নারায়নগঞ্জ জার্নালিস্ট ইউনিটি'র আহ্বায়ক কমিটি গঠন;
Published: 25th, June 2025 GMT
নারায়ণগঞ্জ জেলা পর্যায়ে গণমাধ্যম ব্যক্তিদের কল্যাণে কাজ করতে এবং গণমাধ্যম কর্মীদের অধিকার রক্ষার প্রত্যাশা নিয়ে নারায়ণগঞ্জ জার্নালিস্ট ইউনিটি (NJU) নামে সাংবাদিক সংগঠন গঠিত হয়েছে।
মোঃ শফিকুল ইসলাম আরজু'র সভাপতিত্বে এ প্রস্তাবিত সভায় উপস্থিত সাংবাদিকদের সর্ব সম্মতি ক্রমে ৭ সদস্য বিশিষ্ট একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
কমিটিতে আহ্বায়ক হিসেবে দৈনিক আমার সময় এর স্টাফ রিপোর্টার ও পাক্ষিক তথ্য পত্র এর প্রধান সম্পাদক মোঃ শফিকুল ইসলাম আরজু ও সদস্য সচিব হিসেবে দৈনিক ভোরের সময় এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক আজকের নীরবাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক এস.
২৫ জুন বুধবার সন্ধ্যা ৭ টায় নগরীর চাষাঢ়াস্থ সমবায় মার্কেটের ৪র্থ তলায় এ সভা অনুষ্ঠিত হয়।
এ সময় যুগ্ম আহ্বায়ক হিসেবে নাম ঘোষণা করা হয় দৈনিক বাংলাদেশের আলো এর সিনিয়র স্টাফ রিপোর্টার মনিরুল ইসলাম মনির, দৈনিক ডেসটিনি এর নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি ও দৈনিক দেশের আলো এর বিভাগীয় সম্পাদক মোঃ হারুন অর রশিদ সাগর, দৈনিক সবার কন্ঠ এর বার্তা সম্পাদক মোঃ শাহ আলম মোল্লা।
সদস্যরা হলেন দৈনিক আজকের নীরবাংলা এর বার্তা সম্পাদক মোঃ আনিসুল হক হীরা ও দৈনিক অগ্রবাণী পত্রিকার ফটো সাংবাদিক মোঃ সাদ্দাম হোসেন মীর্জা।
উৎস: Narayanganj Times
কীওয়ার্ড: স গঠন ন র য়ণগঞ জ ন র য়ণগঞ জ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
“গাজীপুরে সাংবাদিক তুহিন হত্যাকান্ডে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের নিন্দা ও প্রতিবাদ”
গাজীপুর চৌরাস্তায় সাংবাদিক আসাদুজ্জামান তুহিনকে কুপিয়ে হত্যার ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাব সভাপতি আবু সাউদ মাসুদ ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন পন্টি। হত্যাকারীদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান তাঁরা।
তাঁরা বলেন, এভাবে প্রকাশ্যে কুপিয়ে মানুষ হত্যা কোন সভ্য সমাজ মেনে নিতে পারে না। গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) রবিউল হাসান ও প্রত্যক্ষদর্শীর সূত্রে জানা যায়, বৃহষ্পতিবার সন্ধ্যায় গাজীপুর চৌরাস্তায় হানিট্র্যাপ থেকে নারীর সঙ্গে থাকা সশস্ত্র যুবকরা বাদশা নামে এক যুবককে চাপাতি দিয়ে কোপাতে থাকে।
কাছাকাছি দাঁড়িয়ে মোবাইলে দৃশ্যটি ধারণ করছিলেন সাংবাদিক তুহিন। এ সময় হামলাকারীরা তার ওপর চড়াও হয়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। নিহত সাংবাদিক আসাদুজ্জামান দৈনিক প্রতিদিনের কাগজের সংবাদকর্মী ছিলেন।