ক্লাব বিশ্বকাপে জায়গা পায়নি বার্সেলোনা। লিগ ট্রেবল জয়ী কাতালান ক্লাবটির ফুটবলাররা তাই ছুটি কাটাচ্ছেন। ছুটির মেজাজে আছেন লামিন ইয়ামালও। তাকে কিছুদিন আগে অনলি ফ্যানস মডেল (এডাল্ড ওয়েবসাইট) ফাতি ভাসকেসের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। 

বিষয়টি নিয়ে বেশ সমালোচনার মুখে পড়েছেন ইয়ামাল ও ফাতি। তাদের দু’জনের বয়সের পার্থক্য অনেক। ইয়ামাল এখনো ১৮ বছর পূর্ণ করেননি। ফাতি ভাসকেসের বয়স ২৯ বছর।  ইয়ামালের ভক্তদের দাবি, খ্যাতি ও অর্থের লোভে বার্সা তরুণকে ফাঁদে ফেলেছেন স্প্যানিশ মডেল।

 বিষয়টি নিয়ে আগেই কড়া বার্তা দিয়েছেন ফাতি। তিনি দাবি করেছেন, ছবিতে যতটুকু দেখা গেছে ইয়ামালের সঙ্গে ততটুকু সময়ই কাটিয়েছেন তিনি। এর বাইরে তাদের মধ্যে কিছু নেই, এর বাইরে কিছু হয়ওনি।   

এবার তিনি দাবি করেছেন, ইয়ামালের সঙ্গে ডেটের আগে নারীর সঙ্গে সময় কাটাচ্ছেন ইয়ামাল, ‘আমি সেখানে গিয়ে আবিষ্কার করি যে, কিছুক্ষণ আগে লামিনের সঙ্গে অন্য কেউ ছিলেন। এরপর আমরা কয়েক ঘণ্টার জন্য সেখানে সময় কাটায়। এটা সত্য যে, ইয়ামাল তারকা না হলে আমি সেখানে তার প্রতি মনোযোগই দিতাম না। আবার এটাও তো ঠিক, আমার পরিচিতি এবং সৌন্দর্য না থাকলে সেও আমার প্রতি আকর্ষিত হতো না।’

ফাতি ভাসকেস দাবি করেছেন অর্থের মোহে তিনি ইয়ামালের সঙ্গে বন্ধুত্ব করেননি, ‘আমি পরিষ্কার করে দিতে চাই, আমার অর্থ বা খ্যাতির লোভ নেই। ১৮ বছর বয়স থেকেই আমি স্বাধীন নারী। ১০ বছর হলো, আমি সামাজিক মাধ্যমে ভিডিও বানায়, ইয়ামাল তখন তারকা হয়নি। আমি ক্যারিয়ারে প্রতিষ্ঠিত, সাবলম্বী, পেশাদার এবং স্বাধীনচেতা।’     

.

উৎস: Samakal

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ