রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন স্নাতক, আবেদন শেষ ৩০ জুন
Published: 26th, June 2025 GMT
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি অনার্সে চারটি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ৩০ জুন দিবাগত রাত ১২টার মধ্যে আবেদন করতে হবে।
যে চারটি বিভাগে বিএসসি অনার্সে ভর্তি করা হবে, সেগুলো হলো মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, অ্যাগ্রিকালচার ও ফিশারিজ।
ভর্তির যোগ্যতা
ক.
২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রার্থীর পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।
খ. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ–৬.৫০ থাকতে হবে।
গ. ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, হেলথ (আইএইচটি ম্যাটস) এবং নার্সিং থেকে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।
ভর্তির আবেদন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইটে আবেদন ফরম ও নির্দেশিকা পাওয়া যাবে। আবেদন অনলাইনে বা হার্ড কপি হিসেবে জমা দেওয়া যাবে।
আবেদন ফি
ভর্তির আবেদন ফি বাবদ ৩৩০ টাকা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের (নম্বর ০১৭৫২৬০৮৭১৮) মাধ্যমে পরিশোধ করতে হবে। ভর্তির আবেদন ফরমে আবেদন ফি পরিশোধের Transaction ID অবশ্যই উল্লেখ করতে হবে।
ফলাফল ও ভর্তি প্রক্রিয়া
আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা আগামী ১ জুলাই প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। ভর্তির তথ্যের জন্য যোগাযোগ: বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, একডালা, নাটোর-৬৪০০। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে।
আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৫, রাত ১২টা পর্যন্ত।
উৎস: Prothomalo
কীওয়ার্ড: ভর ত র
এছাড়াও পড়ুন:
এইচএসসির ফল পুনর্নিরীক্ষণ, ঢাকা বোর্ডের নতুন জিপিএ–৫ পেলেন ২০১ পরীক্ষার্থী
২০২৬ সালের এইচএসসি ও সমমান পরীক্ষার পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়েছে। এতে ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে নতুন করে জিপিএ-৫ পেয়েছেন ২০১ জন পরীক্ষার্থী। আর ফেল থেকে পাস করেছেন ৩০৮ জন পরীক্ষার্থী।
আজ রোববার সকালে পুনর্নিরীক্ষণের ফলাফল প্রকাশিত হয়। ঢাকা শিক্ষা বোর্ডের কর্মকর্তারা প্রথম আলোকে জানান, এবার ৭৯ হাজার ৬৭১ জন শিক্ষার্থী ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করেছিলেন। এর মধ্যে ২ হাজার ৩৩১ জন শিক্ষার্থীর ফল পরিবর্তন হয়েছে।
আরও পড়ুনঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা, আবেদনের সময় বৃদ্ধি১৩ নভেম্বর ২০২৫শিক্ষা বোর্ডের এক বিজ্ঞপ্তিতে গত বৃহস্পতিবার বলা হয়েোছিল, শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে ফলাফল প্রকাশ করা হয়েছে। এছাড়াও এসএমএসের মাধ্যমে শিক্ষার্থীরা ফল জানতে পারবেন। আবেদনকারীর দেওয়া মোবাইল ফোন নাম্বারে এসএমএস পাঠানো হবে। ফলাফল http://www.educationboardresults.gov.bd/ ওয়েবসাইট থেকেও জানা যাবে।
চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণ বা খাতা চ্যালেঞ্জ প্রক্রিয়া গত ২৩ অক্টোবর শেষ হয়। পুনর্নিরীক্ষণের আবেদন শুধু অনলাইনে করা হয়েছে। অন্যবার এসএমএসের মাধ্যমেও এ সুযোগ ছিল।
এ বছর ২০২৫ সালের উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষা ফল গত ১৬ অক্টোবর প্রকাশ করা হয়েছে।