চট্টগ্রামে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ জন্য গতকাল বুধবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন আসিফ ইকবাল এবং বিডিওএসএনের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সমন্বয়ক মাহেরুল আযম কোরেশী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে রোবটিকসের প্রতি আগ্রহ তৈরি, প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের যাচাই কার্যক্রম পরিচালনা করবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ জন্য চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি রোবটিকস লার্নিং সেন্টার স্থাপন করা হবে। সেন্টারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পর বিদ্যালয়পর্যায়ের শিক্ষার্থীদের মেন্টর হিসেবে গড়ে তোলা হবে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রতিযোগিতাগুলো চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজন করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড.

এম এম নুরুল আবসার। অনলাইনের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এবং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, বাংলাদেশের সভাপতি মুনির হাসান।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছে ১২ জনের বাংলাদেশ দল

আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের (আইএমএসও) ২২তম আসরে অংশগ্রহণ করতে মালয়েশিয়ার কেদাহ শহরে যাচ্ছে বাংলাদেশের ১২ জন প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থী। আগামী ৫ থেকে ৯ অক্টোবর বাংলাদেশসহ ২৩টি দেশ থেকে প্রায় ৪০০ শিক্ষার্থী অংশ নেবে এ আয়োজনে। ৪ অক্টোবর মালয়েশিয়ার উদ্দেশে রওনা হবে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান দল। বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক (বিডিওএসএন) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।

আজ মঙ্গলবার বিকেল চারটায় রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্রে দেশে অলিম্পিয়াডের আয়োজক বাংলাদেশ বিজ্ঞান জনপ্রিয়করণ সমিতি (এসপিএসবি) ও বিডিওএসএন এক সংবাদ সম্মেলনের আয়োজন করে। সংবাদ সম্মেলনে এসপিএসবি ও বিডিওএসএনের সভাপতি মুনির হাসান দলের ১২ জন সদস্যকে উপস্থিত সাংবাদিকদের সঙ্গে পরিচয় করিয়ে দেন। দলে গণিত ও বিজ্ঞান শাখায় ৬ জন করে ১২ জন সদস্য রয়েছে।

গণিত দলের সদস্যরা হলো সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির তিনজন শিক্ষার্থী মো. নাবি হোসেন, অরিজিৎ সাহা ও ইহান আবরাদ রহমান, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের শিক্ষার্থী ওয়াফিয়া হাসান, মাস্টার মাইন্ড ইংলিশ মিডিয়াম স্কুলের শিক্ষার্থী লাবিবা বিনতে ফজলে রাব্বি এবং সিরাজগঞ্জের বনোয়ারি লাল সরকারি উচ্চবিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী রাফসান শফিক তালুকদার।

বিজ্ঞান দলের সদস্যরা হলো লাইটহাউস ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী সৈয়দ আয়ান ঈসা, এসএফএক্স গ্রিনহেরাল্ড ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী অভিজ্ঞান রায়, মানারাত ঢাকা ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী তাহমিদ হাসান, সেন্ট যোসেফ ইন্টারন্যাশনাল স্কুলের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী আকিব ফাত্তাহ, সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের পঞ্চম শ্রেণির সাহাবী ইবনে কাব্য এবং ময়মনসিংহ ইন্টারন্যাশনাল স্কুলের চতুর্থ শ্রেণির মো. মিফতাহুল ইসলাম। প্রসঙ্গত, নাবি হোসেন ও সৈয়দ আয়ান ঈসা জাতীয় পর্বে যথাক্রমে গণিত ও বিজ্ঞান বিভাগে সর্বোচ্চ নম্বর পেয়ে চ্যাম্পিয়নস ট্রফি অর্জন করেছিল।

এ ছাড়া বাংলাদেশ দলের দলনেতা হিসেবে যাচ্ছেন এসপিএসবির সহসভাপতি জাহিদুল আমিন, উপদলনেতা হিসেবে থাকবেন মো. তানভীরুল ইসলাম, বিজ্ঞান বিষয়ে মেন্টর হিসেবে থাকবেন মীম নাজ রহমান এবং গণিত বিষয়ে মেন্টর হিসেবে থাকবেন জ্যোতি সিংহ।

উল্লেখ্য, দেশে প্রথমবারের মতো প্রাথমিক পর্যায়ের শিক্ষার্থীদের জন্য আয়োজিত হয়েছে বাংলাদেশ গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড (বিডিএমএসও)। গত ২২ আগস্ট দুই শতাধিক শিক্ষার্থীর অংশগ্রহণে সেন্ট যোসেফ উচ্চমাধ্যমিক বিদ্যালয়ে আয়োজিত অলিম্পিয়াডের মোট বিজয়ী হয় ৫২ জন। পরবর্তী সময়ে ক্যাম্পের মাধ্যমে গণিত দলের জন্য ৬ জন এবং বিজ্ঞান দলের জন্য ৬ জন শিক্ষার্থীকে নির্বাচিত করা হয়।

সম্পর্কিত নিবন্ধ

  • আন্তর্জাতিক গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডে অংশ নিতে মালয়েশিয়ায় যাচ্ছে ১২ জনের বাংলাদেশ দল