রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার রাতে ‘সন্ত্রাসী’রা সশস্ত্র মহড়া দিয়েছে। অস্ত্র হাতে তাদের মহড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। অভিযোগ রয়েছে, বিশ্ববিদ্যালয়ে চলমান ২৬ কোটি টাকার উন্নয়নকাজ থেকে চাঁদার দাবিতে এই মহড়া দিয়েছে তারা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, এর আগেও উন্নয়নকাজের ঠিকাদারদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে দুর্বৃত্তরা। আগে তিন দফা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকে কাজ বন্ধ করে দেওয়া হয়। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর নিরাপত্তা নিয়ে কাজ চালিয়ে যাচ্ছিলেন ঠিকাদারেরা। তবে গতকাল বৃহস্পতিবার রাত ৮টা ৪৬ মিনিটে পুনরায় চাঁদার দাবিতে দুর্বৃত্তরা সশস্ত্র মহড়া দেয়। এ সময় ক্যাম্পাসে ঠিকাদারদের শেডে থাকা শ্রমিকদের কাছ থেকে ১০ থেকে ১২টি মুঠোফোন ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয়ের সিসি ক্যামেরার ফুটেজেও সশস্ত্র মহড়ার বিষয়টি উঠে এসেছে। সিসিটিভি ফুটেজে সময়ের উল্লেখ রয়েছে, ২৬ জুন রাত ১০টা ৪৬ মিনিট। তবে ঘটনাটি পৌনে নয়টার দিকে ঘটেছে। বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তাদের সূত্রে জানা গেছে, সিসি ক্যামেরার সময় ঠিকমতো সেটিংস না করায় এই গরমিল হয়েছে।

ভিডিওতে দেখা যায়, সাতজন ব্যক্তি সড়ক ধরে পায়ে হেঁটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ঢুকছেন। তাঁদের চারজনের হাতে আগ্নেয়াস্ত্র। অস্ত্রধারীদের দেখে ক্যাম্পাসের মুখে চেয়ারে বসে থাকা একজন উঠে দাঁড়ান। ধারণা করা হচ্ছে, তিনি নিরাপত্তা প্রহরী। ফটক পার হয়ে নিরাপত্তা প্রহরীর কক্ষে ঢুকতে দেখা যায় কয়েকজনকে। চার মিনিটের ভিডিওটির শেষ দিকে দেখা যায় ওই সাতজন আবার একই কায়দায় হেঁটে চলে যাচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ে একটি প্রশাসনিক ভবন ও একটি একাডেমিক ভবনের নির্মাণকাজ চলছে। ২৬ কোটি টাকার এ কাজের যৌথ ঠিকাদার হচ্ছে এমই-আরবিজেবি নামের একটি প্রতিষ্ঠান। ওই ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প প্রকৌশলী মো.

মীর হোসেন সশস্ত্র মহড়া ও চাঁদা দাবির বিষয়টি স্বীকার করেছেন। মীর হোসেন বলেন, ‘বৃহস্পতিবার রাত ৮ টা ৪৬ মিনিটে কয়েকজন পাহাড়ি সন্ত্রাসী অস্ত্র হাতে ক্যাম্পাসে ঢুকে কাজ বন্ধ রাখার নির্দেশ দেন। এ সময় চাঁদা দাবি করেন তাঁরা। পরে শেডে থাকা শ্রমিকদের কাছ থেকে ১০ থেকে ১২টি মোবাইল নিয়ে তাঁরা চলে গেছেন। আমরা বিষয়টি নিরাপত্তা বাহিনীকে অবহিত করেছি।’ এর আগেও একাধিকবার দুর্বৃত্তরা চাঁদার দাবিতে হুমকি দিয়েছে বলে মীর হোসেন অভিযোগ করেন।

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সন্ত্রাসীদের মহড়া

উৎস: Prothomalo

কীওয়ার্ড: সশস ত র মহড়

এছাড়াও পড়ুন:

নোয়াখালীতে ভুয়া র‍্যাব গ্রেপ্তার

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক ভুয়া র‍্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র‍্যাব-১১। এ সময় নগদ ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা, ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া সনদ জব্দ করা হয়।

শনিবার (১৬ আগস্ট) র‍্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরো পড়ুন:

আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করে পালানো আল-আমিন গ্রেপ্তার

সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র‌্যাব

গ্রেপ্তার মো.ইয়াসিন হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের হাজী আব্দুল মুন্সী নতুন বাড়ির মৃত ইউসুফের ছেলে।  

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেওয়ার নাম করে ইয়াসিন হোসেন ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ইয়াসিন নিজেকে র‍্যাব সদস্য পরিচয় দিয়ে ওই ছাত্রকে জানান, তিনি ঢাকায় কর্মরত আছেন। মোবাইলে র‍্যাবের পোশাক পরিহিত ছবি প্রদর্শন করে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টমস পদে নিয়োগ দিতে পারবেন।

এভাবে প্রলোভন দেখিয়ে দুই ধাপে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব সদস্যরা চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।  

র‍্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”

ঢাকা/সুজন/মেহেদী

সম্পর্কিত নিবন্ধ