উজিরপুরে অন্তত ২৫ যাত্রী নিয়ে ট্রাক উল্টে পড়ল পুকুরে, নিহত ২
Published: 26th, June 2025 GMT
বরিশালের উজিরপুর উপজেলার বামরাইল এলাকায় একটি যাত্রীবাহী ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে উল্টে পড়ে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় শিশুসহ অন্তত পাঁচজন গুরুতর আহত হয়েছেন।
আজ বৃহস্পতিবার বেলা সাড়ে তিনটার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান। দুর্ঘটনার ফলে ঢাকা-বরিশাল মহাসড়কের দুই পাশে প্রায় ২০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। ঘণ্টাখানেক পর এই মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
এ দুর্ঘটনায় নিহত দুই নারী হলেন মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া গ্রামের সবুজ মিয়ার স্ত্রী তুফানী বেগম (৩৫) এবং শরীয়তপুর সদর উপজেলার পালং ইউনিয়নের চরদংশা গ্রামের তৌহিদুল ইসলামের স্ত্রী রাজিয়া বেগম (৩০)। এ ঘটনায় আহত ব্যক্তিরা হলেন আনিরুল (২), আনিশা (৫), নাসিমা (৮), শারমিন (৩০) ও রাহিমা বেগম (৪৫)। তাঁরা সবাই মুন্সিগঞ্জের লৌহজং উপজেলার খরিয়া এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মুন্সিগঞ্জ থেকে বেদে সম্প্রদায়ের অন্তত ২৫ জন নারী-পুরুষ ও শিশুদের নিয়ে একটি ট্রাক পিরোজপুরের ভান্ডারিয়ার উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে উজিরপুরের বামরাইল এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি গাড়িকে সাইড দিতে গিয়ে চালক নিয়ন্ত্রণ হারান। এতে ট্রাকটি সড়কের পাশে খাদে পড়ে গিয়ে উল্টে পুকুরে পড়ে যায়। এতে ট্রাকে থাকা সব যাত্রীই কমবেশি আহত হয়েছেন। তবে গুরুতর আহত সাতজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে দুজনকে মৃত ঘোষণা করা হয়। দুর্ঘটনায় ট্রাকের প্রায় সব যাত্রী কমবেশি আহত হন।
এদিকে দুর্ঘটনার পরপরই মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। উজিরপুর থানার পুলিশ, গৌরনদী ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা উদ্ধারকাজে অংশ নেন। বিকেল পর্যন্ত ঢাকা-বরিশাল মহাসড়কের উভয় পাশে অন্তত ২০ কিলোমিটার দীর্ঘ যানজট সৃষ্টি হয়। ফলে সাধারণ যাত্রীদের চরম দুর্ভোগ পোহাতে হয়।
সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ওসি আমিনুর রহমান প্রথম আলোকে বলেন, দুর্ঘটনাকবলিত ট্রাকটি উদ্ধার করা হয়েছে। যান চলাচল স্বাভাবিক হয়েছে।
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: উপজ ল র দ র ঘটন ঘটন য়
এছাড়াও পড়ুন:
বিচ্ছেদ, বয়স, উচ্চতাসহ ৭টি প্রশ্নের মুখোমুখি বেশি হতে হয়
ছবি: কোলাজ