সোনারগাঁয়ে গ্লোবাল টেলিভিশনের নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি সাংবাদিক মো. মনিরুল আলমকে গুলি করে হত্যার পর লাশ ঘুম করার হুমকি দিলেন সন্ত্রাসী কামরুল হাসান দিপু।

ঘটনাটি ঘটেছে সাংবাদিক মনিরুল আলমের কাঁচপুর মেগা কমপ্লেক্সের অফিসে। সন্ত্রাসী দিপু রূপগঞ্জ উপজেলার যাত্রামুড়া এলাকার শামসুল হকের ছেলে। এ বিষয়ে সোনারগাঁ থারায় একটি সাধারণ ডাইরী করা হয়েছে। জিডি নং-১১৩১। 

জানা যায়, গত ২২ শে জুন সকাল আনুমানিক ১১ ঘটিকার সময়, সোনারগাঁ মেগা কমপ্লেক্সের দ্বিতীয় তলায় সাংবাদিক মনিরুল আলমের অফিস রুমে কামরুল হাসান দিপু প্রবেশ করে অকথ্য ভাষায় গালাগাল ও হত্যা হুমকি দিয়ে লাশ গুম করার কথা বলে। 

সন্ত্রাসী দিপুর এমন আচরণ  শুনে আশপাশের লোকজন এগিয়ে আসলে সে চলে যায় এবং যাওয়ার সময় বলে কোন আইনি পদক্ষেপ নিলে গুলি করে লাশ নদীতে ফেলে দিবে। সে সন্ধ্যা ছয়টার থেকে মার্কেটের ভিতরে একাধিক লোক নিয়ে বিভিন্ন ধরনের অপরাধমূল কর্মকাণ্ড চালায়। এবং সে তিনটি মোটরসাইকেল ব্যবহার করেন বলে জানা গেছে। 

এদিকে এ বিষয়টি জেলা পুলিশ সুপার, র‌্যাব ১১ এর সিও এবং বাংলাদেশ সেনাবাহিনীকে অবগত করা হয়েছে বলে জানান সাংবাদিক মো.

মনিরুল আলম। তিনি আরও জানান, পুলিশ সুপার প্রত্যুষ তোমার মজুমদার সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসিকে নির্দেশ দিয়েছেন তদন্ত সাপেক্ষে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য।

এ বিষয়ে সোনারগাঁ থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মফিজুর রহমান জানান বিষয়টি সরজমিনে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। 
 

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: হত য স ন রগ ও ন র য়ণগঞ জ মন র ল স ন রগ

এছাড়াও পড়ুন:

সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো

সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন?  সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে  ঠিক কোন কোন উপকার পাওয়া যায়।  অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—

এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।

আরো পড়ুন:

যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে

লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?

দুই. সকালে খালি পেটে  পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।

তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।

যেভাবে পুরোপুরি সুফল পাবেন

বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।

মনে রাখবেন,  প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।

প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে  এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।

সূত্র: ওয়েবএমডি

ঢাকা/লিপি

সম্পর্কিত নিবন্ধ