পঞ্চগড়ের তিনটি সীমান্ত দিয়ে ১৮ জনকে বাংলাদেশের অভ্যন্তরে ঠেলে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। বুধবার (২৫ জুন) ভোরে তেঁতুলিয়া ও পঞ্চগড় সদর উপজেলার তিনটি সীমান্ত দিয়ে তাদের বাংলাদেশে প্রবেশ করানো হয়। বিজিবি তাদের আটক করেছে। পরে আটককৃতদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়।

আটককৃতদের মধ্যে নারী, পুরুষ ও শিশু রয়েছে। তারা সবাই বাংলাদেশের নাগরিক। দীর্ঘদিন ধরে তারা ভারতে শ্রমিক ও দিনমজুর হিসেবে কাজ করছিলেন।

বিজিবি সূত্রে জানা যায়, পঞ্চগড় ১৮ বিজিবির ভজনপুর বিওপির টহল দল ধানশুকা এলাকা থেকে বাংলাদেশে প্রবেশের দায়ে পাঁচজনকে আটক করে। বিএসএফের ৪৬ ব্যাটলিয়নের ট্যাপরাভিটা ক্যাম্পের সদস্যরা মেইন পিলার ৭৪১ এর ৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে তাদের বাংলাদেশে ঠেলে দেয়।

আরো পড়ুন:

সিলেট সীমান্ত দিয়ে ১৯ জনকে ঠেলে দিল বিএসএফ

ভুল করে ভারতে ঢোকা বিজিবি সদস্যকে ফেরত দিয়েছে বিএসএফ

সদর উপজেলার টোকাপাড়া বিওপি সীমান্তের মেইন পিলার ৭৪৫ এর ৩-৪ নম্বর সাব পিলার এলাকা দিয়ে বিএসএফের ৯৩ ব্যাটলিয়নের সদস্যরা ৬ জনকে বাংলাদেশে ঢুকিয়ে দেয়। বিজিবি টহল দল পরে কমলাপাড়া এলাকা থেকে তাদের আটক করে।

এছাড়া, সদর উপজেলার জয়ধরভাঙ্গা সীমান্ত দিয়ে আরো ৭ জনকে বাংলাদেশে ঠেলে দেয় বিএসএফের ৯৩ ব্যাটলিয়নের শ্যাম ক্যাম্পের সদস্যরা। জয়ধরভাঙ্গা বিওপির বিজিবি সদস্যরা প্রবেশকারীদের আটক করেছে। 

তেঁতুলিয়া মডেল থানার ওসি মুসা মিয়া বলেন, “পাঁচজনকে আমরা পেয়েছি। যাচাই-বাছাই শেষে তাদের পরিবারের কাছে ফিরিয়ে দেওয়া হবে।”

পঞ্চগড় সদর থানার ওসি আব্দুল্লা হিল জামান বলেন, “সদরের দুইটি সীমান্ত দিয়ে মোট ১৩ জনকে ঠেলে দিয়েছে বিএসএফ। বিজিবি তাদের আটক করে আমাদের কাছে হস্তান্তর করেছে। আইনগত প্রক্রিয়া শেষে আটককৃতদের পরিবারের কাছে হস্তান্তর করা হবে।”

৫৬ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ বদরুদ্দোজা বলেন, আমাদের দায়িত্বপূর্ণ এলাকা দিয়ে মোট ১৩ জনকে ঠেলে পাঠিয়েছে বিএসএফ। থানায় সাধারণ ডায়েরি করে তাদের পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।”

১৮ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মনিরুল ইসলাম বলেন, “আমাদের টহলদল ৫ জনকে আটক করে। আমরা আটককৃতদের থানায় সাধারণ ডায়েরির মাধ্যমে হস্তান্তর করেছি।”

ঢাকা/নাঈম/মাসুদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ব এসএফ ব এসএফ

এছাড়াও পড়ুন:

ফুলবাড়ী সীমান্তে পাচারচক্রের ভারতীয় সদস্যসহ আটক ৬

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে সংঘবদ্ধ পাচারচক্রের এক সদস্য ভারতীয় নাগরিকসহ বাংলাদেশি ছয় জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) রাত সাড়ে ১০টার দিকে ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) সীমান্তের রসুলপুর বিওপির একটি টহলদল গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি জানায়, আন্তর্জাতিক সীমান্ত হতে প্রায় ১৪০ গজ ভেতরে রসুলপুর গ্রামের মৃত জাহিরুল চৌধুরীর বাড়িতে বাংলাদেশি কয়েকজন ও একজন সন্দেহভাজন ভারতীয় নাগরিক বাংলাদেশ থেকে ভারতে অনুপ্রবেশের চেষ্টা করছে, এমন তথ্য পেয়ে টহলদল বাড়িটি ঘেরাও করে। পরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে তল্লাশি চালিয়ে ছয় জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন- ভারতীয় নাগরিক নেপাল বর্মন (২৯) দক্ষিণ দিনাজপুর জেলার মারগ্রামের বাসিন্দা ও সংঘবদ্ধ পাচারচক্রের সক্রিয় সদস্য, জলি রাণী (৩০) নওগাঁ, তনুশ্রী রাণী (১০) নওগাঁ, রাজশ্রী রাণী (৩) নওগাঁ, শ্রী বিজন কুমার দাস (৫৫) নওগাঁ, শ্রীমতি লিপি রাণী দাস (৪৭) নওগাঁ।

জিজ্ঞাসাবাদে ভারতীয় নাগরিক নেপাল বর্মন জানায়, ২০২২ সাল থেকে বৈধ পাসপোর্টে বাংলাদেশে আসা-যাওয়ার সুযোগ নিয়ে দীর্ঘদিন ধরে মানব, নারী ও শিশু পাচারে জড়িত তিনি। 

গত ২২ অক্টোবর বাংলাদেশে প্রবেশ করে নওগাঁর দুই সন্তানের জননী জলি রাণীর সঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তোলে এবং ২৬ অক্টোবর আদালতের মাধ্যমে বিয়ে করেন নেপাল। পরে পাচারের উদ্দেশ্যে জলি রাণী, তার দুই সন্তান এবং শ্রী বিজন কুমার দাস ও তার স্ত্রীকে ভারতের কাজের প্রলোভন দেখিয়ে রসুলপুরে নিয়ে যান তিনি।

নেপাল বর্মন পূর্ব পরিকল্পনা অনুযায়ী ৪ নভেম্বর বৈধভাবে ভারতে গিয়ে পাচারের প্রস্তুতি সম্পন্ন করে। পরদিন ৫ নভেম্বর আবার হিলি আইসিপি দিয়ে বাংলাদেশে ফিরে এসে ভুক্তভোগীদের ভারতে পাচারের প্রস্তুতিকালেই বিজিবির হাতে ধরা পড়ে।

ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল এ এম জাবের বিন জব্বার জানান, নেপাল বর্মন বাংলাদেশের পাচারকারী চক্রের সদস্য মো. ভোলা (বিরামপুর), মো. রোস্তম এবং মো. শহিদুলের সহায়তায় দীর্ঘদিন ধরে বাংলাদেশ থেকে মানব ও নারী-শিশু পাচার করে আসছিল।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাদের ফুলবাড়ী থানায় হস্তান্তর করা হয়েছে। পাশাপাশি সংশ্লিষ্ট সরকারি সংস্থাগুলোকে বিষয়টি অবহিত করা হয়েছে এবং প্রতিপক্ষ বিএসএফ ব্যাটালিয়নকে কঠোর প্রতিবাদ জানানো হয়েছে।

ঢাকা/মোসলেম/এস

সম্পর্কিত নিবন্ধ

  • ভাইবোনের শেষ দেখা করাল বিজিবি
  • ফুলবাড়ী সীমান্তে পাচারচক্রের ভারতীয় সদস্যসহ আটক ৬