পঞ্চগড়ের তিনটি সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৫ জুন) ভোরে তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার তিনটি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বিজিবি তাদের আটক করেছে। পরে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন ধরে তারা ভারতে শ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় ১৮ বিজিবির ভজনপুর বিওপির টহল দল ধানশুকা এলাকা থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে পাঁচজনকে আটক করে। বিএসএফের ৪৬ ব্যাটলিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

আরো পড়ুন:

সিলেট সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে দিল বিএসএফ

ভুল করে ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

সদর উপজেলার টোকাপাড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৪৫ এর ৩-৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটলিয়নের সদস্যরা ৬ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। বিজিবি টহল দল পরে কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

এছাড়া, সদর উপজেলার জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে আরো ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফের ৯৩ ব্যাটলিয়নের শ্যাম ক্যাম্পের সদস্যরা। জয়ধরভাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা প্রবেশকারীদের আটক করেছে। 

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, “পাঁচজনকে আমরা পেয়েছি। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “সদরের দুইটি সীমান্ত দিয়ে মোট ১৩ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মোট ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। থানায় সাধারণ ডায়েরি করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “আমাদের টহলদল ৫ জনকে আটক করে। আমরা আটককৃতদের থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করেছি।”

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ

এছাড়াও পড়ুন:

সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

সিলেটের গোয়াইনঘাট উপজেলার তামা‌বিল স্থলবন্দর দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত প‌ঠিয়েছে ভারত। তাঁরা বি‌ভিন্ন সময় অবৈধভাবে অনুপ্রবেশের পর সে দেশের আইনশৃঙ্খলা রক্ষাকারী বা‌হিনীর কাছে আটক হয়ে‌ বিভিন্ন মেয়াদে সাজা ভোগ করেছেন।

আজ শুক্রবার বিকেল ৪টার দিকে তামাবিল স্থলবন্দরে বিজিবি, বিএসএফ এবং দুই দেশের পু‌লিশের উপ‌স্থি‌তিতে ওই ২২ বাংলাদেশিকে ফেরত পাঠানো হয়। তাঁদের মধ্যে ১৭ জন পুরুষ ও ৫ জন নারী।

তামাবিল ইমিগ্রেশন পুলিশ সূত্রে জানা যায়, ভারত থেকে ফেরত আসা ২২ বাংলাদেশি বিভিন্ন সময় ভারতে অনুপ্রবেশ করে‌ছিলেন। পরে তাঁদের বিএসএফ ও ভারতীয় পুলিশ আটক করে। তাঁরা ভারতের মেঘালয় রাজ্যের তুরা কারাগারে বি‌ভিন্ন মেয়াদে কারাভোগ করেন। বাংলাদেশি কর্তৃপক্ষের আবেদনের পরিপ্রেক্ষিতে ভারতীয় ইমিগ্রেশন কর্তৃপক্ষ বিজিবি-বিএসএফের উপস্থিতিতে তাঁদের হস্তান্তর করে। তাঁরা সিলেট, নেত্রকোনা, রাজশাহী, ময়মনসিংহ, বগুড়া, যশোর ও জামালপুরের বাসিন্দা।

সিলেটের তামাবিল ইমিগ্রেশন পুলিশের উপপ‌রিদর্শক (এসআই) শামীম মিয়া জানান, ওই ২২ বাংলাদেশিকে আইনি প্রক্রিয়া শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

সম্পর্কিত নিবন্ধ

  • ঢাকার পিলখানায় শুরু হ‌চ্ছে বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন
  • বন্দরে বিভিন্ন অপরাধে ২ নারীসহ আটক ৮  
  • লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্র ও ইয়াবাসহ আটক ৩ 
  • সাংবাদিক তুহিন হত্যাকাণ্ডে গ্রেপ্তার ৫
  • সিলেটে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত
  • মৌলভীবাজার সীমান্ত দিয়ে রোহিঙ্গাসহ ৮ জনকে ঠেলে দিল বিএসএফ
  • তামাবিল দিয়ে ২২ বাংলাদেশিকে ফেরত পাঠিয়েছে ভারত
  • গাজীপুরে সাংবাদিক আসাদুজ্জামান হত্যাকাণ্ডে অজ্ঞাতনামা আসামি করে মামলা, আটক ৫
  • পঞ্চগড় সীমান্তে বেড়াতে গিয়ে ভারতে প্রবেশ, আটক দুজনকে ফেরত পাঠাল বিএসএফ
  • সাতক্ষীরার তলুইগাছা সীমান্ত দিয়ে ১৬ বাংলাদেশীকে হস্তান্তর