হামদর্দ ল্যাবরেটরীজ (ওয়াকফ) বাংলাদেশ এর অনলাইন বিক্রয় কার‌্যক্রমকে আরো সহজ ও গতিশীল করতে প্রযুক্তি সহযোগী বিজম্যাশন এবং ডেলিভারি পার্টনার পাঠাও কুরিয়ার-এর সঙ্গে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সম্প্রতি অনুষ্ঠিত এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হামদর্দ বাংলাদেশের সিনিয়র পরিচালক (মার্কেটিং অ্যান্ড সেলস এবং পরিকল্পনা ও উন্নয়ন) অধ্যাপক কামরুন নাহার পলিন।

বিজম্যাশনের পক্ষে উপস্থিত ছিলেন চিফ মার্কেটিং অফিসার মোরশেদুল হাসান প্রলয় এবং সিনিয়র কর্মকর্তা বিপাশা ইয়াসমিন। পাঠাও কুরিয়ারের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন কর্পোরেট ও রিটেইল ম্যানেজার সানিউল ইসলাম সানি এবং কর্মকর্তা ইমরান আহমেদ হিমেল।

এ সময় উপস্থিত ছিলেন হামদর্দ পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের সহকারী পরিচালক এইএম বোরহান উদ্দিন, অন্যান্য বিভাগীয় কর্মকর্তা এবং ওয়েব কিংডম এর চিফ এক্সিকিউটিভ অফিসার জাকারিয়া করিম সৈকত।

অধ্যাপক কামরুন নাহার পলিন বলেন, “হামদর্দ বাংলাদেশের রূপকার ড.

হাকীম মো. ইউছুফ হারুন ভূঁইয়ার নেতৃত্বে এই যুগোপযোগী পদক্ষেপটি হামদর্দের সেবাকে আরো মানুষের নাগালে পৌঁছে দেবে। এখন দেশের যেকোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার দিয়ে ঘরে বসেই হামদর্দের পণ্যসামগ্রী গ্রহণ করা যাবে।”

এই সমঝোতার মাধ্যমে হামদর্দ বাংলাদেশের অনলাইন স্বাস্থ্যসেবা ও পণ্য বিতরণ কার্যক্রমে এক নতুন যুগের সূচনা হলো।-বিজ্ঞপ্তি

ঢাকা/সুমন/এসবি

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর হ মদর দ

এছাড়াও পড়ুন:

ডাকসু নির্বাচনে বাম জোটের শীর্ষ ৩ পদে নেই নারী প্রার্থী

ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বামপন্থি সংগঠনগুলো জোট আকারে নির্বাচন করবে।

জোট থেকে ভিপি হিসেবে সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের একাংশের ঢাবি শাখার সভাপতি মোজাম্মেল হক, জিএস হিসেবে ছাত্র ইউনিয়নের একাংশের ঢাবি শাখার সভাপতি মেঘমল্লার বসু এবং এজিএস হিসেবে বিপ্লবী ছাত্র মৈত্রীর কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক জাবির আহমেদ জুবেল নির্বাচন করবেন।

বামপন্থি একাধিক নেতৃবৃন্দের সাথে কথা বলে জানা গেছে, গত দুইদিন ধরে আলাপ আলোচনার মাধ্যমে শীর্ষ তিন পদে প্রার্থী চূড়ান্ত করা হয়েছে। তবে পূর্ণাঙ্গ প্যানেল এখনো চূড়ান্ত হয়নি। এ নিয়ে আজ মঙ্গলবার আবারো আলোচনায় বসবে সংগঠনগুলো এবং আজকের আলোচনায়ই প্যানেল চূড়ান্ত করা হবে।

প্যানেল কবে ঘোষণা করা হবে এ ব্যাপারে জানতে চাইলে সম্ভাব্য ভিপি পদপ্রার্থী মোজাম্মেল হক রাইজিংবিডি ডটকমকে বলেন, “আমরা বৃহস্পতিবারের মধ্যে দেওয়ার চেষ্টা করব। যদি না পারি, তাহলে রোববার নিশ্চিত।”

শীর্ষ তিন পদে কোনো নারী প্রার্থী না থাকাই নেতাকর্মীদের মধ্যে অসন্তোষ রয়েছে বলেও জানা গেছে। তবে এজিএস পদে নারী প্রার্থী দেওয়া হতে পারে বলেও মনে করছেন অনেক নেতাকর্মী। এক্ষেত্রে বিপ্লবী ছাত্র মৈত্রীর ঢাবি শাখার সভাপতি নূজিয়া হাসিন রাশা ও সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টের (একাংশ) সভাপতি মুক্তা বাড়ৈ আলোচনায় রয়েছেন।

বাম সংগঠনগুলোর পক্ষ থেকে ২০১৯ সালের মতো এবারো অধিকাংশ হল সংসদগুলোতে নেতাকর্মী সংকটের কারণে প্যানেল দিতে পারছে না বাম সংগঠনগুলো। জগন্নাথ হলে বাম সংগঠনগুলোর প্যানেল হতে পারে। যেকোনো হলের তুলনায় এই হলটিতে তুলনামূলক ভোট বেশি পাবে বলেই ধারণা তাদের।

শীর্ষ তিন পদে নারী প্রার্থীদের অনুপস্থিতি নিয়ে জানতে চাইলে মোজাম্মেল বলেন, “বিভিন্ন ছাত্র সংগঠন, সামাজিক-সাংস্কৃতিক সংগঠন, ব্যক্তিদের নিয়ে আমরা একটা সম্মিলিত প্যানেল করার জন্য আলাপ-আলোচনা করছি। নারী, ধর্মীয় ও জাতিগত সংখ্যালঘু, প্রতিবন্ধী শিক্ষার্থীদের আমরা যোগ্যতার ভিত্তিতে অগ্রাধিকার দেব।”

তফসিল অনুযায়ী আগামী ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে ডাকসু নির্বাচন। ইতোমধ্যে খসড়া ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে। চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা হয়েছে সোমবার।

এ নির্বাচনের মনোনয়নপত্র বিতরণ শুরু হয়েছে মঙ্গলবার (১২ আগস্ট) থেকে, চলবে ১৮ আগস্ট পর্যন্ত। মনোনয়নপত্র গ্রহণের সবশেষ তারিখ ১৯ আগস্ট। পরদিন ২০ আগস্ট ও ২১ আগস্ট প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে।

মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ২৫ আগস্ট। প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে ২৬ আগস্ট।

ঢাকা/সৌরভ/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ