টানা তৃতীয় বছর যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে (এমএলএস) সর্বোচ্চ পারিশ্রমিকপ্রাপ্ত খেলোয়াড় হলেন ইন্টার মায়ামির আর্জেন্টাইন কিংবদন্তি লিওনেল মেসি। বার্তা সংস্থা অ্যাসোসিয়েটেড প্রেস (এপি) জানিয়েছে, এমএলএসে ২১টি দল তাদের খেলোয়াড়দের যে পরিমাণ বেতন দেয়, মেসির পারিশ্রমিক তার চেয়েও বেশি।

আরও পড়ুনশেষ ষোলোয় উঠেই মেসিদের হাতে ২৫৬ কোটি টাকা১১ ঘণ্টা আগে

বছরে মোট ২ কোটি ৪ লাখ ৪৬ হাজার ৬৬৭ ডলার (২৪৮ কোটি ৩৯ লাখ টাকা প্রায়) পারিশ্রমিক পান মেসি। এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশন (এমএলএসপিএ) খেলোয়াড়দের বেতনের এই তালিকা গতকাল প্রকাশ করেছে। যেখানে মেসির মূল বেতন ১ কোটি ২০ লাখ ডলার (১৪৫ কোটি ৭৮ লাখ টাকা প্রায়)।

মেসির বাৎসরিক মোট আয় নির্ধারণ করা হয়েছে এমএলএসের সঙ্গে চুক্তির ভিত্তিতে, যেটা চলবে ২০২৫ মৌসুম পর্যন্ত। এর মধ্যে রয়েছে মার্কেটিং বোনাস ও এজেন্ট ফি। তবে পারফরম্যান্স বোনাস এবং অন্য কোনো খাত আমলে নেওয়া হয়নি। গত বছর মে মাসের তুলনায় এবার মেসির বেতন ৯ দশমিক ২ শতাংশ বেড়েছে।

প্রথম আলো গ্রাফিকস.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির

শেষ বাঁশি বাজার পর ড্রেসিং রুমের পথে হাঁটা ধরলেন লিওনেল মেসি। বেশ দ্রুততার সঙ্গে গটগট করে হেঁটে চলে গেলেন ড্রেসিংরুমে। চোখেমুখে হতাশা স্পষ্ট। ফেরার পথে কারও সঙ্গে হাত মেলানো কিংবা শুভেচ্ছা বিনিময়ও করেননি। টানা দ্বিতীয় ম্যাচে গোল না পাওয়ায় কি মনটা ভালো ছিল না? সেটা হতেও পারে আবার নাও পারে। তবে দলের হারে যে মন ভার ছিল সেটা স্পষ্ট। মেসি মাঠে থাকতেও আট গোলের থ্রিলারে শেষ পর্যন্ত হেরেছে তাঁর দল ইন্টার মায়ামি।

ফ্লোরিডার চেজ স্টেডিয়ামে আজ সকালে মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচে মায়ামিকে ৫-৩ গোলে হারিয়ে ২০১৭ সালের পর প্রথমবারের মতো এমএলএসের প্লে অফ নিশ্চিত করেছে শিকাগো ফায়ার। এই হারে টানা দ্বিতীয় এমএলএস সাপোটার্স শিল্ড জয়ের সুযোগ সম্ভবত হারাল মায়ামি। ফিলাডেলফিয়া ইউনিয়ন নিজেদের শেষ দুই ম্যাচের একটিতে জিতলেই ৬৬ পয়েন্ট নিয়ে সাপোটার্স শিল্ড জিতবে। ৩২ ম্যাচে ফিলাডেলফিয়ার সংগ্রহ ৬৩ পয়েন্ট। ৩১ ম্যাচে ৫৬ পয়েন্ট নিয়ে চতুর্থ মায়ামি নিজেদের শেষ তিন ম্যাচ জিতলেও ৬৫ এর বেশি পয়েন্ট হবে না।

সুয়ারেজ জোড়া গোল করলেও দলকে জেতাতে পারেননি

সম্পর্কিত নিবন্ধ

  • আট গোলের থ্রিলারে হার মেসির মায়ামির