রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি অনার্সে চারটি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ৩০ জুন দিবাগত রাত ১২টার মধ্যে আবেদন করতে হবে।

যে চারটি বিভাগে বিএসসি অনার্সে ভর্তি করা হবে, সেগুলো হলো মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, অ্যাগ্রিকালচার ও ফিশারিজ।

ভর্তির যোগ্যতা

ক.

২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রার্থীর পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

খ. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ–৬.৫০ থাকতে হবে।

গ. ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, হেলথ (আইএইচটি ম্যাটস) এবং নার্সিং থেকে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইটে আবেদন ফরম ও নির্দেশিকা পাওয়া যাবে। আবেদন অনলাইনে বা হার্ড কপি হিসেবে জমা দেওয়া যাবে।

আবেদন ফি

ভর্তির আবেদন ফি বাবদ ৩৩০ টাকা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের (নম্বর ০১৭৫২৬০৮৭১৮) মাধ্যমে পরিশোধ করতে হবে। ভর্তির আবেদন ফরমে আবেদন ফি পরিশোধের Transaction ID অবশ্যই উল্লেখ করতে হবে।

ফলাফল ও ভর্তি প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা আগামী ১ জুলাই প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। ভর্তির তথ্যের জন্য যোগাযোগ: বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, একডালা, নাটোর-৬৪০০। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৫, রাত ১২টা পর্যন্ত।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভর ত র

এছাড়াও পড়ুন:

বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মানুষ উড়োজাহাজে যাতায়াত করে

বিশ্বের উড়োজাহাজ সংস্থাগুলোর বাণিজ্যিক সংগঠন ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের (আইএটিএ) প্রতিবেদনে বিশ্বে শীর্ষ উড়োজাহাজে চলাচলকারী দেশগুলোর চমকপ্রদ পরিসংখ্যান উঠে এসেছে। ২০২৪ সালের তথ্য নিয়ে ‘ওয়ার্ল্ড এয়ার ট্রান্সপোর্ট স্ট্যাটিসটিকস’ নামের এই প্রতিবেদনে বিশ্বের উড়োজাহাজপ্রেমী দেশগুলোর নামও এসেছে।
আইএটিএর প্রতিবেদন অনুযায়ী, ২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বড় এভিয়েশন মার্কেট বা উড়োজাহাজে চলাচলের বাজার ছিল যুক্তরাষ্ট্র। সে বছর দেশটিতে ৮৭ কোটি ৬০ লাখ যাত্রী আকাশপথে ভ্রমণ করেছেন, যার বেশির ভাগই অভ্যন্তরীণ রুটে। সংখ্যাটি বিশ্বের সবচেয়ে জনবহুল দেশ ভারতের উড়োজাহাজযাত্রীর তুলনায় চার গুণ।
যুক্তরাষ্ট্রের পরই আছে চীন। দ্বিতীয় অবস্থানে থাকা দেশটি ২০২৪ সালে ৭৪ কোটি ১০ লাখ যাত্রী পরিবহন করেছে। তবে প্রবৃদ্ধিতে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে এগিয়ে। ২০২৩ সালের তুলনায় ২০২৪ সালে চীনে ১৮ দশমিক ৭ শতাংশ বেশি যাত্রী চলাচল করেছে। যেখানে যুক্তরাষ্ট্রের প্রবৃদ্ধি মাত্র ৫ দশমিক ২ শতাংশ।

২০২৪ সালে বিশ্বের সবচেয়ে বড় এভিয়েশন মার্কেট বা উড়োজাহাজে চলাচলের বাজার ছিল যুক্তরাষ্ট্র

সম্পর্কিত নিবন্ধ

  • নবীনদের স্বাগত জানাতে সেজেছে ববি
  • বিশ্বের কোন দেশে সবচেয়ে বেশি মানুষ উড়োজাহাজে যাতায়াত করে
  • যবিপ্রবিতে প্রথম বর্ষের ক্লাস শুরু সোমবার
  • শেয়ারহোল্ডারদের নগদ লভ্যাংশ দিল ২ কোম্পানি
  • সমাজকল্যাণ মন্ত্রণালয়ের অধীনে নিয়োগ, এইচএসসি থেকে স্নাতকোত্তরে আবেদন
  • তাসকিনের প্রথমের আনন্দ
  • ঋতুপর্ণাকে বিসিবির বাড়ি উপহার
  • বিশ্ব চ্যাম্পিয়ন হতে চান মনন
  • ২০২৪’র বিপ্লব লুটেরাদের লুটে খাওয়ার জন্য হয় নাই : ড. আব্দুল মঈন খান
  • আগ্রহ বেশি শহরের কলেজে, মফস্‌সলে খালি থাকবে আসন