চট্টগ্রামে ‘সন্ত্রাসী’ সাজ্জাদের সহযোগী খোরশেদ গ্রেপ্তার
Published: 27th, June 2025 GMT
চট্টগ্রামে ‘সন্ত্রাসী’ সাজ্জাদ হোসেন ওরফে ছোট সাজ্জাদের অন্যতম সহযোগী খোরশেদ আলমকে গ্রেপ্তার করেছে র্যাব। গতকাল বৃহস্পতিবার রাতে জেলার রাউজানের পাহাড়তলী এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি র্যাব-৭–এর সহকারী পরিচালক (গণমাধ্যম) এ আর এম মোজাফফর হোসেন নিশ্চিত করেছেন।
র্যাব কর্মকর্তা এ আর এম মোজাফফর হোসেন আজ শুক্রবার দুপুরে প্রথম আলোকে বলেন, সন্ত্রাসী খোরশেদ আলমের বিরুদ্ধে গত ২৯ মার্চ বাকলিয়া এক্সেস রোডে প্রাইভেট কারে গুলি করে জোড়া খুনের মামলা, ২৩ মে পতেঙ্গায় সন্ত্রাসী ঢাকাইয়া আকবরকে গুলি করে খুনের মামলা, চান্দগাঁওয়ের আফতাব খুনের মামলাসহ পাঁচটি মামলা রয়েছে। গোপন তথ্যের ভিত্তিতে খোরশেদকে গ্রেপ্তার করা সম্ভব হয়। তাঁকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
৩০ মে প্রথম আলোতে “‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ কারাগারে, তবু থামেনি তাঁর বাহিনী” শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে সাজ্জাদের সহযোগী খোরশেদের বিষয়টি উল্লেখ করা হয়েছিল। আওয়ামী লীগের বিভিন্ন নেতার সঙ্গে খোরশেদের ছবি রয়েছে। তবে দলে তাঁর কোনো পদ–পদবি নেই।
১৫ মার্চ ঢাকার একটি শপিং মল থেকে সাজ্জাদকে স্থানীয় লোকজন আটক করে পুলিশে দেয়। তাঁর বিরুদ্ধে ১৭টি মামলা হয়েছে। ছোট সাজ্জাদ বিদেশে পলাতক ৮ খুনের মামলায় আসামি সাজ্জাদ আলীর ডানহাত হিসেবে পরিচিত।
আরও পড়ুন‘সন্ত্রাসী’ ছোট সাজ্জাদ কারাগারে, তবু থামেনি তাঁর বাহিনী৩০ মে ২০২৫.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
সকালে এক গ্লাস নাকি চার গ্লাস পানি পান করা ভালো
সকালে খালি পেটে পানি পান করলে অনেক বেশি উপকার পাওয়া যায়, একথা আমরা সবাই জানি। কিন্তু কত গ্লাস পানি পান করা ভালো সে কথা জানেন? সেই প্রসঙ্গে আসছি, তার আগে বলে নেই সকালে ঘুম থেকে ওঠার পর খালি পেটে পানি পান করলে ঠিক কোন কোন উপকার পাওয়া যায়। অল্প কিছু বিষয় মেনে চললে সকালে খালি পেটে পানি পান করে সুস্থ-সবল থাকার পথে একধাপ এগিয়ে যেতে পারেন। জেনে নিনি বিস্তারিত—
এক. সকালে পানি পান করলে পাকস্থলী পরিষ্কার হয়। এই অভ্যাস অনেক রোগের ঝুঁকি কমায়। পরিপাকক্রিয়া থেকে সঠিকভাবে নানা পুষ্টি উপাদান গ্রহণে শরীরকে সাহায্য করে। সকালে খালি পেটে পানি পান করলে হজমশক্তি বাড়ে। আর এটা তো জানা কথা, হজমশক্তি ভালো হলে অনেক স্বাস্থ্য সমস্যাই দূর হয়।
আরো পড়ুন:
যেসব স্বাস্থ্যকর অভ্যাস জীবন বদলে দিতে পারে
লিভার ডিটক্সিফিকেশনের জন্য সাপ্লিমেন্ট খাওয়া কী জরুরি?
দুই. সকালে খালি পেটে পর্যাপ্ত পানি পান করলে ত্বক উজ্জ্বল ও সুন্দর থাকে। রক্ত থেকে ‘টক্সিন’ বা বিষাক্ত নানা উপাদান দূর করে পানি।নতুন রক্ত কোষ এবং পেশি কোষ জন্মানোর প্রক্রিয়ায় সহায়তা করে।
তিন. খালি পেটে পানি পান করলে ওজনও নিয়ন্ত্রণে রাখা সম্ভব।
যেভাবে পুরোপুরি সুফল পাবেন
বিশেষজ্ঞরা বলেন, সকালে পানি পান করার পারেই খাবার গ্রহণ করা উচিত নয়।
মনে রাখবেন, প্রতিদিন সকালে এক গ্লাস পানি পান করেই অনেক উপকার পেতে পারেন। আরও ভালো ফলাফল পেতে প্রতিদিন সকালে গড়ে চার গ্লাস পানি (প্রায় এক লিটার) পানি পান করতে পারেন।
প্রথম দিকে এই অভ্যাস গড়ে তুলতে একটু সমস্যা হতে পারে। তবে চেষ্টা করলে এটা অনেক কিছুদিনের মধ্যে এই অভ্যাস আয়ত্বে চলে আসবে। এবং এর নানা উপকারিতাও বুঝতে পারবেন।
সূত্র: ওয়েবএমডি
ঢাকা/লিপি