মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাজধানী বাঙ্গুইয়ের একটি উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে। 

মধ্য আফ্রিকার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাঙ্গুইয়ের বার্থেলেমি বোগান্ডা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে ছয়টি স্কুলের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিল।

মৃতের সংখ্যা ৩১ জন বলে দাবি করা আরেকটি মেডিকেল সূত্র জানিয়েছে, বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীরা ভেবেছিল ভবনটি ধসে পড়বে।

এক শিক্ষার্থী বলেছেন, “আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু শিক্ষার্থী প্রথম তলা থেকে লাফিয়ে পড়ে।”

শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলের মূল ভবনে অবস্থিত একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছিল। এই ঘটনার ফলে ‘বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, দুর্ভাগ্যবশত কিছু প্রাণহানিও ঘটেছে।’

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

রায়ের পর পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত: রিজওয়ানা হাসান

মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার রায় ঘিরে দেশে অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় অন্তর্বর্তী সরকার প্রস্তুত বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানিসম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। আজ সোমবার সকালে ধানমন্ডির আলিয়ঁস ফ্রঁসেজে ‘দ্য সোল অব জুট’ নামে এক প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানের পর সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন উপদেষ্টা।

সম্পর্কিত নিবন্ধ