রাজশাহী বিশ্ববিদ্যালয়ে আবাসিক হলের ছাদ থেকে পড়ে গিয়ে এক শিক্ষার্থী আহত হয়েছেন। গতকাল বুধবার রাত সোয়া ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের হোসেন শহীদ সোহরাওয়ার্দী হলের প্রথম ব্লকে এ ঘটনা ঘটে।

আহত শিক্ষার্থীর নাম সাদ আহমেদ। তিনি বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

হলের শিক্ষার্থীরা জানিয়েছেন, ওই শিক্ষার্থী ছাদ থেকে পড়ে যাওয়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের টাইমলাইনে প্রেমঘটিত একাধিক পোস্ট দিয়েছেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি ছাদ থেকে লাফ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছেন। সাদ আহমেদ ফেসবুক পোস্টে লিখেছেন, ‘লিসা তুমি জানতা, তোমাকে আমি কতটা ভালোবাসি। তবু কেন এমন করলে??.

..’ আরেকটি পোস্টে তিনি লিখেছেন—‘ভালোবাসি লিসা’।

সোহরাওয়ার্দী হলের ছাত্র সাগর চন্দ্র দাস নামের এক প্রত্যক্ষদর্শী প্রথম আলোকে বলেন, ‘আমি কক্ষে পড়ছিলাম। এমন সময় আমার কক্ষের সামনের দিকে একজন ছাদ থেকে চিৎকার দিয়ে পড়ে গেল, এমন মনে হলো। এসে দেখি, তার পা মাটির ভেতরে চলে গেছে। পরে শিক্ষার্থীরা তাকে অ্যাম্বুলেন্সে করে হাসপাতালে নিয়ে যায়।’

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান প্রথম আলোকে বলেন, ঘটনাটি শোনামাত্রই সেখানে অ্যাম্বুলেন্স পাঠিয়ে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়েছে। তাঁর পায়ে একাধিক জায়গায় ফ্রাকচার (ফাটল) ও বুকে আঘাত লেগেছে। চিকিৎসক বেশ কিছু এক্স-রে করতে দিয়েছেন। রিপোর্ট পেলে পরিস্থিতি জানা যাবে।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

‘ভাষা আন্দোলনের তাত্ত্বিক বিষয় আমাকে আকর্ষণ করেছিল’

ছবি: প্রথম আলো

সম্পর্কিত নিবন্ধ