পিডিবির কর্মকর্তাকে হুমকির সঙ্গে জড়িত না থাকার দাবি এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের
Published: 26th, June 2025 GMT
বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) এক কর্মকর্তাকে সরকারি কাজে বাধাদান ও গুলি করে হত্যার হুমকি দিয়েছেন আনিস নামের এক ব্যক্তি। এ নিয়ে ২৫ জুন রাতে প্রথম আলো অনলাইনে ‘পিডিবির কর্মকর্তার কক্ষে ঢুকে পিস্তল বের করে হত্যার হুমকি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে। পিডিবির বক্তব্যের ভিত্তিতে করা এ প্রতিবেদনের আংশিক তথ্য নিয়ে প্রতিবাদ জানিয়েছেন এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের মালিক মো.
প্রতিবেদনে পিডিবির পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিটি তুলে ধরা হয়। এতে পিডিবির কর্মকর্তাকে হুমকিদানকারী আনিস নামের ব্যক্তি এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের পক্ষ হয়ে এসেছেন বলে উল্লেখ করা হয়। এ নিয়ে বৃহস্পতিবার পাঠানো এক পত্রে সাইফুর রহমান বলেছেন, আনিস নামের এক ব্যক্তির সঙ্গে এস কমার্শিয়াল এন্টারপ্রাইজের কোনো ব্যবসায়িক চুক্তি নেই। আনিস ব্যক্তিগতভাবে পিডিবিতে যান।
এতে আরও বলা হয়, আনিসের কাছ থেকে টাকা ধার নিয়ে পিডিবির কাজ করে এস কমার্শিয়াল। পাওনা টাকা চেয়ে আনিস তাগাদা দিচ্ছিলেন। কিন্তু পিডিবি থেকে কাজের বিল পরিশোধ না করায় পাওনা টাকা ফেরত দিতে পারছিল না এস কমার্শিয়াল। দুই বছর ধরে বিলটি আটকে আছে। বিল পেলে টাকা ফেরত দেবে বলে আনিসকে জানানো হয়। তবে তাদের প্রতিনিধি হিসেবে তারা আনিসকে পিডিবিতে পাঠায়নি। এ নিয়ে তিনি ২৫ জুন মতিঝিল থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেছেন।
প্রতিবেদকের বক্তব্য: প্রকাশিত প্রতিবেদনে পিডিবির সংবাদ বিজ্ঞপ্তির তথ্য ছাপা হয়েছে। এখানে প্রথম আলো বা প্রতিবেদকের কোনো বক্তব্য নেই।
উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
ডিমে শিশুর অ্যালার্জি কেন হয়, কীভাবে বুঝবেন, সমাধান কী
কেন হয়
শিশুদের রোগ প্রতিরোধব্যবস্থা পুরোপুরি গড়ে না ওঠায় অনেক সময় ডিমের প্রোটিনকে শরীর ‘অচেনা’ বা ক্ষতিকর হিসেবে ভুলভাবে শনাক্ত করে। ফলে ঠিক যেভাবে রোগজীবাণুর বিরুদ্ধে প্রতিরোধব্যবস্থা কাজ করে, একই ধরনের প্রতিক্রিয়া এখানে সৃষ্টি হয়। এই প্রতিক্রিয়া তাৎক্ষণিকভাবেও হতে পারে, আবার অনেক ক্ষেত্রে কয়েক ঘণ্টা পরেও দেখা দিতে পারে।
লক্ষণ● ত্বকে লাল লাল চাকা, একজিমা।
● পেট ব্যথা, ডায়রিয়া, বমি বমি ভাব বা মুখের চারপাশে চুলকানো।
● সর্দি, শ্বাস নেওয়ার সময় শোঁ শোঁ শব্দ, শ্বাসকষ্ট হওয়া।
● দ্রুত হৃৎস্পন্দন, রক্তচাপ কমে যাওয়া।
● অ্যানাফাইলেকসিস শক।
আরও পড়ুনডিম দিনে কয়টি ও কীভাবে খাবেন০৫ জুলাই ২০২৫রোগনির্ণয়● শিশুকে প্রথম ডিম খাওয়ানোর সময় অ্যালার্জি উপসর্গ বোঝা যায়।
● চিকিৎসক যদি মনে করেন ডিম বা ডিমযুক্ত খাবার খেলে অ্যালার্জি হয়, তবে তা স্কিন টেস্ট করে নিশ্চিত হতে পারেন।
চিকিৎসা● ডিম ও ডিমযুক্ত খাবার না খাওয়া।
● অ্যালার্জি প্রতিক্রিয়া দমনে অ্যান্টি হিস্টামিন, মারাত্মক অ্যানাফাইলেকসিসে শক ইনজেকশন এপিনেফ্রিন ব্যবহার।
● ডিমে অ্যালার্জি থাকলে কিছু খাদ্য উপাদান পরিহার করা যেমন—এলবুমিন, গ্লোবুলিন ইত্যাদি।
অধ্যাপক ডা. প্রণব কুমার চৌধুরী, সাবেক বিভাগীয় প্রধান, শিশুস্বাস্থ্য বিভাগ, চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল
আরও পড়ুনডিমের কমলা, না হলুদ কুসুম—কোনটি বেশি স্বাস্থ্যকর৩১ অক্টোবর ২০২৫