Risingbd:
2025-10-03@02:46:51 GMT

নাটাই শ্রীলঙ্কার হাতে

Published: 26th, June 2025 GMT

নাটাই শ্রীলঙ্কার হাতে

কলম্বোতে আরেকটি অস্বস্তির দিন কাটাল বাংলাদেশ। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ব্যর্থ বাংলাদেশ এইবার বোলিংয়ে বাজে দিন কাটল। নিষ্প্রাণ, নির্বিষ বোলিংয়ের ফায়দা তুলে লিড নিলো স্বাগতিক শ্রীলঙ্কা। 

বাংলাদেশের করা ২৪৭ রানের জবাবে শ্রীলঙ্কা ২ উইকেটে ২৯০ রান তুলে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের খেলা শেষ করেছে। ৪৩ রানের লিড নিয়ে মুখে চওড়া হাসিতে দিন শেষ করেছে লঙ্কানরা। হাতে ৮ উইকেট রেখে এই টেস্টের নাটাই শ্রীলংকা নিজেদের হাতে রেখেছে। 

পাথুম নিশাঙ্কা টানা দ্বিতীয় সেঞ্চুরি তুলে নিয়েছেন। ১৪৬ রানে অপরাজিত থেকে দিন শেষ করেছেন। সেঞ্চুরির পথেই ছিলেন দিনেশ চান্দিমাল। বাংলদেশকে ভোগানো এই ব্যাটসম্যান দিন শেষে এক আকাশ আক্ষেপ করেছেন। ৭ রানের জন্যে সেঞ্চুরি মিস করেছেন চান্দিমাল। ৯৩ রানে আউট হন দিনের একেবারে শেষ প্রান্তে। প্রবথ জয়সুরিয়া ৫ রানে অপরাজিত আছেন। 

আরো পড়ুন:

ইতিহাস গড়েও হারের গ্লানিতে ভারত, জয়ের রেকর্ড গড়ল ইংল্যান্ড

টেস্ট হয়ে যাচ্ছে চার দিনের!

বাংলাদেশ দিনের শুরুতে ২৭ রান তুলে শেষ ২ উইকেট হারিয়ে। অলআউট হয় ২৪৭ রানে। এরপর বোলিংয়ে নেমে বাংলাদেশের দুর্দশা শুরু হয়। লাহিরু উদারা ও পাথুম নিশাঙ্কা ৮৮ রানের জুটি গড়েন। তাইজুল এই জুটি ভাঙেন উদারাকে আউট করে। ৪০ রানে আউট হন গলে অভিষিক্ত এই ওপেনার। এরপর শুরু হয় নিশাঙ্কা ও  চান্দিমালের লড়াই। বোলারদের ভুগিয়ে ৩১১ বলে ১৯৪ রানের জুটি গড়েন। এই সময়ে নিশাঙ্কা তুলে নেন সেঞ্চুরি। চান্দিমাল সেই পথেই ছিলেন। কিন্তু দিনের খেলা শেষ হওয়ার আগে  নাইমের বলে লিটনের হাতে ক্যাচ দেন। রিভার্স সুইপ করতে গিয়ে সেঞ্চুরি মিস করেছেন অভিজ্ঞ এই ব্যাটসম্যান।

শ্রীলঙ্কা ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে। তারা কত রানের লিড নেয় সেটাই দেখার। গলে ডাবল সেঞ্চুরি মিস করেছিলেন নিশাঙ্কা। কলম্বোতে সেই সুযোগ আছে। পারবেন তো? 

ঢাকা/ইয়াসিন/আমিনুল

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর ট স ট চ য ম প য়নশ প কর ছ ন

এছাড়াও পড়ুন:

হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ

ময়মনসিংহের সীমান্তবর্তী হালুয়াঘাট উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ উঠেছে এক অটোরিকশাচালকের বিরুদ্ধে। খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালায়। তবে অভিযুক্ত ব্যক্তিকে আটক করতে পারেনি।

পুলিশ, স্থানীয় বাসিন্দা কিশোরীর পরিবার সূত্রে জানা যায়, ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মেয়েটি উপজেলার একটি উচ্চবিদ্যালয়ে নবম শ্রেণিতে পড়ে। সোমবার দুপুরে সে তার বন্ধুর সঙ্গে একটি পার্কে বেড়াতে যায়। বিকেলের দিকে সেখান থেকে বাড়ি পৌঁছে দিতে কিশোরীকে একটি অটোরিকশায় তুলে দেয় বন্ধু। এ সময় অটোরিকশাচালক হালুয়াঘাট উপজেলা শহরে পূজামণ্ডপ দেখানোর কথা বলে মেয়েটিকে নিয়ে ঘুরতে থাকেন। একপর্যায়ে মেয়েটিকে একটি নির্জন স্থানে নিয়ে ধর্ষণ করেন। এরপর রাত ১১টার দিকে গামারীতলা এলাকায় মেয়েটিকে নামিয়ে দিয়ে অটোরিকশাচালক চলে যায়। এরপর মেয়েটিকে স্থানীয় লোকজন উদ্ধার করে বাড়িতে নিয়ে যান।

খবর পেয়ে পুলিশ সোমবার রাতেই অভিযুক্ত আবুল বাশারের (২৫) বাড়িতে যায়। তবে তাঁকে পাওয়া যায়নি। ওই সময় পুলিশ তাঁর অটোরিকশাটি জব্দ করে থানায় নিয়ে যায়।

এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় থানায় অভিযোগ দিতে যায় মেয়েটির পরিবার। এ বিষয়ে রাতে হালুয়াঘাট থানার ওসি হাফিজুল ইসলাম বলেন, ‘নিজেদের কমিউনিটির লোকজনের সঙ্গে আলোচনা করে মেয়েটির মা বাদী হয়ে অভিযোগ দিচ্ছেন। অভিযোগ হাতে পেলেই আমরা রাতেই মামলা হিসেবে গ্রহণ করব। অভিযুক্তকেও আমরা ধরে ফেলব।’

সম্পর্কিত নিবন্ধ

  • চাকরির টাকায় চলছিল না সংসার, মাটি ছাড়া চারা উৎপাদন করে স্বাবলম্বী তাওহিদ
  • সিরাজের বোলিং তোপে দিশেহারা ক্যারিবীয়রা, ভারতের দারুণ শুরু
  • গ্লোবাল সুমুদ ফ্লোটিলার জাহাজে জলকামান ছুড়েছে ইসরায়েলি বাহিনী
  • ম্যাচ পরিত্যক্তর আগে হাবিবুর-সাব্বির ঝড়
  • শেষ ওভারের রোমাঞ্চে ৩ রানের জয় খুলনার
  • মহেশখালীতে পর্যটক টানছে ‘আগুন পান’, কী আছে এতে
  • ভারতের বিষ্ণোই গ্যাংকে কেন কানাডায় ‘সন্ত্রাসী সংগঠন’ ঘোষণা করা হলো
  • ফের মা হতে যাচ্ছেন সোনম কাপুর
  • মেসি-সুয়ারেজদের হারিয়ে প্লে’অফে শিকাগো ফায়ার
  • হালুয়াঘাটে স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগ