কুমিল্লায় এক বছরে ১১ কোটি টাকার মাদক জব্দ
Published: 26th, June 2025 GMT
কুমিল্লা সীমান্ত এলাকা থেকে এক বছরে প্রায় ১১ কোটি টাকার মাদকদ্রব্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে বুধবার (২৬ জুন) কুমিল্লার আদর্শ সদর উপজেলার বিবিরবাজার হাই স্কুল মাঠে আয়োজিত মাদকবিরোধী জনসচেতনতামূলক সভায় এ তথ্য জানানো হয়েছে। এ সভার আয়োজন করে বিজিবির কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)।
সভায় জানানো হয়, ২০২৪ সালের জুলাই থেকে ২০২৫ সালের জুন পর্যন্ত কুমিল্লা সীমান্ত এলাকায় বিজিবির বিভিন্ন অভিযানে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এর মধ্যে আছে ৩ হাজার ২৩০ কেজি গাঁজা, ১৬ হাজার ৫৪২ বোতল ফেনসিডিল, ১৬ হাজার ৮৩০ বোতল বিদেশি মদ, ৩ হাজার ৬২০ বোতল বিয়ার, ৩ হাজার ৮২৬ বোতল ইস্কফ সিরাপ, ৯৮ হাজার ৫৬৬টি ইয়াবা এবং ১ লাখ ৬৮ হাজার ৩২০টি আমদানি নিষিদ্ধ অবৈধ ট্যাবলেট। এসব মাদকের মোট বাজারমূল্য ১০ কোটি ৮২ লাখ টাকার বেশি।
মাদকবিরোধী অভিযানের পাশাপাশি বিজিবি সীমান্ত এলাকায় জনসচেতনতা কার্যক্রম চালিয়ে যাচ্ছে। মাদক পাচার ও সেবনের ক্ষতিকর দিক তুলে ধরে স্থানীয় জনগণ ও শিক্ষার্থীদের সতর্ক করা হচ্ছে।
সভায় ১০ বিজিবির অধিনায়ক, বিভিন্ন সরকারি সংস্থার কর্মকর্তা, স্থানীয় জনপ্রতিনিধি ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও আশপাশের বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী ও অভিভাবকরা অংশ নেন।
বিজিবির পক্ষ থেকে জানানো হয়, ভবিষ্যতেও সীমান্ত এলাকায় মাদক প্রতিরোধে নজরদারি জোরদার করা হবে। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।
ঢাকা/রুবেল/রফিক
.উৎস: Risingbd
কীওয়ার্ড: চ কর চ কর স ম ন ত এল ক
এছাড়াও পড়ুন:
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে রূপগঞ্জে নিসচা’র সংবাদ সম্মেলন
জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫ উপলক্ষে নিরাপদ সড়ক চাই (নিসচা)'র মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির শুভ উদ্বোধন ও সড়ক নিরাপত্তায় সুনির্দিষ্ট প্রস্তাবনায় সংবাদ সম্মেলন করেছে নিরাপদ সড়ক চাই নিসচা এর নারায়ণগঞ্জ জেলা কমিটি।
বুধবার (১ অক্টোবর) সকালে জেলার রূপগঞ্জ উপজেলার গাউসিয়া এলাকায় আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সংগঠনের জেলা কমিটির সাধারণ সম্পাদক জামান মিয়া।
এসময় উপস্থিত ছিলেন সহ-সভাপতি মোমেন মিয়া, মোহাম্মদ গোলাম সাদেক, যুগ্ম সম্পাদক ও সাংবাদিক সোহেল কিরণ, দপ্তর সম্পাদক হাফিজুর রহমান, প্রকাশনা সম্পাদক রমজান মৃধা, কার্যকরী সদস্য নাজমুল হক রনি, হাবিবুল্লাহ প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, নিরাপদ সড়ক চাই সংগঠনটি প্রতিষ্ঠানর পর থেকে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড পরিচালনা করে আসছে। তারই ধারাবাহিকতায় সারাদেশের ন্যায় জাতীয় নিরাপদ সড়ক দিবস উপলক্ষে নারায়ণগঞ্জ জেলা শাখা মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করবে।
সে গুলো হলো, সড়কে শৃঃঙ্খলা ফিরিয়ে আনতে ক্যাম্পেইন, জনসচেতনতা মূলক লিফলেট বিতরণ, ফুটপাত ব্যবহারে জনগণকে উদ্বুদ্ধ করণ, চালক-হেলপারদের সাথে মতবিনিময় সভা, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের নিয়ে সড়ক বিষয়ে আলোচনা সভা, প্রশাসনের সাথে সড়ক বিষয়ে আলোচনা সভা, জাতীয় নিরাপদ সড়ক দিবসে বর্ণাঢ্য র্যালী সহ বিভিন্ন জনসচেতনতা মূলক নানাবিধ কর্মকাণ্ড।