৪৩ দিন পর ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে এসেছেন সংস্থাটির প্রশাসক মো. শাহজাহান মিয়া। নগর ভবনে এসে তিনি সাংবাদিকদের বলেন, আজ থেকে সব বিভাগের কার্যক্রম শুরু হবে।

আজ বৃহস্পতিবার দুপুর দেড়টার দিকে শাহজাহান মিয়া নগর ভবনে আসেন। নগর ভবনে এসে তিনি সাংবাদিকদের বলেন, ‘আমরা আর পেছনের দিকে তাকাতে চাই না। আমরা সামনে এগিয়ে যাব। সামনে অগ্রাধিকার ভিত্তিতে অনেকগুলো কাজ করব। এর মধ্যে বাজেট প্রণয়নের কাজটি দ্রুত শেষ করা হবে।’

বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে গত ১৪ মে থেকে ‘ঢাকাবাসী’ ব্যানারে আন্দোলন শুরু হয়। ইশরাকের সমর্থকেরা নগর ভবনে অবস্থান নিয়ে আন্দোলন করছিলেন। ফলে গত ১৪ মে থেকে সংস্থাটি প্রশাসক নগর ভবনে আসতে পারেননি।

গত রোববার ইশরাক সমর্থকেরা তাঁদের চলমান আন্দোলন কিছুটা সীমিত করে দৈনন্দিন সেবা চালুর ঘোষণা দেন। সেদিন তাঁরা বলেছিলেন, নগর ভবনে দৈনন্দিন সেবা চালু হলেও প্রশাসক আসতে পারবেন না। সংস্থাটির প্রকৌশল বিভাগ বন্ধ থাকবে।

তবে সংস্থাটির প্রশাসক শাহজাহান মিয়া আজ নগর ভবনে এলে তাঁকে অভ্যর্থনা জানান ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি করপোরেশনের কর্মচারীরা। সংস্থাটির প্রকৌশল বিভাগের অনেক কর্মকর্তাকেও আজ নগর ভবনে আসতে দেখা গেছে।

ইশরাকের পক্ষে আন্দোলনে থাকা সিটি করপোরেশনের বিএনপিপন্থী শ্রমিক ইউনিয়নের নেতা আরিফ চৌধুরী প্রথম আলোকে বলেন, উচ্চ পর্যায়ের নির্দেশে তাঁরা প্রশাসককে এখন থেকে সহযোগিতা করার সিদ্ধান্ত নিয়েছেন।

.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: নগর ভবন ইশর ক

এছাড়াও পড়ুন:

আজ মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা, হলে আছে আরও ৭ সিনেমা

কুয়াকাটায় একদল ব্যাচেলর
করোনার সময় দীর্ঘদিন ঘরবন্দী ছিল মানুষ। বিধিনিষেধ শিথিল করা হলে কুয়াকাটায় ঘুরতে যায় একদল ব্যাচেলর। সেখানে নারীদের একটি দলের সঙ্গে তাদের দেখা হয়ে যায়। তাদের কেন্দ্র করেই রোমান্টিক, কমেডি ও থ্রিলারের মিশেলে তৈরি হয়েছে নাসিম সাহনিকের ‘ব্যাচেলর ইন ট্রিপ।’

সিনেমাটির শুটিং শুরু হয় ২০২২ সালের শেষ দিকে। প্রথম লটে এক সপ্তাহের মতো শুটিং করার কথা থাকলেও বাজেটের সমস্যায় দুই দিন পর শুটিং টিমকে রেখেই ঢাকায় চলে গেছেন পরিচালক—এমন একটা অভিযোগ সে সময় এনেছিলেন সিনেমার নায়িকা শিরিন শিলা। পরে তিনি আরও জানান, নায়ক-নায়িকাসহ শিল্পীদের থাকা, খাওয়া—সবকিছুতেই অব্যবস্থাপনা ছিল। এতে ইউনিটে অসন্তোষ তৈরি হয়। সে সময় কলাকুশলীরা ধরেই নিয়েছিলেন, এ সিনেমার শুটিং আর হবে না। দ্বন্দ্ব মিটিয়ে পরের বছর শেষ হয় শুটিং। ডাবিং ও পোস্টের কাজ শেষ করতে লেগে যায় আরও এক বছর।

সিনেমায় জুটি হয়েছেন শিরিন শিলা ও কায়েস আরজু। ছবি: কায়েসের সৌজন্যে

সম্পর্কিত নিবন্ধ