চন্দনাইশে রথে বিদ্যুতের তার, বিদ্যুৎস্পৃষ্ট ৫
Published: 27th, June 2025 GMT
চট্টগ্রামের চন্দনাইশে সনাতন ধর্মাবলম্বীদের ধর্মীয় অনুষ্ঠান জগন্নাথদেবের রথযাত্রার রথে বিদ্যুতের তার এসে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিনটি শিশুসহ পাঁচজন আহত হয়েছেন।
আজ শুক্রবার বিকেল চারটার দিকে চন্দনাইশ উপজেলার সুচিয়া সাথী ক্লাবের সামনে রাস্তার ওপর এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে জানা গেছে, রথযাত্রা বরকল শ্রীশ্রী রাধামাধব জুলন মন্দির থেকে শুরু হয়ে চন্দনাইশ দিকে আসার পথে শহীদ মুরিদুল আলম সড়কের সুচিয়া ক্লাবের সামনে পল্লী বিদ্যুতের প্রধান সঞ্চালন লাইনের স্পর্শে আসে। এতে পুরো রথটি বিদ্যুতায়িত হয়ে পড়ে। ফলে রথের সঙ্গে থাকা পুণ্যার্থীদের মধ্যে পাঁচজন বিদ্যুৎস্পৃষ্ট হন। এ সময় রথযাত্রা কিছুক্ষণ থেমে যায়।
এ ঘটনায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সাতবাড়িয়া এলাকার সৌরভ শীল, পাঠানদণ্ডীর দীপা দে, অপূর্ব মজুমদার, সুচিয়ার উজ্জ্বল দেব ও সুজন দত্ত আহত হন।
চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ নুরুজ্জামান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, আহত ব্যক্তিদের চন্দনাইশ স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পর চিকিৎসক প্রাথমিক চিকিৎসার পর তিনজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন।
.উৎস: Prothomalo
এছাড়াও পড়ুন:
এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি
উপকরণ
ময়দা: ২ চামচ
আটা: দেড় চামচ
চিনি: ১ চা-চামচ
ঘি: ১ চা-চামচ
তেল: ১ চা-চামচ।
প্রণালিসব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।
আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫