ক্রিস্টিয়ানো রোনালদোর ভবিষ্যত নিয়ে গুঞ্জন শেষ হচ্ছে। আল নাসরেই থাকছেন পর্তুগিজ যুবরাজ। সৌদি প্রো লিগের শীর্ষ ক্লাবটির সঙ্গে চুক্তি নবায়ন করছেন তিনি। সংবাদ মাধ্যম বিবিসি সূত্রের বরাত দিয়ে জানিয়েছে এই তথ্য।

এছাড়া ফুটবল দলবদল বিশেষজ্ঞ সাংবাদিক ফ্যাবরিজিও রোমানো জানিয়েছেন, আল নাসরে রোনালদোর চুক্তি নবায়নের সিদ্ধান্ত চূড়ান্ত হয়েছে। বাকি কেবল চুক্তির আনুষ্ঠানিকতা সম্পন্ন করা।

সিআরসেভেন নতুন চুক্তি এক বছরের জন্য করছেন। অর্থাৎ ২০২৬ সালে অনুষ্ঠেয় বিশ্বকাপ পর্যন্ত তিনি আল নাসরে খেলতে সম্মত হয়েছেন। সঙ্গে আরও এক বছর চুক্তি নবায়নের ঐচ্ছিক শর্ত থাকছে। অর্থাৎ বিশ্বকাপের পরও খেলে যাবেন কিনা ওই সিদ্ধান্ত তুলে রেখেছেন সাবেক রিয়াল মাদ্রিদ, ম্যানইউ ও জুভেন্টাস তারকা।

রোনালদো আল নাসর থেকে মৌসুমে ১০০ মিলিয়ন ইউরোর মতো বেতন নিতেন। নতুন চুক্তিতে তার বেতন কত হচ্ছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। তবে ১০০ মিলিয়ন ইউরোর কাছাকাছি থাকবে বলে ধারণা করা হচ্ছে।

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরের জার্সিতে ১১১ ম্যাচে ৯০ গোল করেছেন। তবে কোন শিরোপা জেতাতে না পারায় ক্লাব কর্তৃপক্ষ তার প্রতি কিছুটা নাখোস ছিল। যে কারণে ক্লাবটি তাকে ছেড়ে দিতেও চেয়েছিল। ধারণা করা হচ্ছে, সৌদি ফুটবলে রোনালদোর প্রভাবের কথা বিবেচনা করে তার সঙ্গে চুক্তি নবায়ন করছে ক্লাবটি।

রোনালদোও ছুটছে বিশ্বের প্রথম ফুটবলার হিসেবে এক হাজার গোল করার রেকর্ডের দিকে। তিনি ক্লাব ও আন্তর্জাতিক মিলিয়ে ৯৩৮ গোল করেছেন। জাতীয় দল ও ক্লাবের হয়ে আর ৬২ গোল করতে পারলে তার লক্ষ্য পূরণ হয়ে যাবে। তবে বয়স হয়ে গেছে ৪০ বছর। ফিট থেকে বিশ্বকাপের পরও একটা মৌসুমে খেলে যাওয়া কঠিনই হবে তার জন্য।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ফ টবল দলবদল গ ল কর

এছাড়াও পড়ুন:

চুয়েটে বড় পর্দায় শেখ হাসিনার মামলার রায় সম্প্রচার

বড় একটি টেবিলে রাখা হয়েছে একটি ল্যাপটপ, প্রজেক্টর ও সাউন্ডবক্স। শিক্ষার্থীদের সঙ্গে উৎসুক জনতা দাঁড়িয়ে আছে টেবিলের পাশে। সামনে থাকা একটি বড় পর্দায় আটকে আছে সবার দৃষ্টি। জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় সরাসরি দেখানো হচ্ছে সেই বড় পর্দায়।

আজ সোমবার বেলা একটার দিকে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (চুয়েট) গিয়ে দেখা যায় এ চিত্র। বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা চত্বর এলাকার ১ নম্বর ক্যানটিনের সামনে এভাবেই প্রজেক্টরের মাধ্যমে শেখ হাসিনার মামলার রায়ের সরাসরি সম্প্রচার দেখানোর ব্যবস্থা করা হয়।

চুয়েটের কিছু শিক্ষার্থীর আয়োজনে বড় পর্দায় রায় দেখানোর এই ব্যবস্থা করা হয়েছে। স্বাধীনতা চত্বর এলাকায় বড় পর্দায় রায় দেখার সময় কথা হয় চুয়েটের পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী ইফতেখার মাহমুদের সঙ্গে। তিনি প্রথম আলোকে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের পরিবারের পাশাপাশি পুরো দেশের মানুষ রায় কী হয়, তা দেখার অপেক্ষায়। চুয়েট শিক্ষার্থীরাও একইভাবে এই রায়ের অপেক্ষায় রয়েছেন।’

জুলাই গণ-অভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ তিন আসামির বিরুদ্ধে করা মামলার রায় আজ ঘোষণা করা হচ্ছে। বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ মামলার রায় ঘোষণা করছেন। এই ট্রাইব্যুনালের অপর দুই সদস্য হলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারক মো. মোহিতুল হক এনাম চৌধুরী। শেখ হাসিনার পাশাপাশি এ মামলার অপর দুই আসামি হলেন সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল-মামুন। এর মধ্যে সাবেক আইজিপি মামুন ‘অ্যাপ্রুভার’ (রাজসাক্ষী নামে পরিচিত) হিসেবে জবানবন্দি দিয়েছেন।

সম্পর্কিত নিবন্ধ