চমক সৃষ্টি করে ডেমোক্রেটিক পার্টি থেকে নিউইয়র্ক সিটির মেয়র পদপ্রার্থী হওয়া জোহরান মামদানি তার শহর নিয়ে সাহসী পরিকল্পনা সামনে এনেছেন। তার মধ্যে উল্লেখযোগ্য কয়েকটি হলো, তিনি সরকারি মুদি দোকান চালু করতে চান, আরো বাড়ি নির্মাণ করতে চান, বাস ভাড়া সম্পূর্ণ ফ্রি করতে চান এবং ভর্তুকি পাওয়া ভাড়াটিয়াদের জন্য ভাড়া স্থির করে রাখতে চান। 

তবে মঙ্গলবার অনুষ্ঠিত ডেমোক্রেটিক প্রাইমারির আগে তার প্রতিপক্ষ ও কিছু সংবাদমাধ্যম বরং তার ইসরায়েল-ফিলিস্তিন সংঘাত নিয়ে মতামতের দিকেই বেশি নজর দিয়েছে। মামদানি ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে তার দৃঢ় সমর্থন বজায় রেখেছেন। তিনি ইসরায়েলি নিপীড়নের নিন্দা করেছেন এবং মানবাধিকার সংস্থাগুলোর মতো করে গাজায় ইসরায়েলি হামলাকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছেন। মামদানি তার অবস্থান থেকে পিছু হটেননি এবং শেষ পর্যন্ত তিনিই জয়লাভ করেন। 

মামদানির প্রতিদ্বন্দ্বিী নিউ ইয়র্কের সাবেক গভর্নর অ্যান্ড্রু কুয়োমো বিত্ত-বৈভব ও প্রাতিষ্ঠানিক প্রভাবের দিক থেকে তার চেয়ে এগিয়ে। কিন্তু নিউ ইয়র্কের ডেমোক্র্যাটদের মন করে নিয়েছেন তরুণ রাজনীতিক মামদানি, যার বয়স মাত্র ৩৩ বছর। মামদানির চমকপ্রদ রাজনৈতিক যাত্রা শুরু হয় ২০২১ সালেই, যেবছর তিনি নিউ ইয়র্ক স্টেট অ্যাসেমব্লির প্রতিনিধি নির্বাচিত হন।

আরো পড়ুন:

যুক্তরাষ্ট্রের ব্যাখ্যার তীব্র নিন্দা জানালো ইরান

নেতানিয়াহুর দুর্নীতির বিচার বাতিল করার আহ্বান ট্রাম্পের

মামদানির সমর্থকেরা বলছেন, মেয়র প্রার্থীর দৌড়ে তার বিজয় যুক্তরাষ্ট্রের রাজনীতিতে একটি নতুন বাঁকবদলের ইঙ্গিত হতে পারে, যা বামপন্থ এবং ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে নির্বাচনি গ্রহণযোগ্যতা প্রমাণ করে।

“এটি একটি যুগান্তকারী ঘটনা,” বলেছেন প্রগতিশীল সংগঠন জাস্টিস ডেমোক্র্যাটস-এর মুখপাত্র উসামাহ আন্দরাবি।

তিনি বলেন, “সত্যিকারের প্রগতিশীলরা, যারা ধনী ব্যবসায়ী এবং করপোরেট সুপার প্যাকগুলোর বিরুদ্ধে শ্রমজীবী শ্রেণিকে ঐক্যবদ্ধ করতে চান এবং একই সঙ্গে গণহত্যার মতো গুরুতর ইস্যুতে আপস না করে দৃঢ় থাকেন, তাদের জন্য এখন আর কোনো সীমা নেই।”

যদিও আনুষ্ঠানিক ফলাফল এখনো চূড়ান্ত হয়নি, মামদানি কুয়োমোর চেয়ে সাত শতাংশেরও বেশি ব্যবধানে এগিয়ে আছেন এবং প্রায় সব ভোটই গণনা শেষ। এর ফলে তার মনোনয়ন প্রায় নিশ্চিত।

নিউ ইয়র্ক শহরের র‍্যাঙ্কড-চয়েস ভোটিং পদ্ধতিতে পরবর্তী রাউন্ডের গণনার পর তার ব্যবধান আরো বাড়বে বলে আশা করা হচ্ছে।

কুয়োমো এরইমধ্যে পরাজয় মেনে নিয়েছেন এবং মামদানি বিজয়ের ঘোষণা দিয়েছেন, যা তাকে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় শহরের পরবর্তী মেয়র হওয়ার পথে এগিয়ে নিয়েছে।

নিউ ইয়র্কে ডেমোক্রেটিক দল অত্যন্ত প্রভাবশালী, তাই দলীয় প্রার্থী হিসেবে জোহরান মামদানি নভেম্বরের সাধারণ নির্বাচনে সহজেই জয়ী হবেন বলে ধারণা করা হচ্ছে; যদিও চলতি বছরের ফেব্রুয়ারিতে তার জনসমর্থন ছিল মাত্র ১ শতাংশ, তখন এই ফলাফল একেবারেই অসম্ভব মনে হয়েছিল।

‘তিনি পিছু হটেননি’
ডিজিটাল মিডিয়ায় দক্ষ, আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী ও সহজপ্রাপ্য ৩৩ বছর বয়সি এই রাজ্য প্রতিনিধি মামদানির বহু ভিডিও ভাইরাল হয়। নিউ ইয়র্কের রাস্তায় সরাসরি প্রচারে নেমে ধীরে ধীরে নিজের সমর্থক-ভিত্তি তৈরি করতে থাকেন।

গত বছরের নভেম্বরের প্রেসিডেন্ট নির্বাচনের পর ডোনাল্ড ট্রাম্পের সমর্থক ও যারা ভোট দেননি, যারা প্রচলিত রাজনীতির প্রতি অখুশি; তাদের সঙ্গে কথা বলেন মামদানি। তাদের সামনে তিনি তার নিজের রাজনৈতিক পরিকল্পনা তুলে ধরেন। তিনি একটি ভিডিও তৈরি করেন, যাতে দেখা যায়, তাদের অনেকে তাকে মেয়র হিসেবে সমর্থন করতে আগ্রহী।

মামদানির সমর্থকরা বলছেন, মামদানি হাজার হাজার স্বেচ্ছাসেবকের একটি বিশাল বাহিনী গড়ে তুলতে সক্ষম হন, যারা বাড়ি বাড়ি গিয়ে তার প্রচারের বার্তা ছড়িয়ে দেয়।

নিউ ইয়র্ক সিটির সিটি ইউনিভার্সিটির (সিইউএনওয়াই) সমাজবিজ্ঞানের অধ্যাপক হেবা গাওয়ায়েদ বলেন, মামদানির ইসরায়েলবিরোধী অবস্থান অনেক তরুণকে তার দিকে আকৃষ্ট করে এবং তারা সক্রিয়ভাবে তার প্রচারে যুক্ত হয়।

“ফিলিস্তিন প্রসঙ্গে নিজের অবস্থান থেকে পিছু না হটা, তার জন্য বিশাল এক ঘটনা হয়ে ওঠে,” গাওয়ায়েদ আলজাজিরাকে বলেন। 

“আমরা বারবার শুনে এসেছি, এমন অবস্থান রাজনৈতিকভাবে আত্মঘাতী অথচ এই আন্দোলন কেবল সেই অবস্থানই নেয়নি, বরং বলা যায় এই অবস্থানই ছিল এর (মামদানির জনপ্রিয়তার) ভিত্তি।”

হেবা গাওয়ায়েদ আরো বলেন, যদি মামদানি তার সমালোচকদের খুশি করতে অবস্থান পরিবর্তন করতেন, তাহলে তার প্রতি মানুষের আগ্রহ ও সমর্থন হারিয়ে যেত। বরং ফিলিস্তিনি অধিকারের পক্ষে তার অবস্থানই তার প্রচারকে আরো শক্তিশালী করেছে।

ডেমোক্রেটিক মনোনয়নপ্রাপ্ত হওয়ার পথে থাকা মামদানিকে একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি হতে হয়েছে। প্রাথমিক পর্যায়ে তার প্রচারাভিযানে অর্থের ঘাটতি ছিল, এমনকি মানুষজন তার নামও খুব একটা জানত না। তার প্রতিপক্ষ ছিলেন অ্যান্ড্রু কুয়োমো; নিউইয়র্কের এক রাজনৈতিক রাজবংশের সদস্য ও সাবেক গভর্নর।

কুয়োমোর পিতা নিজেও নিউ ইয়র্কের গভর্নর ছিলেন। নির্বাচনকে সামনে রেখে কুয়োমো জাতীয় ডেমোক্রেটিক পার্টির গুরুত্বপূর্ণ ব্যক্তিদের, যেমন সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন ও আইনপ্রণেতা জিম ক্লাইবার্নের সমর্থন অর্জন করেন।

অন্যদিকে মামদানির পক্ষে সমর্থন আসে ডেমোক্রেটিক সোশ্যালিস্টস অব আমেরিকার (ডিএসএ) স্থানীয় শাখা থেকে।

এই কারণেই মামদানির বিজয় তার সমর্থকদের কাছে অভাবনীয় মনে হয়েছে। এটি যেন এক ‘দাবিদ বনাম গোলিয়াথ’-এর যুদ্ধ ছিল, যাকে বলে পুরনো ধারা বনাম নতুন প্রজন্মের সংঘাত।

“পুরোনো ধারা প্রতীকীভাবে হার মানল একজন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট, তরুণ, ফিলিস্তিনপন্থি, বাদামী মুসলিম ছেলের কাছে; যার ফেব্রুয়ারিতে পরিচিতি ছিল মাত্র ১ শতাংশ,” বলেন গাওয়ায়েদ। 
তিনি বলেন, “এটা একেবারে বিস্ময়কর এবং ব্যতিক্রমধর্মী একটি ঘটনা।”

উগান্ডায় ভারতীয় বংশোদ্ভূত বাবা-মায়ের ঘরে জন্ম নেওয়া জোহরান মামদানি ২০২১ সাল থেকে নিউ ইয়র্ক স্টেট অ্যাসেম্বলির প্রতিনিধি হিসেবে দায়িত্ব পালন করছেন।

অনেকেই কুয়োমো বনাম মামদানির মুখোমুখি লড়াইকে ডেমোক্রেটিক পার্টির মধ্যে দীর্ঘদিন ধরে চলা প্রগতিশীল ও মধ্যপন্থিদের শক্তি পরীক্ষার প্রতিফলন হিসেবে দেখছেন। এই সংঘাতের কেন্দ্রে রয়েছে ফিলিস্তিনিদের অধিকার ও ইসরায়েলের প্রতি যুক্তরাষ্ট্রের প্রশ্নহীন সমর্থন নিয়ে বিতর্ক।

ইসরায়েল ইস্যুতে কুয়োমোর মনোযোগ
একজন রাজ্য-আইনপ্রণেতা হিসেবে মামদানি গাজার ওপর ইসরায়েলের সামরিক অভিযানের বিরুদ্ধে স্পষ্ট ও সরব অবস্থান নিয়েছেন, যে অভিযানে অন্তত ৫৬ হাজার ৭৭ ফিলিস্তিনি নিহত হয়েছে। এমনকি তিনি ২০২৩ সালের নভেম্বর মাসে হোয়াইট হাউসের সামনে যুদ্ধ বন্ধের দাবিতে অনশনেও অংশ নেন।

তবে মেয়র পদে প্রচার শুরু করার সময় মামদানি স্থানীয় ইস্যুগুলোকেই অগ্রাধিকার দেন।

২০২১ সালে যৌন হয়রানির অভিযোগে গভর্নরের পদ থেকে পদত্যাগ করা ‍কুয়োমো তার প্রচারণায় মামদানির ইসরায়েল-ফিলিস্তিন সম্পর্কিত অবস্থানকে কেন্দ্রীয় ইস্যুতে পরিণত করার চেষ্টা করেন।

এই মাসের শুরুতে কুয়োমো বলেন, ইসরায়েলের বিরুদ্ধে নিপীড়নের অভিযোগ উত্থাপন করা আমেরিকান ইহুদিদের বিরুদ্ধে হামলাকে উস্কে দেয়। তার এই বক্তব্যের লক্ষ্য ছিল মামদানি।

সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে কুয়োমো লিখেছিলেন, “ঘৃণা ঘৃণাকে উসকে দেয়। ‘গণহত্যা’, ‘যুদ্ধাপরাধী’, ‘হত্যাকারী’-এই ধরনের ইসরায়েলবিরোধী বক্তব্য বন্ধ করতে হবে। এটি রাজনীতির শরীরজুড়ে ক্যান্সারের মতো ছড়িয়ে পড়ছে।” 

কুয়োমো বর্তমানে সেই আইনজীবী দলের সদস্য, যারা গাজায় যুদ্ধাপরাধসহ ক্ষুধাকে অস্ত্র হিসেবে ব্যবহারের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) গ্রেপ্তারি পরোয়ানা পাওয়া ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর পক্ষে সাফাই গাইছেন।

যখন মামদানি ও তার কয়েকজন সহ-প্রার্থীর মধ্যে সিটি কম্পট্রোলার ব্র্যাড ল্যান্ডার কুয়োমোর বিরুদ্ধে একসঙ্গে প্রচারে নামেন, তখন কুয়োমো আবার ইসরায়েল প্রসঙ্গ তোলেন।

তিনি বলেন, “কীভাবে.

.. একজন ব্র্যাড ল্যান্ডার জোহরান মামদানিকে সমর্থন করেন? তার ইসরায়েল নিয়ে অবস্থানকে সমর্থন করেন? তার বক্তব্যগুলোকে সমর্থন করেন?”

ব্র্যাড ল্যান্ডার, যিনি নিজে একজন ইহুদি, মামদানিকে সমর্থন করেন এবং দুজনই একে অপরকে প্রার্থিতায় সমর্থন দেন। এমনকি তাদের সমর্থকদের উৎসাহ দেন ব্যালটে একে অপরকে উচ্চ র‌্যাংকে রাখতে।

কুয়োমোপন্থি একটি নির্বাচনি সুপার প্যাক, যেটির নাম ফিক্স দ্য সিটি, মামদানির ইসরায়েল-ফিলিস্তিন বিষয়ে অবস্থানকে আক্রমণের কেন্দ্রে তুলে আনে।

এই সুপার প্যাকটি (সামাজিক সংগঠন) প্রো-ইসরায়েলপন্থি ধনকুবের ও ট্রাম্প-সমর্থক বিল অ্যাকম্যানের কাছ থেকে ৫ লাখ ডলার পায়। সাবেক নিউ ইয়র্ক মেয়র মাইকেল ব্লুমবার্গ, যিনি ইসরায়েলের দৃঢ় সমর্থক, এই গ্রুপে দিয়েছেন ৮ মিলিয়ন ডলার।

যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যমগুলোও মামদানির ইসরায়েলবিষয়ক দৃষ্টিভঙ্গিকে ঘিরে বারবার প্রশ্ন তোলে। তাকে বারবার জিজ্ঞাসা করা হয় পররাষ্ট্রনীতি নিয়ে, যেমন: তিনি কি ইহুদি রাষ্ট্র হিসেবে ইসরায়েলের অস্তিত্বকে স্বীকৃতি দেন? অথবা তিনি মেয়র হিসেবে ইসরায়েল সফরে যাবেন কি না।

‘একটি বাঁক বদলের মুহূর্ত’
অ্যাডভোকেসি গ্রুপ জিউস ভয়েস ফর পিস (জেভিপি) অ্যাকশন-এর রাজনৈতিক পরিচালক বেথ মিলার বলেন, মধ্যপ্রাচ্য সংঘাত নিয়ে মামদানির দৃষ্টিভঙ্গিকে ইস্যু বানিয়ে কুয়োমো ভুল করেছেন।

গাজায় নৃশংসতার পর ডেমোক্র্যাটিক সমর্থকেরা ক্রমেই ইসরায়েলের প্রতি শর্তহীন সমর্থন থেকে সরে আসছেন। এপ্রিল মাসে গবেষণা প্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টার-এর এক জরিপে দেখা গেছে, ডেমোক্র্যাট সমর্থকদের ৬৯ শতাংশই ইসরায়েল সম্পর্কে নেতিবাচক দৃষ্টিভঙ্গি পোষণ করেন।

মিলার আলজাজিরাকে বলেন, “কুয়োমো এখনো রাজনীতি নিয়ে এক পুরনো যুগের ডাইনোসরের মতো চিন্তা করেন।”

জেভিপি অ্যাকশন শুরু থেকেই মামদানির প্রচারকে সমর্থন জানায়। 

মিলার বলেন, মামদানি নিউ ইয়র্ককে আরো সাশ্রয়ী করে তোলার লক্ষ্য নিয়ে প্রচার চালালেও তার প্রগতিশীল রাজনীতির মূলভিত্তি হলো, সব মানুষের মানবিক মর্যাদা রক্ষা করা, যার মধ্যে ফিলিস্তিনিরাও অন্তর্ভুক্ত।

“কুয়োমো ধরে নিয়েছিলেন, ফিলিস্তিনিদের অধিকারের পক্ষে মামদানির অবস্থান তার জন্য একটি দুর্বলতা হবে। কিন্তু গত রাত দেখিয়ে দিল, এটা সত্য নয়,” বলেন মিলার।

“বরং আমি যা দেখেছি, তা হলো, ফিলিস্তিনি অধিকারের প্রতি মামদানির সমর্থনই ছিল তার প্রচারের একটি শক্তি। এটা তরুণ ভোটারদের সক্রিয় করেছে। এটা বহু প্রগতিশীল ইহুদি, মুসলিম এবং আরো অনেককে উদ্দীপ্ত করেছে।”

গত কয়েক বছরে আমেরিকান ইসরায়েল পাবলিক অ্যাফেয়ার্স কমিটিসহ (এআইপিএসি) বিভিন্ন প্রো-ইসরায়েল গ্রুপ ডেমোক্রেটিক প্রাইমারিতে প্রগতিশীল প্রার্থীদের হারানোর লক্ষ্যে রেকর্ড পরিমাণ অর্থ ঢেলেছে। গত নির্বাচনি পর্বে তারা ইসরায়েল সমালোচক ডেমোক্র্যাট কংগ্রেস সদস্য জামাল বোম্যান ও কোরি বুশকে পরাজিত করতে সাহায্য করেছে।

প্রগতিশীল আন্দোলনের নেতারা বলছেন, মামদানির বিজয় এবার তাদের পক্ষে রাজনৈতিক গতিপথ পাল্টে দিতে পারে।

জাস্টিস ডেমোক্র্যাটস গ্রুপের উসামাহ আন্দরাবি বলেন, “আমরা অবশেষে একটি বাঁক বদলের সময় দেখতে পাচ্ছি। এআইপিএসি প্রায়ই বলে থাকে, ইসরায়েলকে সমর্থন করা ভালো নীতি এবং ভালো রাজনীতি। কিন্তু এখন যেটা খুব পরিষ্কারভাবে প্রমাণিত হচ্ছে, তা হলো, বর্ণবৈষম্যমূলক ইসরায়েলকে সমর্থন করা যেমন নীতির দিক থেকে খারাপ, তেমনি সেই রাজনীতিও খারাপ।”

ঢাকা/রাসেল

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর য ক তর ষ ট র ইসর য় ল য ক তর ষ ট র র র ন ম মদ ন র অবস থ ন প রগত শ ল র জন ত র র জন ত ক ন র সমর র জন য ত র জন

এছাড়াও পড়ুন:

সংবেদনশীল না হলে কেউ ভালো শিল্পী হতে পারে না: জুয়েল আইচ

ক্যারিয়ারের শুরুর দিকে প্রায়ই তরুণদের দেখা যায় সঠিক দিকনির্দেশনার অভাবে ভুগতে। ফলে অনেক সময় যথেষ্ট মেধা, আগ্রহ ও দক্ষতা থাকা সত্ত্বেও তাঁরা ক্যারিয়ারে ভালো করতে পারেন না। তরুণদের সঠিক দিকনির্দেশনা ও অনুপ্রেরণা জোগাতে প্রথম আলো ডটকম ও প্রাইম ব্যাংকের যৌথ উদ্যোগে আয়োজিত পডকাস্ট শো ‘লিগ্যাসি উইথ এমআরএইচ’। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের অধ্যাপক মোহাম্মদ রিদওয়ানুল হকের সঞ্চালনায় একাদশতম পর্বে অতিথি হিসেবে অংশ নেন বিশ্বখ্যাত জাদুশিল্পী জুয়েল আইচ। আলোচনার বিষয় ছিল ‘শিল্প, মুক্তিযুদ্ধ এবং মানবতার সংমিশ্রণে গঠিত এক অনন্য লিগ্যাসি’।

‘মানুষ তার আশার সমান সুন্দর, বিশ্বাসের সমান বড় এবং কাজের সমান সফল। কাজই মুক্তি। তবে আশাও বড় রাখতে হবে। আশা না থাকলে কাজ হবে না।’ ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে তরুণদের উদ্দেশে কথাগুলো বলেন জুয়েল আইচ। পডকাস্ট শোর এ পর্ব প্রচারিত হয় গতকাল শনিবার প্রথম আলোর ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে।

পডকাস্টের শুরুতেই সঞ্চালক জানতে চান, মুক্তিযুদ্ধের শরণার্থীশিবিরে প্রথম যেদিন জাদু দেখালেন, সেই অনুভূতি কেমন ছিল?

উত্তরে জুয়েল আইচ বলেন, ‘মুক্তিযুদ্ধ যখন শুরু হলো, বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা সব বাদ দিয়ে যুদ্ধে যোগ দিই। আমরাই খুব সম্ভবত প্রথম পাকিস্তানি বাহিনীকে প্রতিহত করি। আমি শৈশব থেকেই জাদু দেখাই। তবে মুক্তিযুদ্ধের শরণার্থীশিবিরে জাদু দেখানোর সেই অনুভূতিটি ছিল একেবারেই ম্যাজিক্যাল।’

প্রসঙ্গক্রমে সঞ্চালক জানতে চান, শিল্পকে সাহস করে অস্ত্রতে পরিণত করার এই আত্মবিশ্বাস কোথা থেকে এল?

জুয়েল আইচ বলেন, ‘এটা আত্মবিশ্বাস নয়। আমি অসম্মান সহ্য করতে পারি না। আমার জ্ঞান হওয়ার পর থেকেই দেখছিলাম, তারা (পাকিস্তান) আমাদের বিভিন্নভাবে অসম্মান করে আসছে। কখনো গানে, কখনো ছবি এঁকে কিংবা কবিতার ভাষায় আমরা সব সময় এর প্রতিবাদ করে এসেছি। এভাবে করেই শেষ পর্যন্ত আমরা মুক্তিযুদ্ধে নেমে গেলাম।’

জুয়েল আইচকে কেউ বলেন ম্যাজিশিয়ান, আবার কেউ বলেন মিউজিশিয়ান। তবে জুয়েল আইচ একজন দার্শনিকও বটে। জাদুর মোহনীয়তা আর বাস্তবতার যে রূঢ় চিত্র—এই দুটো আপনার জীবনে কেমন প্রভাব ফেলেছে?

সঞ্চালকের এমন প্রশ্নের উত্তরে জুয়েল আইচ বলেন, ‘বাস্তবতাকে আমরা বলে থাকি “কঠিন” আর স্বপ্ন তো আমরা আকাশসমান ভাবতে পারি। একদম রংধনুর মতো সাত রং। এই দুটোকে যদি কেউ আয়ত্ত না করতে পারে, তবে তার জীবন কিন্তু সেখানেই শেষ। সে বেঁচে থাকবে কিন্তু মরার মতো।’ তিনি বলেন, ‘সে জন্য আত্মনিয়ন্ত্রণ ক্ষমতা দরকার। যেমন আপনি কোনোভাবেই আমাকে দুঃখী বানাতে পারবেন না। আমি দুঃখ পাই না, তবে বারবার আমাকে খ্যাপাতে থাকলে আমি রুখে দাঁড়াই।’

জুয়েল আইচ কখনোই পরিপূর্ণ প্রস্তুতি ছাড়া স্টেজে ওঠেন না। সঞ্চালক জানতে চান, এর পেছনে কারণ কী?

জুয়েল আইচ বলেন, প্রস্তুতি ছাড়া কোনো কাজ সুন্দরমতো হয় না। প্রস্তুতি ছাড়া যদি কেউ কিছু করে, তবে সেগুলো অনেক নিম্নমানের হবে। তিনি বলেন, ‘আমি একটি বাঁশি দিয়ে সব রাগ বাজাতে পারি। এটা কি এক দিনেই সম্ভব!’

আপনার পারফরম্যান্সের সময় আপনি মাঝেমধ্যে নিঃশব্দ হয়ে যান। যেখানে কোনো উদ্যম নেই। এই ‘সাইলেন্স’-এর কারণটা কী?

সঞ্চালক জানতে চাইলে জুয়েল আইচ বলেন, শব্দের চেয়ে নিঃশব্দের ভাষা বেশি গভীর। একটি পেইন্টিং, যেখানে কোনো শব্দ থাকে না কিন্তু কত কিছু বলে দেয়! দেখবেন কেউ অনেক খেপে গেলে নীরব হয়ে যায়। আসলে শব্দে যা বলা যায়, নিঃশব্দে তার চেয়ে বেশি প্রকাশ করা সম্ভব।

বর্তমানের এই ডিজিটাল যুগে সবকিছুই হাতের নাগালে, এমনকি জাদুও। জাদু ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে আসার পর এর আবেদন কিছুটা কমে যাচ্ছে কি না? জানতে চাইলে জুয়েল আইচ বলেন, খালি চোখে দেখলে তা আসলেই কমে যাচ্ছে। কারণ, এখন ডিজিটাল প্ল্যাটফর্মগুলোতে যে জাদুগুলো দেখানো হচ্ছে, তা দেখে মানুষ বিস্মিত। তিনি বলেন, ‘তারা ভাবছে, আমরা আগে যেসব জাদু দেখেছি, এগুলো তো তার থেকেও বিস্ময়কর। কিন্তু তারা হয়তো বুঝতে পারছে না, এখন সবকিছুর সঙ্গে মিশে গেছে কৃত্রিম বুদ্ধিমত্তা।’

সঞ্চালক এরপর প্রশ্ন করেন, আপনি একসময় ‘পালস স্টপিং’ ধরনের ইলিউশন বন্ধ করেছিলেন। এর পেছনে উদ্দেশ্য কী ছিল?

জুয়েল আইচ বলেন, ‘এই পালস স্টপিংয়ের মাধ্যমে আমি পুরো দেশজুড়ে এক বিস্ময় সৃষ্টি করেছিলাম। দলে দলে মানুষ এটি দেখতে আসত। কিন্তু এসব দেখে মানুষ অনেক বেশি আতঙ্কিত হতো, অনেক মানুষ অজ্ঞান হয়ে পড়ত। একবার একজন অনেক বড় পালোয়ান এটি দেখতে এসে অজ্ঞান হয়ে পড়লেন। সেদিন শো শেষ করেই আমি আমার টিমকে বলি, এই ম্যাজিক আর হবে না। কারণ, এই ম্যাজিক এত এত মানুষকে ডেকে আনছে বটে কিন্তু এটি মাত্রা অতিক্রম করে ফেলছে। যা মোটেও ঠিক নয়।’

প্রসঙ্গক্রমে সঞ্চালক জানতে চান, তাহলে কি একজন শিল্পীকে সংবেদনশীলও হতে হয়?

‘অবশ্যই।’ জুয়েল আইচ বলেন, একজন শিল্পীকে অবশ্যই সংবেদনশীল হতে হবে। সংবেদনশীল না হলে তিনি ভালো শিল্পী হতে পারবেন না।

আপনি যেমন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতাদের সামনে পারফর্ম করেছেন, তেমনি এমন শিশুদের জন্যও জাদু দেখিয়েছেন, যারা কখনো টিকিট কিনে শো দেখতে পারে না। আপনার চোখে আসল মর্যাদা কোথায়—বৃহৎ মঞ্চে, নাকি একটিমাত্র বিস্মিত মুখে?

সঞ্চালকের এমন প্রশ্নের জবাবে জুয়েল আইচ বলেন, ‘আসলে মঞ্চ ব্যাপার নয়। আমি আমার জাদুতে বিস্মিত এবং মুগ্ধ হয়ে থাকা দেখতে ভালোবাসি। শুধু বিস্ময় নয়, বিস্ময়ের সঙ্গে মুগ্ধতা আমার ভালো লাগে।’

আরও পড়ুননীতি আর মূল্যবোধ শক্ত থাকলে কেউ থামাতে পারবে না: রুবাবা দৌলা১২ অক্টোবর ২০২৫

পডকাস্টের শেষ পর্যায়ে সঞ্চালক জানতে চান, আমরা আরেকজন জুয়েল আইচ কবে পাব?

মুচকি হেসে জুয়েল আইচ বলেন, ‘যখন সেই উদ্যম নিয়ে কেউ কাজ করবে, ঠিক তখন। সে হয়তো আমাকেও ছাড়িয়ে যাবে। শুধু ম্যাজিকে নয়, সব দিক দিয়েই।’

আরও পড়ুনবাবা প্রথমে আমাকে অফিস সহকারীর কাজ দিয়েছিলেন: হাতিলের চেয়ারম্যান সেলিম এইচ রহমান০৫ অক্টোবর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ

  • এপস্টেইনের নথি প্রকাশের পক্ষে হঠাৎ কেন অবস্থান নিলেন ট্রাম্প
  • এশিয়ার প্রভাবশালী নারী ব্যবসায়ী কারা, কীসের ব্যবসা তাঁদের
  • করদাতা মারা গেলেও যে কারণে কর দিতে হয়, কীভাবে দেওয়া হয়
  • ৩ কোটি টাকা, ব্যক্তিগত উড়োজাহাজসহ আরও যা যা পান একজন মিস ইউনিভার্স
  • গায়িকা থেকে বিধায়ক, মৈথিলীর সামাজিক যোগাযোগমাধ্যমে অনুসারী চমকে ওঠার মতো
  • সরকারি গাড়ি ব্যবহার করে নিয়োগ পরীক্ষায় অংশ নিলেন উপদেষ্টার এপিএস
  • বিএনপি নেতা খুন: অভিযুক্ত ছাত্রদল কর্মী ফেসবুকে লিখলেন ‘আউট’
  • সাজা হলে শেখ হাসিনার বিরুদ্ধে ইন্টারপোলে ‘কনভিকশন ওয়ারেন্টের’ আবেদন করা হবে
  • সূর্যের সামনে স্কাইডাইভার, তৈরি হয়েছে এক অলীক আলোকচিত্র
  • সংবেদনশীল না হলে কেউ ভালো শিল্পী হতে পারে না: জুয়েল আইচ