জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তিতে বিএনপির মাসব্যাপী কর্মসূচি
Published: 26th, June 2025 GMT
জুলাই গণঅভ্যুত্থানের বর্ষপূর্তিতে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামী ৩০ জুন থেকে ৬ আগস্ট পর্যন্ত এ কর্মসূচি পালন করবে দলটি। গণঅভ্যুত্থান, শোক ও বিজয়ের বর্ষপূর্তি পালন কমিটির ব্যানারে এসব কর্মসূচি অনুষ্ঠিত হবে।
বৃহস্পতিবার রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে জরুরি সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আলোচনা সভা, রক্তদান, গ্রাফিতি, পথনাটক, ফুটবল টুর্নামেন্ট, শিশু অধিকার-বিষয়ক অনুষ্ঠান, ডেঙ্গু ও করোনা প্রতিরোধে জনসচেতনতামূলক কার্যক্রমসহ ২২টি ভিন্নধর্মী আয়োজনের মাধ্যমে ‘জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান’কে স্মরণ করবে বিএনপি।
কর্মসূচির মধ্যে রয়েছে– ৩০ জুন শহীদ মিনারে (রাত) ছাত্রদলের উদ্যোগে ‘আলোয় আলোয় স্মৃতি সমুজ্জ্বল’; ১ জুলাই বাংলাদেশ-চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সব রাজনৈতিক দলের অংশগ্রহণে ‘গণঅভ্যুত্থান ২০২৪: জাতীয় ঐক্য ও গণতান্ত্রিক অভিযাত্রা’শীর্ষক আলোচনা সভা ও শহীদ পরিবারের সম্মানে বিশেষ অনুষ্ঠান; ৩ জুলাই ড্যাবের উদ্যোগে দেশব্যাপী রক্তদান কর্মসূচি; ৫ জুলাই ঢাকা ধানমন্ডি ক্লাব মাঠে ফুটবল টুর্নামেন্ট; ৯ জুলাই ঢাকা বাস্তবায়ন কমিটির উদ্যোগে সেমিনার; ১১ জুলাই জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থার উদ্যোগে সাংস্কৃতিক অনুষ্ঠান; ১২ জুলাই ছাত্রদলের উদ্যোগে ছাত্রদলের সব শহীদ পরিবারের সঙ্গে তারেক রহমানের মতবিনিময় সভা; ১৪ জুলাই ঢাকা (শহীদ মিনার) বাস্তবায়ন কমিটির সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের নিয়ে অনুষ্ঠান; ১৫ জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাকা বিশ্ববিদ্যালয়ে গণঅভ্যুত্থানের বাঁক বদলের দিন (বিশেষ আলোচনা অনুষ্ঠান); ১৬ জুলাই ছাত্রদলের উদ্যোগে শহীদ ওয়াসিম ও শহীদ আবু সাঈদ স্মরণে চট্টগ্রাম ও রংপুরে ছাত্র সমাবেশ; ১৭ জুলাই ছাত্রদলের উদ্যোগে ঢাবিতে স্মরণসভা; ১৮ জুলাই ওলামা দলের উদ্যোগে দেশব্যাপী দোয়া মাহফিল, মৌন মিছিল ও কালো ব্যাজ ধারণ; ১৯ জুলাই বসুন্ধরা কনভেনশন সেন্টার ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ ও বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে ‘গণঅভ্যুত্থান ২০২৪-এ বেসরকারি বিশ্ববিদ্যালয়’; ২০ জুলাই কৃষক দল ও আমরা বিএনপি পরিবারের উদ্যোগে সবুজ পল্লবে স্মৃতি অম্লান (শহীদ জিয়া উদ্যান ও সারাদেশে বৃক্ষরোপণ)।
২১ জুলাই ঢাকা গণঅভ্যুত্থানে পেশাজীবীদের অবদান নিয়ে আলোচনা; ২২ জুলাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নারীদের অবদান; ২৩ জুলাই শাহবাগে মোমবাতি প্রজ্বালন বাস্তবায়ন কমিটির উদ্যোগে ‘স্মৃতিস্তম্ভ: জুলাই-এ লাশের সারি’; ২৪ জুলাই দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী; ২৫ জুলাই দৃক গ্যালারিতে ফ্যাসিবাদের ছবি ও কার্টুন প্রদর্শনী (কূটনীতিকদের জন্য সংরক্ষিত); ২৬ জুলাই মানিক মিয়া অ্যাভিনিউতে বাস্তবায়ন কমিটির উদ্যোগে গ্রাফিতি অংকন– ‘গণঅভ্যুত্থান ২০২৪ দেশে দেশে’ কর্নার ‘গণসংগীত’; ২৭ জুলাই বিভাগীয় পর্যায়ে গ্রাফিতি অঙ্কন; ২৮ জুলাই ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান; ২৯ জুলাই ‘আমরা বিএনপি পরিবার ও মায়ের ডাক’ গণতান্ত্রিক পথযাত্রায় শিশু; ৩০ জুলাই ‘নারকীয় জুলাই’ (সাভার-আশুলিয়া থানায় লাশ পোড়ানোর স্থানে জনসভা);
৩১ জুলাই ঢাকাসহ সারাদেশে জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের উদ্যোগে মার্চ ফর জাস্টিস; ১ আগস্ট ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপির উদ্যোগে গণঅভ্যুত্থান-২০২৪ এর বিশেষ স্থান যাত্রাবাড়ী, রামপুরা, উত্তরা ও মিরপুরে জনসভা; ২ আগস্ট নয়াপল্টনে জনতার জুলাই-আগস্ট; জনতার কারফিউ (পথনাটক)– ‘পালাব না, কোথায় পালাব?, শেখ হাসিনা পালায় না’; ৩ আগস্ট শহীদ মিনারে ছাত্রদলের উদ্যোগে ছাত্র সমাবেশ; ৪ আগস্ট যুবদলের উদ্যোগে ‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলন ও আমার না বলা কথা’ কর্মসূচি; ৬ আগস্ট গণঅভ্যুত্থান ২০২৪: ছাত্র-জনতার বিজয় মিছিল করবে বিএনপি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: জ ল ই অভ য ত থ ন ব এনপ গণঅভ য ত থ ন ২০২৪ অন ষ ঠ ন পর ব র আগস ট ব এনপ
এছাড়াও পড়ুন:
বুয়েটে স্নাতক শ্রেণির বিভিন্ন লেভেল বা টার্মের সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ
বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) ২০২৩-২৪ এবং ২০২৪-২৫ সেশনের স্নাতক শ্রেণির বিভিন্ন সংশোধিত একাডেমিক ক্যালেন্ডার নিচের সময় অনুসারে ঘোষণা করা হয়েছে। উপাচার্যের নির্দেশে রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) অধ্যাপক এন এম গোলাম জাকারিয়া এ প্রজ্ঞাপন জারি করেছেন।
প্রকৌশল অনুষদগুলোর সব বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
প্রকৌশল অনুষদগুলো:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২।
স্থাপত্য বিভাগ এবং নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য—
স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ:
২০২৪-২৫ সেশনের লেভেল-১/টার্ম-২,
লেভেল-২/টার্ম-১।
২০২৩-২৪ সেশনের লেভেল-২/টার্ম-২,
লেভেল-৩/টার্ম-২,
লেভেল-৪/টার্ম-২,
লেভেল-৫/টার্ম-২।
কোর্স রেজিস্ট্রেশন: ২৯ নভেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৫,
বিলম্ব ফিসহ কোর্স রেজিস্ট্রেশন: ১৩ থেকে ১৮ ডিসেম্বর ২০২৫,
কোর্স অ্যাডজাস্টমেন্ট (Add or Drop): ১৯ ডিসেম্বর ২০২৫ থেকে ৪ জানুয়ারি ২০২৬।
১. ক্লাস : ২৯-১১-২০২৫ থেকে ১৯-১২-২০২৫: ৩ সপ্তাহ,
২. শিক্ষকের শীতকালীন অবকাশ: ২০-১২-২০২৫ থেকে ২-০১-২০২৬: ২ সপ্তাহ
৩. ক্লাস: ৩-০১-২০২৬ থেকে ১৩-০৩-২০২৬: ১০ সপ্তাহ,
৪. ঈদুল ফিতর ও পরীক্ষা প্রস্তুতির ছুটি : ১৪-০৩-২০২৬ থেকে ১০-০৪-২০২৬: ৪ সপ্তাহ,
৪. পরীক্ষা: ১১-০৪-২০২৬ থেকে ৭-০৫-২০২৬: ৩ সপ্তাহ ৬ দিন,
৫. পরবর্তী টার্মের ক্লাস শুরুর সম্ভাব্য তারিখ : ৬ জুন ২০২৬।
#বিস্তারিত তথ্য জানতে ওয়েবসাইট: www.buet.ac.bd
আরও পড়ুনকেমব্রিজ বিশ্ববিদ্যালয়ে বিনা মূল্যে অনলাইন কোর্স, নেই বয়সের সীমা৩০ সেপ্টেম্বর ২০২৫