ধারণা দেবেন না স্বাভাবিক। তবে সিংহলিজ স্পোর্টস ক্লাব মাঠের উইকেট ব্যাটিং–বান্ধব হবে বলেছেন মানে তো দলটাও গড়া হবে সেভাবেই।

সিমন্সের আগে কাল শ্রীলঙ্কার অধিনায়ক ধনাঞ্জয়া ডি সিলভা এসেও এসএসসির ব্যাটিং উইকেটের গুণগানই গেয়েছেন। স্পিনাররা সহায়তা পেলেও সেটা হয়তো টেস্টের শেষ দুই–এক দিনই পাবেন। এসএসসিতেও গলের পুনরাবৃত্তি দেখা গেলে তাই অবাক হওয়ার কিছু থাকবে না।

সেটা মাথায় রেখে সিমন্সও চান, গলের ক্রিকেটটাই ক্রিকেটাররা খেলুক কলম্বোতে, ‘আমরা গলে যেভাবে লড়াই করেছি, এখানেও তেমনই খেলতে চাই। কিছু ছোটখাটো জায়গায় উন্নতির সুযোগ আছে, সেটা করাটা জরুরিও। যেভাবে প্রথম টেস্টে খেলেছি, সেই মান ধরে রাখা কিংবা আরও ভালো কিছু করা দরকার।’

গল টেস্ট ড্র করলেও বাংলাদেশ দল কলম্বোতে এসেছে একটু অতৃপ্তি নিয়ে। টেস্টটা জিততে না পারার অতৃপ্তি। নইলে ওই ম্যাচের সব দিক দিয়ে তো বাংলাদেশই এগিয়ে ছিল! প্রথম ইনিংসে ৪৯৫ রান করে ১০ রানের লিড, দুই ইনিংস মিলিয়ে তিনটি সেঞ্চুরি, নাঈমের পাঁচ উইকেট এবং শেষ দিনে শ্রীলঙ্কার সামনে ২৯৬ রানের লক্ষ্য দিয়ে দিন শেষ হওয়ার আগেই তাদের ৪ উইকেট ফেলে দেওয়া। তবে এটাও ঠিক যে গলে বৃষ্টি বাংলাদেশের পরিকল্পনায় বড় বাধা ছিল এবং সেই শঙ্কা আছে কলম্বোতেও।

আবহাওয়ার পূর্বাভাস বলছে, আজ শুরু হওয়া টেস্টের প্রতিদিনই আছে বৃষ্টির শঙ্কা।
তারপরও গলে বাংলাদেশ দল অনেক কিছুই করতে পেরেছে। যেটুকু পারেনি, সেই মধুরেণ সমাপয়েৎও হতে পারত মেহেদী হাসান মিরাজ টেস্টটা খেললে। সেই বিশ্বাস থেকে গলে জিততে না পারার অতৃপ্তি তাঁকেও বেশ আক্রান্ত করছে বলে খবর। তবে অসুস্থতা কাটিয়ে ওঠা মিরাজের কলম্বো টেস্টের একাদশে থাকা নিয়ে কোনো সংশয় নেই। তাঁর নিজেরও মাঠে নামতে তর সইছে না।

মিরাজকে নিয়ে সিমন্সের আশা, টেস্টে বিশ্বের দ্বিতীয় শীর্ষ অলরাউন্ডারের প্রত্যাবর্তন কলম্বোয় বাংলাদেশ দলকে ভালো কিছু এনে দেবে, ‘মিরাজ এখন বিশ্বের ২ নম্বর র‍্যাঙ্কে (টেস্ট অলরান্ডর) রয়েছে। সে ব্যাটিং ও বোলিং দুই ক্ষেত্রেই দলে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।’

সঙ্গে অবশ্য অন্যদেরও জাগিয়ে দিতে যোগ করেছেন, ‘শুধু তার ওপর নির্ভর করলেই হবে না, প্রত্যেককে নিজেদের দায়িত্ব পালন করতে হবে। মিরাজ তার কাজ করবে, কিন্তু বাকিদেরও এগিয়ে আসতে হবে।’

মিরাজ খেললে গলে ৫ উইকেট পাওয়া আরেক অফ স্পিনার নাঈম খেলবেন কি না, সে প্রশ্ন আসেই। জবাবটা একটু ‘যদি’–‘কিন্তু’ রেখেই দিয়েছেন কোচ, ‘সিদ্ধান্ত নেওয়াটা কঠিন। গলে নাঈম অসাধারণ খেলেছে, তাকে বাদ দেওয়া কঠিন হবে। কিন্তু সবাই জানে, দলে থাকা না-থাকা নির্ভর করে কন্ডিশনের ওপর এবং দলের প্রয়োজনের ওপর।’

শ্রীলঙ্কায় দ্রুতই খেলার মধ্যে ঢুকে যাওয়ার মানসিকতা বাংলাদেশ দল ঢাকা থেকেই নিয়ে এসেছিল। গল টেস্টের ড্র সেই মানসিকতাকে আরও ইতিবাচক করে তুলেছে। কোচ তো সরাসরিই বলে দিয়েছেন, কলম্বোতে বাংলাদেশের লক্ষ্য জয়, ‘শ্রীলঙ্কা ভালো ক্রিকেট খেলছে, তাদের হারানো সহজ হবে না। কিন্তু গলের মতো এখানেও আমরা জয়ের লক্ষ্যে খেলতে নামব। আমার মানসিকতা সব সময়ই এমন—কীভাবে জেতা যায়, সেটা খুঁজে বের করতে হবে।’

কলম্বো টেস্টের আগে অধিনায়ক নাজমুল হোসেনের আঙুলের আঘাত কিছুটা চিন্তার কারণ হয়েছে। কালও ফিল্ডিং অনুশীলনের সময় বল লেগেছে সে জায়গায়। পরে নেটে গিয়ে স্পিনারদের বলে ব্যাটিং অনুশীলন করেছেন। দ্বিতীয় টেস্টে তাঁর খেলা নিয়ে সংশয় দূর করেছেন কোচ, ‘ও ঠিক আছে। আঙুলে হালকা ব্যথা পেয়েছে, টেপ পেঁচিয়ে খেলতে পারবে। খেলতে কোনো সমস্যা হবে না।’

টেস্টের আগপর্যন্ত সব তো নিয়ন্ত্রণের মধ্যেই আছে। গলের অসমাপ্ত কাজটা কি তবে কলম্বোতে করতে পারবে বাংলাদেশ দল? অবশ্য গলের মতো কলম্বোর আকাশও কাঁদতে থাকলে ভিন্ন ব্যাপার। ওই একটা বিষয় তো কারও নিয়ন্ত্রণেই নেই।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ল দ শ দল কলম ব ত স মন স উইক ট

এছাড়াও পড়ুন:

ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি

ঢাকা বিশ্ববিদ্যালয়ে অর্থনীতি বিভাগে অধ্যাপক এবং মনোবিজ্ঞান বিভাগে সহযোগী অধ্যাপক পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে।

পদের নাম ও বিবরণ

১। সহকারী অধ্যাপক

বিভাগ: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিষয়ে অনার্স ও মাস্টার্সে প্রথম শ্রেণি/সিজিপিএ ৩.৫০ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। অনার্সে তাত্ত্বিক পদার্থবিজ্ঞান প্রার্থী না থাকলে ইইই/পদার্থবিজ্ঞান প্রার্থী বিবেচিত হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে অন্তত এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত জার্নালে ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ প্রকাশ করতে হবে।

বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

২। সহকারী অধ্যাপক

বিভাগ: মার্কেটিং

পদসংখ্যা: ০১

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: বিবিএ ও এমবিএ–তে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। বিশ্ববিদ্যালয়ে অন্তত তিন বছরের শিক্ষকতা, অথবা দুই বছরের পোস্টডক্টরাল গবেষণা, অথবা ছয় বছরের গবেষণা অভিজ্ঞতা থাকতে হবে। পিএইচডি থাকলে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। ডিওআই যুক্ত অন্তত তিনটি গবেষণা প্রবন্ধ থাকতে হবে।

বেতন ও ভাতা: ৩৫,৫০০ – ৬৭,০১০ টাকা।

আরও পড়ুনজাহাঙ্গীরনগরের সামিয়া ইসলাম চার বিশ্ববিদ্যালয়ের মধ্যে কেন অক্সফোর্ডকেই বেছে নিলেন৯ ঘণ্টা আগে

৩। প্রভাষক

বিভাগ: মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান

পদসংখ্যা: ০৩ (বিষয়: মার্কেটিং–২, গণিত/পরিসংখ্যান–১)

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: মার্কেটিং/গণিত/পরিসংখ্যান বিষয়ে অনার্স ও মাস্টার্সে ন্যূনতম সিজিপিএ ৩.৭৫ থাকতে হবে। এসএসসি ও এইচএসসিতে ন্যূনতম জিপিএ ৪.২৫ থাকতে হবে। সংশ্লিষ্ট বিষয়ে পিএইচডি এবং গবেষণা প্রকাশনা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

বেতন ও ভাতা: ২২,০০০–৫৩,০৬০ টাকা।

আরও পড়ুনরংপুর পল্লী উন্নয়ন একাডেমিতে ৫৭ পদে নিয়োগ২ ঘণ্টা আগে

আবেদনের নিয়ম

প্রত্যেক পদের জন্য অনলাইনে আবেদন করতে হবে। আবেদন শেষে প্রিন্ট কপি ও প্রয়োজনীয় কাগজপত্র রেজিস্ট্রার, ঢাকা বিশ্ববিদ্যালয় বরাবর জমা দিতে হবে। বর্তমানে কর্মরত প্রার্থীদের অবশ্যই যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে।

আবেদন ফি

৭৫০ টাকা।

আবেদনের শেষ সময়

তাত্ত্বিক পদার্থবিজ্ঞান বিভাগ: ২১ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

মার্কেটিং ও গণিত/পরিসংখ্যান বিভাগ: ১৯ অক্টোবর ২০২৫, রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বিস্তারিত তথ্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে পাওয়া যাবে।

আরও পড়ুনস্বাস্থ্যসেবা বিভাগের অধীনে নিয়োগ, পদ ১২৭৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি