ক্লাব বিশ্বকাপে নিজেদের অপরাজিত যাত্রা ধরে রেখে গ্রুপসেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে ফ্ল্যামেঙ্গো। প্রথম দুই ম্যাচ জিতে আগেই শেষ ষোলো নিশ্চিত করা ফ্ল্যামেঙ্গো আজ ১-১ গোলে ড্র করেছে স্বাগতিক দেশের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসির (এলএ এফসি) বিপক্ষে।

ফ্লোরিডার ক্যাম্পিং ওয়ার্ল্ড স্টেডিয়ামে ম্যাচজুড়ে দাপুটে ফুটবল উপহার দেয় ফ্ল্যামেঙ্গো। তবে বল দখল ও আক্রমণে আধিপত্য বিস্তার করলেও ফিনিশিংয়ে ভালো করতে পারেনি তারা।

১৯ শটের ৪টি লক্ষ্যে রেখে গোল করতে পেরেছে মাত্র ১টি। এমনকি ম্যাচে ৮৪ মিনিটে গোল খেয়ে পিছিয়ে পড়ে হারের শঙ্কায়ও পড়েছিল ফ্ল্যামেঙ্গো। যদিও শেষ পর্যন্ত তেমন কিছু হয়নি। ২ মিনিট পর ওয়ালেসে ইয়ানের গোলে সমতা ফিরিয়ে ম্যাচ ড্র করে তারা।

আরও পড়ুনক্লাব বিশ্বকাপে ব্রাজিল যেখানে ১০০–তে ১০০ ২৩ জুন ২০২৫

আজ জিততে না পারলেও ৩ ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে গ্রুপসেরা হয়েছে ফ্ল্যামেঙ্গো। সমান ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ রানার্সআপ হিসেবে ফ্ল্যামেঙ্গোর সঙ্গী হয়েছে সাবেক ইউরোপ চ্যাম্পিয়ন চেলসি। এর আগে চেলসিকে হারিয়ে চমক উপহার দিয়েছিল ফ্ল্যামেঙ্গো। শেষ ষোলোয় ফ্ল্যামেঙ্গোর প্রতিপক্ষ গ্রুপ ‘সি’তে রানার্সআপ বায়ার্ন মিউনিখ। ২৯ জুন রাত ২টায় মুখোমুখি হবে দুই দল।

বায়ার্ন–বেনফিকা ম্যাচের একটি মুহূর্ত.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

দেশের কোথাও কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপ বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত হয়েছে। এর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তর বলছে, শুক্রবার (৩ অক্টোবর) বৃষ্টি অব্যাহত থাকতে পারে। দেশের কোথাও কোথাও ভারী থেকে অতি ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।

আরো পড়ুন:

টানা বৃষ্টিতে সড়কজুড়ে জলাবদ্ধতা, ভোগান্তিতে রাজধানীবাসী

১০৬ মিলিমিটার বৃষ্টির রেকর্ড, ঘনীভূত হতে পারে লঘুচাপ 

আবহাওয়া অধিদপ্তর জানায়, বর্তমানে স্থল গভীর নিম্নচাপটি উপকূলীয় ওড়িশা ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর প্রভাবে সমুদ্র উত্তাল রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, পায়রা ও মোংলা সমুদ্রবন্দরকে তিন নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরা ট্রলারসমূহকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে বলা হয়েছে।

সংস্থাটি জানায়, রংপুর বিভাগের অধিকাংশ জায়গায় এবং রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে সারা দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে। সারাদেশে আজ দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। 

এদিকে, আজ ভোর ৬টার দিকে রাজধানীতে বৃষ্টি শুরু হয়। সকাল সাড়ে ৮টার দিকে এই প্রতিবেদন লেখার সময় বৃষ্টির পরিমাণ কমে যায়। ঢাকার আকাশ মেঘে ঢেকে আছে। 

ঢাকা/মাসুদ

সম্পর্কিত নিবন্ধ