২৩ বছরের সাগরের নামে এক ডজন মামলা, অবশেষে ধরা
Published: 27th, June 2025 GMT
থানা থেকে লুট হওয়া অস্ত্র দিয়ে ছিনতাইসহ নানা অপরাধমূলক কাজের অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে নগরের পাহাড়তলী সিডিএ মার্কেট এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার মিনহাজ উদ্দিন ওরফে নূর নবী সাগর (২৩) পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার মিরুখালী গ্রামের জসিম উদ্দিন দুলালের ছেলে। তার কাছ থেকে ছয় রাউন্ডগুলিসহ একটি বিদেশি রিভলবার উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নগরের বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
পাহাড়তলী থানার পুলিশ জানায়, সিডিএ মার্কেট এলাকায় চেক পোস্টে পুলিশ দেখে পালানোর চেষ্টা করে সাগর। ওই সময় তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হলে নিজের পরিচয় প্রকাশ করেন তিনি। জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে নুরুন্নবী নিজের কাছে বিদেশি রিভলবার থাকার কথা জানায়। তাকে নিয়ে উত্তর পাহাড়তলী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত অভিভাবক যাত্রী ছাউনির পেছনে ময়লার স্তূপে লুকিয়ে রাখা একটি বিদেশি পিস্তল ও ছয় রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, এটি পাবলিকের অস্ত্র। থানায় জমা ছিল। ৫ আগস্ট থানা লুটের সময় সেটি লুট করা হয়েছিল। লুটপাটকারীদের কাছ থেকে রিভলবারটি সাগর সংগ্রহ করেছে বলে দাবি করেছেন। এ অস্ত্র ব্যবহার করে নুরুন্নবী তার সহযোগীদের নিয়ে টোল রোডসহ বিভিন্ন এলাকায় ছিনতাই করতেন। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।’
গ্রেপ্তার সাগরের বিরুদ্ধে পাহাড়তলী, আকবরশাহ, ডবলমুরিংসহ বিভিন্ন থানায় অন্তত এক ডজন মামলা আছে বলে জানান ওসি।
.উৎস: Samakal
কীওয়ার্ড: প হ ড়তল
এছাড়াও পড়ুন:
নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নারী নিহত
ঢাকা-বরিশাল মহাসড়কের মাদারীপুরের রাজৈরে যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশের খাদে পড়ে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ২০ জন। শুক্রবার (৩ অক্টোবর) মধ্যরাতে রাজৈর বাসস্ট্যান্ড এলাকায় দুর্ঘটনার শিকার হন তারা।
নিহত নিলুফা ইয়াসমিন নিলা (৩০) বরিশালের বাকেরগঞ্জ উপজেলার রুনসী গ্রামের আবুল বাসারের স্ত্রী।
আরো পড়ুন:
গাজীপুরে ডাম্পট্রাকের ধাক্কায় অটোরিকশার ৩ যাত্রী নিহত
অটোরিকশায় ট্রেনের ধাক্কা, মা-মেয়ে নিহত
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, কুয়াকাটা থেকে ঢাকার দিকে যাচ্ছিল চন্দ্রা পরিবহনের বাসটি। ঢাকা-বরিশাল মহাসড়কের রাজৈর বাসস্ট্যান্ড পার হওয়ার পর নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি সড়কের পাশের খাদে পড়ে যায়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে নিলার মরদেহ উদ্ধার করে। আহত হন অন্তত ২০ জন। তাদের মধ্যে কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
মাদারীপুরের মস্তফাপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, বাস খাদে পড়ার খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা শুরু করা হয়। আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়। একজনকে মৃত অবস্থায় পাওয়া যায়। নিহত নারীর মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঢাকা/বেলাল/মাসুদ