হেডিংলি টেস্টে সেঞ্চুরি করার পরও বেশ চাপে আছেন যশস্বী জয়সোয়াল। কারণ, সেই টেস্টে ভারতের ফিল্ডাররা যে ৭টি ক্যাচ ছেড়েছেন, এর ৪টিই ছেড়েছেন জয়সোয়াল। তাঁর একাধিক সহজ ক্যাচ ছাড়ার খেসারত ভারতকে দিতে হয়েছে ম্যাচ হেরে।
প্রশ্ন হলো, জয়সোয়ালের দুই হাত কেন ‘মাখন মাখানো’ হয়ে গেল? কেন তাঁর হাত থেকে এত ক্যাচ পড়ছে? ফিল্ডিংয়ে জয়সোয়ালের এমন ব্যর্থতার সম্ভাব্য কারণ তুলে ধরেছেন ভারতের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ। খেলোয়াড়ি জীবনে কাইফকে বিশ্বের অন্যতম সেরা ফিল্ডার বিবেচনা করা হতো।
হেডিংলিতে ইংল্যান্ডের প্রথম ইনিংসে গুরুত্বপূর্ণ সেঞ্চুরি করেছিলেন ওলি পোপ। তবে যসপ্রীত বুমরার একটি বলে তৃতীয় স্লিপে ক্যাচ দিয়েছিলেন পোপ। সেখানে ছিলেন জয়সোয়াল। কিন্তু বল তাঁর হাত থেকে বেরিয়ে কবজিতে লেগে মাটিতে পড়ে। পোপ তখন ৬০ রানে অপরাজিত ছিলেন। পরে আউট হন ১০৬ রান করে।
আমরা (ইংল্যান্ডে) ডিউক বল দিয়ে অনুশীলন করি। কখনো আঘাত পেলে আমরা একটা স্ট্র্যাপ পরে নিই। কিন্তু তাতে আঙুল আটকে যায়, সহজে নড়াচড়া করা যায় না।মোহাম্মদ কাইফএরপর একই ইনিংসে হ্যারি ব্রুকের দেওয়া সহজ ক্যাচ ফেলেন জয়সোয়াল। আবারও বুমরার বল, আবারও স্লিপে। ব্রুক তখন কোনো রানই করতে পারেননি। ‘জীবন’ পাওয়ার পর করেছেন ৯৯ রান।
আরও পড়ুনপন্ত কতটা গিলক্রিস্ট, কতটা পন্ত৫৩ মিনিট আগেইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসে মোহাম্মদ সিরাজের শর্ট বলে বাউন্ডারি মারতে গিয়ে ক্যাচ তুলে দেন বেন ডাকেট। জয়সোয়াল দৌড়ে এসে দুই হাতে বল মুঠোবন্দী করার চেষ্টা করলেও পারেননি। সেই ডাকেট পরে খেলেন ম্যাচ জেতানো ১৪৯ রানের ইনিংস।
সাধারণত তরুণ ফিল্ডাররা চটপটে হন, মাঠে সব সময় তাঁদের সক্রিয় দেখা যায়। কিন্তু জয়সোয়ালের ফিল্ডিংয়ের মান তুলনামূলক বাজে। এর কারণ খুঁজেছেন কাইফ।
প্রথম টেস্টে সেঞ্চুরির পর জয়সোয়াল.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ন জয়স য় ল
এছাড়াও পড়ুন:
সুনামগঞ্জে ফুটবল খেলা নিয়ে সংঘর্ষে নিহত ২
সুনামগঞ্জের দোয়ারাবাজারে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুপক্ষের সংঘর্ষে দুই জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো কয়েকজন।
শুক্রবার (১৫ আগস্ট) বিকেলে উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন- ইউনিয়নের জিরাগাও গ্রামের আব্দুল মনাফের ছেলে আব্দুল মতিন (৩৮) ও লক্ষ্মীপুর গ্রামের আব্দুল মান্নানের ছেলে আকবর আলী (৪৫)।
আরো পড়ুন:
জয়পুরহাটে নলকূপের লাইনম্যানের হাত-পা বাঁধা মরদেহ উদ্ধার
‘ওসি আর্থিক অপরাধে জড়ালে মামলা করতে পারেন’
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকেলে ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে বাকবিতণ্ডা হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। সংঘর্ষে আব্দুল মতিন ও আকবর আহত হন। তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজন ও চিকিৎসাধীন অবস্থায় অপরজন মারা যান।
দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল হক দুই জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।’’
ঢাকা/মনোয়ার/রাজীব