ক্লাব বিশ্বকাপে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রেখে গ্রুপসেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করা ফ্ল্যামেঙ্গো আজ ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক দেশের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসির (এলএ এফসি) বিপক্ষে।

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচজুড়ে দাপুটে ফুটবল উপহার দেয় ফ্ল্যামেঙ্গো। তবে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ে ভালো করতে পারেনি তারা।

১৯ শটের ৪টি লক্ষ্যে রেখে গোল করতে পেরেছে মাত্র ১টি। এমনকি ম্যাচে ৮৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়ও পড়েছিল ফ্ল্যামেঙ্গো। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। ২ মিনিট পর ওয়ালেসে ইয়ানের গোলে সমতা ফিরিয়ে ম্যাচ ড্র করে তারা।

আরও পড়ুনক্লাব বিশ্বকাপে ব্রাজিল যেখানে ১০০–তে ১০০ ২৩ জুন ২০২৫

আজ জিততে না পারলেও ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ফ্ল্যামেঙ্গো। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে ফ্ল্যামেঙ্গোর সঙ্গী হয়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি। এর আগে চেলসিকে হারিয়ে চমক উপহার দিয়েছিল ফ্ল্যামেঙ্গো। শেষ ষোলোয় ফ্ল্যামেঙ্গোর প্রতিপক্ষ গ্রুপ ‘সি’তে রানার্সআপ বায়ার্ন মিউনিখ। ২৯ জুন রাত ২টায় মুখোমুখি হবে দুই দল।

বায়ার্ন–বেনফিকা ম্যাচের একটি মুহূর্ত.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘এটা তো চাপের খেলা’—বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত কোচ

বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তাপ, উত্তেজনা নতুন নয়। তবে এবারের লড়াইটা ভারতের জন্য বাড়তি চাপেরও। প্রতিপক্ষের মাঠ, গ্যালারিভর্তি দর্শক আর হামজা-শমিতে উজ্জীবিত বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স—সব মিলিয়ে হয়তো কঠিন পরীক্ষাতেই পড়তে হবে সফরকারীদের। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচের কণ্ঠেও ফুটে উঠল তেমনটাই।

আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তার আগে আজ একটি হোটেলে ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন, ‘এটা তো চাপের খেলা’।

এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় আগেই নিশ্চিত হয়েছে। তবু বাংলাদেশের দর্শকদের মধ্যে ভারত ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ। যার বড় প্রমাণ অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাওয়া।

এর পাশাপাশি প্রতিপক্ষের মাঠে খেলাটা যে সব সময়ই কঠিন, সেই বাস্তবতা জানেন জামিলও। তাঁর দলের ওপর চাপ আছে কি না প্রশ্নে ভারত কোচ বলেন, ‘হ্যাঁ, চাপ আছে। আমাদের তা মানতে হবে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে সে জন্য আমাদের একটি ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’

গত ২৫ মার্চ শিলংয়ে দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৪ গোল, যার মধ্যে দুটি করেছেন বৃহস্পতিবার নেপালের বিপক্ষে।

ভারত কোচ অবশ্য একক কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবতে নারাজ, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। এটা খুব সিরিয়াস গেম।’

১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারত জিতেছে ১৬টিতে, বাংলাদেশ ২টিতে। ড্র বাকি ১৪টি (২০০৩ সাফে বাংলাদেশের গোল্ডেন গোলে জয়ের ম্যাচসহ)।

সম্পর্কিত নিবন্ধ