প্রয়োজনীয় রাষ্ট্রসংস্কার, গণহত্যার বিচার, সংখ্যানুপাতিক (পিআর) পদ্ধতিতে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের দাবিতে এবং দেশ ও ইসলামবিরোধী সকল ষড়যন্ত্র ও চক্রান্তের প্রতিবাদে আগামী ২৮ জুন ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসমাবেশের ডাক দিয়েছেন হযরত পীর সাহেব চরমোনাই।

এসব দাবি এখন গণমানুষের দাবীতে পরিণত হয়েছে। সুতরাং গণমানুষের দাবি বাস্তবায়ন করতে জাতীয় মহাসমাবেশ সফল করুন।

বৃহস্পতিবার (২৬ জুন) বিকালে চাষাড়া শহীদ মিনার ও শহরের বিভিন্ন স্থানে গণসংযোগকালে ইসলামী আন্দোলন বাংলাদেশ নারায়ণগঞ্জ মহানগরেরর সভাপতি মুফতি মাসুম বিল্লাহ এ মন্তব্য করেন।

এসময় আরো উপস্থিত ছিলেন, নগর সেক্রেটারি মুহা.

সুলতান মাহমুদ, সাংগঠনিক সম্পাদক মাও. শামসুল আলম, নগর শ্রমিক আন্দোলনের সাধারণ সম্পাদক ফারুক হাওলাদার,  নগর  যুব আন্দোলনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, সিদ্ধিরগঞ্জ থানা দক্ষিণের সভাপতি সোহেল প্রধান প্রমুখ নেতৃবৃন্দ।

নগর সেত্রেটারি সুলতান মাহমুদ বলেন, এই মহাসমাবেশ হবে বাতিল শক্তির মুখোশ উন্মোচনের দিন। এই দিন আমরা দেখাতে চাই ইসলামই আমাদের চূড়ান্ত পরিচয়, রাসূল সা. এর আদর্শই আমাদের পথ, আর  ইসলামী হুকুমত।

উৎস: Narayanganj Times

কীওয়ার্ড: ন র য়ণগঞ জ ইসল ম

এছাড়াও পড়ুন:

এনজেল নূরের প্রথম অ্যালবাম ‘প্রাণ-ত’

নিজের জীবনের গল্পে সুর চড়ান এনজেল নূর। প্রথম মৌলিক গান ‘যদি আবার’ গেয়ে তারকাখ্যাতি পেয়েছেন তিনি। গানটি ঢাকার গণ্ডি পেরিয়ে কলকাতায়ও আলোচিত হয়েছে। আরেক মৌলিক গান ‘তিল’ও প্রশংসা কুড়িয়েছে। দুই গানের গল্প বলার ঢঙে জীবনকে সামনে এনেছেন তিনি।

এবার আর একক গান নয়, পুরো অ্যালবামে হাত দিয়েছেন এনজেল। প্রাণ–ত শিরোনামে প্রথম অ্যালবাম প্রকাশ করবেন তিনি। ‘কিছু কথা বাকি ছিল’সহ মোট সাতটি গান থাকবে। তবে ‘যদি আবার’ ও ‘তিল’ থাকবে না। অ্যালবামের নামকরণ নিয়ে জানতে চাইলে এই তরুণ গায়ক বলেন, ‘গানগুলো আমার একদম প্রাণে কাছের, ফলে অ্যালবামের নাম প্রাণ–ত। এতে প্রাণজুড়ানো কিছু গান থাকবে, যেখানে কষ্ট বা সুখকে না এড়িয়ে অনুভব করার কথা বলা হয়।’

এনজেল নূর

সম্পর্কিত নিবন্ধ