চট্টগ্রামে ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড আয়োজনে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের (বিডিওএসএন) সঙ্গে যৌথভাবে কাজ করবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ জন্য গতকাল বুধবার নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারক স্বাক্ষর করেছেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের ডিন আসিফ ইকবাল এবং বিডিওএসএনের ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডের সমন্বয়ক মাহেরুল আযম কোরেশী। এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চট্টগ্রাম অঞ্চলের শিক্ষার্থীদের মধ্যে রোবটিকসের প্রতি আগ্রহ তৈরি, প্রশিক্ষণ এবং শিক্ষার্থীদের যাচাই কার্যক্রম পরিচালনা করবে চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির স্কুল অব সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ। এ জন্য চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির ক্যাম্পাসে একটি রোবটিকস লার্নিং সেন্টার স্থাপন করা হবে। সেন্টারটিতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়ার পর বিদ্যালয়পর্যায়ের শিক্ষার্থীদের মেন্টর হিসেবে গড়ে তোলা হবে। শুধু তাই নয়, ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড-বাংলাদেশের চট্টগ্রাম বিভাগের আঞ্চলিক প্রতিযোগিতাগুলো চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটিতে আয়োজন করা হবে।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটির উপাচার্য ড.

এম এম নুরুল আবসার। অনলাইনের মাধ্যমে যুক্ত হন বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের এবং ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াড, বাংলাদেশের সভাপতি মুনির হাসান।

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ