জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি
Published: 26th, June 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার-বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’কে স্মরণ করবে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে– ৩০ জুন শহীদ মিনারে (রাত) ছাত্রদলের উদ্যোগে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’; ১ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান; ৩ জুলাই ড্যাবের উদ্যোগে দেশব্যাপী রক্তদান কর্মসূচি; ৫ জুলাই ঢাকা ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট; ৯ জুলাই ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সেমিনার; ১১ জুলাই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান; ১২ জুলাই ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের সব শহীদ পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা; ১৪ জুলাই ঢাকা (শহীদ মিনার) বাস্তবায়ন কমিটির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান; ১৫ জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন (বিশেষ আলোচনা অনুষ্ঠান); ১৬ জুলাই ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ; ১৭ জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাবিতে স্মরণসভা; ১৮ জুলাই ওলামা দলের উদ্যোগে দেশব্যাপী দোয়া মাহফিল, মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ; ১৯ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টার ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান ২০২৪-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়’; ২০ জুলাই কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান (শহীদ জিয়া উদ্যান ও সারাদেশে বৃক্ষরোপণ)।
২১ জুলাই ঢাকা গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা; ২২ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান; ২৩ জুলাই শাহবাগে মোমবাতি প্রজ্বালন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ‘স্মৃতিস্তম্ভ: জুলাই-এ লাশের সারি’; ২৪ জুলাই দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী; ২৫ জুলাই দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী (কূটনীতিকদের জন্য সংরক্ষিত); ২৬ জুলাই মানিক মিয়া অ্যাভিনিউতে বাস্তবায়ন কমিটির উদ্যোগে গ্রাফিতি অংকন– ‘গণঅভ্যুত্থান ২০২৪ দেশে দেশে’ কর্নার ‘গণসংগীত’; ২৭ জুলাই বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন; ২৮ জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান; ২৯ জুলাই ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ গণতান্ত্রিক পথযাত্রায় শিশু; ৩০ জুলাই ‘নারকীয় জুলাই’ (সাভার-আশুলিয়া থানায় লাশ পোড়ানোর স্থানে জনসভা);
৩১ জুলাই ঢাকাসহ সারাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মার্চ ফর জাস্টিস; ১ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান-২০২৪ এর বিশেষ স্থান যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরা ও মিরপুরে জনসভা; ২ আগস্ট নয়াপল্টনে জনতার জুলাই-আগস্ট; জনতার কারফিউ (পথনাটক)– ‘পালাব না, কোথায় পালাব?, শেখ হাসিনা পালায় না’; ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ; ৪ আগস্ট যুবদলের উদ্যোগে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ কর্মসূচি; ৬ আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার বিজয় মিছিল করবে বিএনপি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন ব এনপ গণঅভ য ত থ ন ২০২৪ অন ষ ঠ ন পর ব র আগস ট ব এনপ
এছাড়াও পড়ুন:
তাসকিনের প্রথমের আনন্দ
চোখেমুখে ক্লান্তির ছাপ, তবে মনে হয়তো তাঁর রেশ ছিল না। নইলে কি আর ওভাবে ভক্তদের সেলফি, ছবির আবদার পূরণ করতে পারেন! সিটি গ্রুপ-প্রথম আলো ক্রীড়া পুরস্কার ২০২৪ আনুষ্ঠানিকভাবে শেষ হয়ে যাওয়ার পর মঞ্চে যার শুরু। এরপর বিশ্রাম নিতে যাওয়ার পথে সোনারগাঁও হোটেলের দ্বিতীয় তলার লিফটে ওঠার আগপর্যন্ত একই কাজ করতে হয়েছে তাসকিন আহমেদকে। এমন সন্ধ্যায় অবশ্য ফুরফুরে মেজাজে থাকাটাই স্বাভাবিক। সেলফি পর্বের কিছুক্ষণ আগেই যে তাঁর হাতে উঠেছে সিটি গ্রুপ-প্রথম আলো বর্ষসেরা রানারআপ পুরস্কার।
তাসকিনের হাতে এ পুরস্কার উঠেছে ২০২৪ সালের অসাধারণ পারফরম্যান্সের সৌজন্যে। ২০১৪ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া তাসকিন ২০২১ সাল থেকেই ধারাবাহিক পারফর্ম করছেন। তবে ২০২৪ সালটা তাঁর জন্য একটু আলাদাই, পরিসংখ্যানও সেটাই বলছে। গত বছর তিনি উইকেট পেয়েছেন ৬৩টি। আন্তর্জাতিক ক্রিকেটে গত বছর সর্বোচ্চ উইকেট সংগ্রাহকের তালিকায় তাসকিনের চেয়ে এগিয়ে ছিলেন শুধু দুজন—যশপ্রীত বুমরা (৮৬) ও ওয়ানিন্দু হাসারাঙ্গা (৬৪)।