রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অধীন বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেসে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে চার বছর মেয়াদি বিএসসি অনার্সে চারটি বিভাগে ভর্তি প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী শিক্ষার্থীদের ৩০ জুন দিবাগত রাত ১২টার মধ্যে আবেদন করতে হবে।

যে চারটি বিভাগে বিএসসি অনার্সে ভর্তি করা হবে, সেগুলো হলো মাইক্রোবায়োলজি, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, অ্যাগ্রিকালচার ও ফিশারিজ।

ভর্তির যোগ্যতা

ক.

২০২২, ২০২৩ ও ২০২৪ সালে বিজ্ঞান বিভাগে এইচএসসি বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা ভর্তির জন্য আবেদন করতে পারবেন। এইচএসসি বা সমমান পরীক্ষায় প্রার্থীর পদার্থ, রসায়ন ও জীববিজ্ঞান বিষয় থাকতে হবে।

খ. এসএসসি ও এইচএসসি উভয় পরীক্ষায় চতুর্থ বিষয়সহ কমপক্ষে জিপিএ–৩.০০সহ সর্বমোট জিপিএ–৬.৫০ থাকতে হবে।

গ. ডিপ্লোমা ইন অ্যাগ্রিকালচার, ফিশারিজ, ফুড অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স, হেলথ (আইএইচটি ম্যাটস) এবং নার্সিং থেকে ডিপ্লোমা পাস করা শিক্ষার্থীরাও আবেদন করতে পারবেন।

ভর্তির আবেদন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের অথবা ইনস্টিটিউটের ওয়েবসাইটে আবেদন ফরম ও নির্দেশিকা পাওয়া যাবে। আবেদন অনলাইনে বা হার্ড কপি হিসেবে জমা দেওয়া যাবে।

আবেদন ফি

ভর্তির আবেদন ফি বাবদ ৩৩০ টাকা ডাচ-বাংলা মোবাইল ব্যাংকিং রকেটের (নম্বর ০১৭৫২৬০৮৭১৮) মাধ্যমে পরিশোধ করতে হবে। ভর্তির আবেদন ফরমে আবেদন ফি পরিশোধের Transaction ID অবশ্যই উল্লেখ করতে হবে।

ফলাফল ও ভর্তি প্রক্রিয়া

আবেদনকারী প্রার্থীদের মধ্য থেকে নির্বাচিত ও অপেক্ষমাণ তালিকা আগামী ১ জুলাই প্রতিষ্ঠানের ওয়েবসাইট, নোটিশ বোর্ড ও আবেদনকারীদের মুঠোফোনে খুদে বার্তার মাধ্যমে জানানো হবে। ভর্তির তথ্যের জন্য যোগাযোগ: বরেন্দ্র ইনস্টিটিউট অব বায়োসায়েন্সেস, একডালা, নাটোর-৬৪০০। বিস্তারিত তথ্যের জন্য ওয়েবসাইট ভিজিট করতে হবে।

আবেদনের শেষ তারিখ: ৩০ জুন ২০২৫, রাত ১২টা পর্যন্ত।

উৎস: Prothomalo

কীওয়ার্ড: ভর ত র

এছাড়াও পড়ুন:

বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।

প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                 লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:

২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
                               লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
                                লেভেল-৩/টার্ম-২,
                                 লেভেল-৪/টার্ম-২,
                                লেভেল-৫/টার্ম-২।

আরও পড়ুনএডিবি বৃত্তি: টোকিও বিশ্ববিদ্যালয়ে সম্পূর্ণ অর্থায়নে মাস্টার্সের সুযোগ৭ ঘণ্টা আগেকোর্স রেজিস্ট্রেশনের তারিখ—

কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।

আরও পড়ুনজাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্সে আইসিটি বিষয়, কারা পড়াবেন২০ সেপ্টেম্বর ২০২৫ক্লাস ও পরীক্ষার সময়

১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫:  ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস:  ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬  থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।

#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd

আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • আর মাত্র কয়েক ঘণ্টা...
  • বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
  • সাতক্ষীরায় ভারতীয় ভিসা সেন্টারের কার্যক্রম বন্ধ ঘোষণা
  • ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
  • আফগানিস্তানে কী কী বই নিষিদ্ধ হলো, তালেবান কী বার্তা দিচ্ছে
  • লোপেজ বললেন, ‘বিচ্ছেদ জীবনের সেরা ঘটনা’