লিটনের ৫০তম টেস্ট, যেতে পারবেন কত দূর
Published: 25th, June 2025 GMT
টেস্ট ক্যারিয়ারের পুরোটাতেই উত্থান-পতনের ভেতর দিয়ে গেছেন লিটন দাস। গল টেস্টের আগেই যেমন সর্বশেষ ১০ ইনিংসে ছিল না একটি ফিফটিও। তবে এর আগে রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের ঐতিহাসিক সিরিজ জয়ের সময় করেছিলেন সেঞ্চুরি। মাঝে লম্বা বিরতির পর গলে প্রথম ইনিংসে ৯০ রান করে ফিরে আসার বার্তা দিয়ে রেখেছেন।
আজ শ্রীলঙ্কার বিপক্ষে ৫০তম টেস্ট খেলতে নামছেন সেই লিটন। গলের ৯০–এর পর কলম্বোতেও ভালো কিছু করে মাইলফলক ছোঁয়া ম্যাচটি কি রাঙাতে পারবেন লিটন?
আরও পড়ুনগলে যা হয়নি, কলম্বোতে তা চান সিমন্স১৪ ঘণ্টা আগেবাংলাদেশের ১০ম খেলোয়াড় হিসেবে ৫০তম টেস্ট খেলতে যাচ্ছেন। টেস্ট ইতিহাসে ৫০ টেস্ট খেলা খেলোয়াড়ের সংখ্যা কিন্তু কম নয়। লিটনের আগেই এই মাইলফলক ছুঁয়েছেন ৩২০ জন ক্রিকেটার। ১০০ টেস্টই তো খেলেছেন এঁদের ৮১ জন। তবে বাংলাদেশ বলেই হয়তো ৫০তম টেস্ট খেলা নিয়ে একটু বাড়তি আগ্রহ। যে আগ্রহের পারদ সবচেয়ে বেশি চড়েছিল ২০১৭ সালে। বাংলাদেশের ক্রিকেটের দুই মহিরুহ সাকিব আল হাসান ও তামিম ইকবাল একই ম্যাচে এই মাইলফল ছুঁয়েছিলেন বলে।
ওই ঘটনা আরও বেশি বিশেষ হয়ে যায় অন্য একটি কারণেও। সাকিব-তামিমের ৫০তম টেস্টে মিরপুরে অস্ট্রেলিয়াকে হারিয়ে দেয় বাংলাদেশ। টেস্টে অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের ওই একটিই জয়। লিটনের ৫০তম ম্যাচে এমন কিছু কি করতে পারবে বাংলাদেশ? পেলে ভালোই হয়, প্রথমবার শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে বাংলাদেশ।
গত বছর কিংস্টন টেস্ট জয়ের পর লিটন দাসের সেলফিতে বাংলাদেশ দল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ৫০তম ট স ট
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫