মধ্য আফ্রিকা প্রজাতন্ত্রে পদদলিত হয়ে কমপক্ষে ২৯ জন শিক্ষার্থী নিহত হয়েছে। বুধবার রাজধানী বাঙ্গুইয়ের একটি উচ্চ বিদ্যালয়ে বৈদ্যুতিক বিস্ফোরণে আতঙ্ক ছড়িয়ে পড়লে এ ঘটনা ঘটে বলে বৃহস্পতিবার রয়টার্স জানিয়েছে। 

মধ্য আফ্রিকার শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, বাঙ্গুইয়ের বার্থেলেমি বোগান্ডা উচ্চ বিদ্যালয়ে অবস্থিত পরীক্ষা কেন্দ্রে ছয়টি স্কুলের পাঁচ হাজারেরও বেশি শিক্ষার্থী তাদের চূড়ান্ত পরীক্ষা দিচ্ছিল।

মৃতের সংখ্যা ৩১ জন বলে দাবি করা আরেকটি মেডিকেল সূত্র জানিয়েছে, বিস্ফোরণের শব্দে শিক্ষার্থীরা ভেবেছিল ভবনটি ধসে পড়বে।

এক শিক্ষার্থী বলেছেন, “আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং কিছু শিক্ষার্থী প্রথম তলা থেকে লাফিয়ে পড়ে।”

শিক্ষা মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে, স্কুলের মূল ভবনে অবস্থিত একটি ট্রান্সফরমার বিস্ফোরিত হয়েছিল। এই ঘটনার ফলে ‘বেশ কয়েকজন গুরুতর আহত হয়েছেন, দুর্ভাগ্যবশত কিছু প্রাণহানিও ঘটেছে।’

ঢাকা/শাহেদ

.

উৎস: Risingbd

কীওয়ার্ড: চ কর চ কর

এছাড়াও পড়ুন:

ক্লিনটন থেকে ট্রাম্প: যেভাবে মার্কিন প্রেসিডেন্টদের মন জয় ও পরে হতাশ করেন পুতিন

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আগামীকাল শুক্রবার আলাস্কায় যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠকের প্রস্তুতি নিচ্ছেন। এতে তিনি এর আগে মার্কিন প্রেসিডেন্টদের সঙ্গে ৪৮টি বৈঠকের অভিজ্ঞতা কাজে লাগাতে পারেন।

২৫ বছরের বেশি সময় ধরে রাশিয়ার নেতৃত্বে থাকা পুতিন পাঁচজন মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেছেন ও কাজ করেছেন। তাঁরা হলেন বিল ক্লিনটন, জর্জ ডব্লিউ বুশ, বারাক ওবামা, ডোনাল্ড ট্রাম্প ও জো বাইডেন।

স্নায়ুযুদ্ধের অবসানের সময় থেকে ২০০০-এর দশকের শুরু পর্যন্ত যুক্তরাষ্ট্র–রাশিয়ার কিছু বৈঠক তুলনামূলক বন্ধুত্বপূর্ণই ছিল। তবে দ্বিপক্ষীয় সম্পর্ক ক্রমেই খারাপ হতে থাকায় পুতিনের সাম্প্রতিক বেশির ভাগ সাক্ষাৎ বিশেষ করে ওবামা ও বাইডেনের সঙ্গে বৈঠকগুলো নিষ্প্রভ ছিল।

এখানে অতীতের সেসব সাক্ষাতের কিছু গুরুত্বপূর্ণ মুহূর্ত তুলে ধরা হলো, তাতে দেখা যাবে কীভাবে একসময় জ্যাজ কনসার্ট ও মাছ শিকারের আড্ডাগুলো শেষ পর্যন্ত হুমকিতে গিয়ে ঠেকেছে।

জুন ২০০০: পুতিন–ক্লিনটন সাক্ষাৎরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট বিল ক্লিনটন। ৪ জুন, ২০০০

সম্পর্কিত নিবন্ধ