ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় এক ‘ছিনতাইকারীর’ ঘুষিতে শাহ আলম খন্দকার নামের এক সাংবাদিকের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত ছিনতাইকারী বাবুল মিয়াকে আটক করে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয় লোকজন। আজ বুধবার দুপুরে উপজেলার কাইতলা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শাহ আলম (৪৮) দৈনিক মাতৃজগত পত্রিকার নবীনগর উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত ছিলেন। অভিযুক্ত বাবুল মিয়া কাইতলা গ্রামের বাসিন্দা। তিনি এলাকায় ‘টাইগার বাবুল ডাকাত’ নামে পরিচিত।

পুলিশ ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা গেছে, সম্প্রতি একটি মামলায় বাবুল মিয়া গ্রেপ্তার হয়ে আদালতের মাধ্যমে কারাগারে যান। সাংবাদিক শাহ আলম গ্রেপ্তারের খবর দৈনিক মাতৃজগত পত্রিকায় প্রকাশ করেন। সম্প্রতি জামিন নিয়ে বাড়িতে ফিরে আসেন বাবুল। আজ সকালে বেড়াতে যাওয়ার সময় উপজেলার কাইতলা গ্রামের রাস্তায় শাহ আলমের পরিবারকে আটকে ব্যাগ, মুঠোফোনসহ বিভিন্ন মূল্যবান জিনিস ছিনিয়ে নেন বাবুল। খবর পেয়ে সাংবাদিক শাহ আলম খন্দকার লোকজন নিয়ে বাবুলের সঙ্গে কথা বলতে যান। দুপুরে কাইতলা গ্রামে শাহ আলম ও বাবুলের মধ্যে কথা–কাটাকাটি হয়। একপর্যায়ে শাহ আলমকে কিলঘুষি দিয়ে গুরুতর জখম করেন বাবুল। শাহ আলম মাটিতে লুটে পড়েন। স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয় লোকজন বাবুলকে আটক করে পিটুনি দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীনূর ইসলাম জানান, দুই পক্ষের হাতাহাতির ঘটনায় সাংবাদিক শাহ আলমের মৃত্যু হয়। এ ঘটনায় বাবুলকে আটক করা হয়েছে। বর্তমানে পুলিশ পাহারায় বাবুল চিকিৎসাধীন। নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: শ হ আলম এ ঘটন ল কজন ক ইতল উপজ ল ঘটন য়

এছাড়াও পড়ুন:

বিসিবির বোর্ড সভায় যেসব সিদ্ধান্ত হলো

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) ২০তম বোর্ড সভা শনিবার অনুষ্ঠিত হয় বিসিবি কার্যালয়ে। বোর্ড সভাপতি আমিনুল ইসলাম বুলবুল দেশে না থাকায় অনলাইনে যুক্ত হন সভায়। 

প্রায় সাড়ে পাঁচ ঘণ্টার ম‌্যারাথন সভা অনুষ্ঠিত হয়। সেখানে আলোচনায় উঠে এসেছে বাংলাদেশ ক্রিকেটের নানা দিক। বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়া কিছু দিক নির্দেশনাও দেওয়া হয়েছে। 

শুরুতে বিসিবির ২৫ বিভাগের ম‌্যানেজার ১০ মিনিট করে নিজেদের বিভাগের বর্তমান পরিস্থিতি, অগ্রগতি এবং ভবিষ‌্যৎ পরিকল্পনার প্রেজেন্টেশন দেন। পরবর্তীতে শুরু হয় মূল আলোচনা।

আরো পড়ুন:

ঋতুপর্ণাকে বিসিবির বাড়ি উপহার

গামিনি মোহ কাটিয়ে হেমিংয়ে বুঁদ 

যেসব সিদ্ধান্ত নেওয়া হয় বোর্ড সভায়:   

ফুটবলার ঋতুপর্ণা চাকমার বাড়ি নতুন করে তৈরি। 

বাংলাদেশ প্রিমিয়ার লিগের জন‌্য স্পোর্টস ম‌্যানেজমেন্ট বাছাই প্রক্রিয়া চলমান। ২-৩ দিনের ভেতরেই সবকিছু চূড়ান্ত হবে। 

আগামী এনসিএলে ঢাকা মেট্রোর পরিবর্তে খেলবে ময়মনসিংহ বিভাগ।

বিপিএলের জন‌্য রাজশাহীতে ১৬টি প্র‌্যাকটিস পিচ ও অনান‌্য সুবিধা

বরিশালে ৮টি প্র‌্যাকটিস পিচ ও ২টি স্এটার উইকেট তৈরি। 

বান্দরবান স্টেডিয়ামে ম‌্যাচ ও প্র‌্যাকটিসের উইকেট তৈরি

২ বছরের চুক্তিতে হেড অব টার্ফ ম‌্যানেজমেন্ট পদে টনি হেমিংকে নিয়োগ

আর্থিক খেলাপী ফ্রাঞ্চাইজি ও স্পন্সর প্রতিষ্ঠানের বিরুদ্ধে আইনী পদক্ষেপ

বোর্ডের অ‌্যান্টি করাপশন ইউনিটকে ঢেলে সাজাতে আইসিসি থেকে পরামর্শক নিয়োগ

ক্রিকেট পর্যটনের জন‌্য বিসিবি ও টু‌্যরিজম বোর্ডের সঙ্গে ৫ বছরর চুক্তি।

বাংলাদেশ-নেদারল‌্যান্ডস সিরিজের বাজেট অনুমোদন এবং স্পন্সর ও টিভি রাইটস বিক্রির জন‌্য দরপত্র আহ্বানের অনুমতি প্রদান।

সাবেক ক্রিকেটার, সংগঠকদের আর্থিক সাহায‌্য অনুমোদন। 

ঢাকা/ইয়াসিন

সম্পর্কিত নিবন্ধ