বাংলাদেশিরা আলজেরিয়ায় আমবাগান করলে বিনা মূল্যে জমি দেওয়া হবে: রাষ্ট্রদূত
Published: 27th, June 2025 GMT
বাংলাদেশের আমচাষিদের সহযোগিতা নিয়ে আমবাগান গড়ে তুলতে চায় আফ্রিকার দেশ আলজেরিয়া। বাংলাদেশিরা দেশটিতে গিয়ে আমবাগান গড়ে তুলতে চাইলে যাবতীয় সুযোগ-সুবিধাও নিশ্চিত করা হবে। আজ শুক্রবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জ সফরে এসে বাংলাদেশে নিযুক্ত আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি এ কথা বলেন।
আলজেরিয়ার সঙ্গে কৃষিভিত্তিক বাণিজ্য ও বিনিয়োগের সুযোগ শীর্ষক যৌথ আলোচনাসভায় আবদেলোহাব সাইদানি এ কথা বলেন। সভার আয়োজন করে চাঁপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও বাংলাদেশ আলজেরিয়া বিজনেস ফোরাম। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি।
আবদেলোহাব সাইদানি বলেন, আলজেরিয়ায় অনেক জমি ফাঁকা পড়ে রয়েছে। এসব জমিতে আমরা আমবাগান গড়ে তুলতে আগ্রহী। এ জন্য বাংলাদেশিদের সহযোগিতা প্রয়োজন। বাংলাদেশিরা সেখানে গিয়ে আমবাগান গড়ে তুলতে চাইলে বিনা মূল্যে জমি দেওয়া হবে। পাশাপাশি বিদ্যুৎ, গ্যাসসহ অন্যান্য সুযোগ–সুবিধাও নিশ্চিত করা হবে। আলজেরিয়ার রাষ্ট্রদূত জানান, বাংলাদেশ ও আলজেরিয়ার সম্পর্ক উন্নয়নে সরাসরি বিমান যোগাযোগ স্থাপনের চেষ্টা করা হচ্ছে। এতে দুই দেশের বাণিজ্যিক সম্ভাবনার দরজা খুলে যাবে।
চাঁপাইনবাবগঞ্জ চেম্বারের জ্যেষ্ঠ সহসভাপতি খাইরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বাংলাদেশ-আলজেরিয়া বিজনেস ফোরামের সভাপতি মোহাম্মদ নূরুল মোস্তফা, সাধারণ সম্পাদক আলী হায়দার চৌধুরী, চেম্বারের সহসভাপতি আখতারুল ইসলাম, পরিচালক রাইহানুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ কৃষি অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মুঞ্জের আলম প্রমুখ।
আখতারুল ইসলাম বলেন, চাঁপাইনবাবগঞ্জের আম উৎপাদন ও উৎপাদনপদ্ধতি দেখে অভিভূত হয়েছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত। তিনি চাঁপাইনবাবগঞ্জের আম উৎপাদনকারীদের আলজেরিয়ায় আমন্ত্রণ জানিয়েছেন। তাঁরা যেন সেখানকার মাটি ও আবহাওয়া অর্থাৎ আম উৎপাদনের উপযোগিতা যাচাই করে দেখতে পারেন।
আলী হায়দার চৌধুরী বলেন, বাংলাদেশের সঙ্গে বাণিজ্যিক সম্পর্ক আরও উন্নয়নে কাজ করছেন আলজেরিয়ার রাষ্ট্রদূত আবদেলোহাব সাইদানি। বাণিজ্যিক সম্পর্কের উন্নতি হলে দেশটিতে আম ও আমজাত পণ্য রপ্তানির সুযোগ তৈরি হবে। মুনজের আলম বলেন, ‘আম ও আম প্রক্রিয়াজাত পণ্য রপ্তানির সুযোগ চাই আমরা।’
.উৎস: Prothomalo
কীওয়ার্ড: প ইনব বগঞ জ ল ইসল ম
এছাড়াও পড়ুন:
যাত্রীবেশে উঠে অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, চালককে গলা কেটে খুন
ফেনীর সোনাগাজীতে গলা কেটে এক অটোরিকশাচালককে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল রোববার রাতে উপজেলার চরদরবেশ ইউনিয়নের পশ্চিম চরদরবেশ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মনোরঞ্জন ভূঞা (৬৫)। তিনি চরচান্দিয়া ইউনিয়নের ভূঞা বাজার-সংলগ্ন কলাবাগান এলাকার ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।
পুলিশ ও নিহত মনোরঞ্জনের পরিবারের সঙ্গে কথা বলে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে সোনাগাজী পৌর শহর থেকে ছোট ফেনী নদীর সাহেবের ঘাট সেতুর ওপর যাওয়ার কথা বলে কয়েকজন যুবক ব্যাটারিচালিত অটোরিকশাটি ভাড়া করেন। অটোরিকশা সাহেবের ঘাট সেতু পার হলে রিকশায় থাকা যুবকেরা গাড়ি থামিয়ে চালককে মারধর করে গাড়িটি ছিনতাইয়ের চেষ্টা করেন। এতে চালক মনোরঞ্জন ছিনতাইকারীদের বাধা দিলে তাঁকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে খালের পাশে গাড়িসহ ফেলে পালিয়ে যান তাঁরা।
রাতে স্থানীয় লোকজন খালের পাশে রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহত ব্যক্তির মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফেনী ২৫০ শয্যা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
নিহত ব্যক্তির প্রতিবেশী মহিন উদ্দিন বলেন, মনোরঞ্জন দীর্ঘ ২৫ বছর ধরে রিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। সপ্তাহখানেক আগে কিস্তিতে নতুন একটি অটোরিকশা কেনেন। ধারণা করা হচ্ছে, নতুন অটোরিকশাটি ছিনতাই করতে ব্যর্থ হয়ে তাঁকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোনাগাজী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম বলেন, মরদেহটি ফেনীর সোনাগাজী-কোম্পানীগঞ্জ সীমান্তের খালের মধ্যে পাওয়া যাওয়ায় দুই থানার পুলিশ যৌথভাবে ঘটনাস্থলে কাজ করছে। হত্যার রহস্য উদ্ঘাটনে পুলিশের একাধিক দল মাঠে কাজ করছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।