সেরা এআই–কর্মীর খোঁজে মার্ক জাকারবার্গ
Published: 27th, June 2025 GMT
কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর বিভিন্ন উদ্ভাবনে চলা প্রতিযোগিতায় শীর্ষে থাকতে মরিয়া হয়ে উঠেছেন মেটার প্রধান নির্বাহী কর্মকর্তা মার্ক জাকারবার্গ। এ জন্য এআই প্রযুক্তিনির্ভর ‘সুপার ইনটেলিজেন্স’ নামের নতুন গবেষণাগার চালুর পরিকল্পনা করেছেন তিনি। শুধু তা–ই নয়, বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত সেরা এআই–গবেষক ও নির্মাতাদের পাশাপাশি এআই খাতের উদ্যোক্তাদের মোটা অঙ্কের বেতনে গবেষণাগারটিতে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন মার্ক জাকারবার্গ।
দ্য ওয়াল স্ট্রিট জার্নাল এক প্রতিবেদনে জানিয়েছে, অনেককে ১০ কোটি ডলার পর্যন্ত বেতন দেওয়ার প্রস্তাব দেওয়া হচ্ছে। শুধু তা–ই নয়, সেরা এআই–গবেষক ও নির্মাতাদের কাছে নিজেই ই–মেইল বা হোয়াটসঅ্যাপ বার্তা পাঠিয়ে মোটা অঙ্কের বেতনে কাজে যোগ দেওয়ার আহ্বান জানাচ্ছেন মার্ক জাকারবার্গ। এরই মধ্যে যেসব এআই–গবেষক ও প্রযুক্তি উদ্যোক্তা সাম্প্রতিক বছরগুলোতে সেরা উদ্ভাবনের সঙ্গে যুক্ত ছিলেন, তাঁদের অনেকের সঙ্গেই যোগাযোগ করছেন জাকারবার্গ।
মেটার মানবসম্পদ বিভাগের শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে ‘রিক্রুটিং পার্টি’ নামে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপে প্রতিদিন নিয়োগসংক্রান্ত বিষয়ে আলোচনা করছেন জাকারবার্গ। কোনো প্রার্থীকে নির্বাচনের পর তিনিই প্রথম বার্তা পাঠাচ্ছেন। সেই ব্যক্তির কাছ থেকে ইতিবাচক সাড়া পেলে নিজ বাসভবনের পাশাপাশি মেটা কার্যালয়ে সাক্ষাতের জন্য আমন্ত্রণ জানাচ্ছেন।
জাকারবার্গের কাছ থেকে মোটা অঙ্কের বেতনে চাকরির সুযোগ পেয়েও সবাই যে রাজি হচ্ছেন, তা নয়। মেটার অভ্যন্তরীণ কাঠামো ও কৌশলগত অগ্রাধিকার নিয়ে অনিশ্চয়তা ও বিভ্রান্তির বিষয়টি অনেক এআই–বিশেষজ্ঞকে ভাবিয়ে তুলেছে। মেটায় সাম্প্রতিক সময়ে কর্মীদের একাধিকবার দায়িত্ব পুনর্গঠনসহ প্রধান এআই–বিজ্ঞানী ইয়ান লেকুনের সঙ্গে প্রতিষ্ঠানের কৌশলগত মতপার্থক্যের কারণেও দ্বিধায় রয়েছেন তাঁরা।
সম্প্রতি এআই খাতে বড় ধরনের সমস্যার মুখোমুখি হয়েছে মেটা। বছরের শুরুতে প্রতিষ্ঠানটির নতুন এআই মডেলের উন্মোচন বেশ বিলম্বিত হয়। পরে জানা যায়, মডেলটির কার্যকারিতা বাস্তবের তুলনায় অতিরঞ্জিত করে উপস্থাপন করা হয়েছিল। এতে বিশ্বাসযোগ্যতা প্রশ্নবিদ্ধ হওয়ার পাশাপাশি গুগল ও ওপেনএআইয়ের মতো প্রতিযোগীদের তুলনায় বেশ পিছিয়ে পড়ে মেটা। এরপরই মেটার সুপার ইনটেলিজেন্স গবেষণাগারের জন্য সেরা এআই–কর্মী নিয়োগ দিতে সরাসরি যুক্ত হয়েছেন মার্ক জাকারবার্গ।
সূত্র: ইন্ডিয়া টুডে
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: ম র ক জ ক রব র গ
এছাড়াও পড়ুন:
গোপালগঞ্জে সন্তানকে হত্যার পর মায়ের আত্মহত্যাচেষ্টা
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ১০ দিন বয়সী সন্তানকে বর্ণি বাওড়ের পানিতে ফেলে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেছেন মা রিয়া বিশ্বাস।
বৃহস্পতিবার (২ অক্টোবর) রাতে উপজেলার বর্নি ইউনিয়নের বর্ণি বাওরের মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় ঘটানাটি ঘটে।
আরো পড়ুন:
খুলনায় গলাকেটে বাবাকে হত্যার অভিযোগ ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে
শরীয়তপুরে জমি নিয়ে বিরোধে শিশু তায়েবা খুন: এসপি
রিয়া বিশ্বাস টুঙ্গিপাড়া উপজেলার গোপালপুর উত্তরপাড়ার হরিচাদ বিশ্বাসের স্ত্রী। তাকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে পুলিশ।
টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) জাহিদুল ইসলাম জাহাঙ্গীর জানান, হরিচাদ বিশ্বাসের স্ত্রী রিয়া বিশ্বাস কন্যা সন্তান জন্ম নেওয়ার পর থেকে অস্বাভাবিক আচরণ শুরু করেন। গতকাল সন্ধ্যার পর তিনি তার ১০ দিন বয়সী কন্যাকে নিয়ে বাড়ি থেকে বের হন। বর্নি মধ্যপাড়া খেয়াঘাট এলাকায় বর্ণি বাওড়ে নিজের সন্তানকে পানিতে ফেলে হত্যার পর নিজে আত্মহত্যা করতে পানিতে ঝাঁপ দেন রিয়া। এসময় এলাকার কয়েকজন লোক তাকে পানিতে ভাসতে দেখে নৌকা নিয়ে উদ্ধার করেন। তাদের কাছে মেয়েকে হত্যার পর নিজে আত্মহত্যার চেষ্টা চালান বলে জানান রিয়া।
তিনি আরো জানান, পুলিশে ঘটনাস্থলে গিয়ে বাওড় থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে। শিশুটির মাকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।
ঢাকা/বাদল/মাসুদ