Prothomalo:
2025-11-17@10:04:16 GMT

ঢাকায় হলিউডের চার সিনেমা

Published: 27th, June 2025 GMT

স্টার সিনেপ্লেক্সে একসঙ্গে চারটি সিনেমা মুক্তি পেয়েছে আজ। ছবিগুলো হলো, আলোচিত হরর ছবি ‘মেগান’-এর সিক্যুয়েল ‘মেগান ২.০’, ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত ছবি ‘এফ ওয়ান’, ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ সিনেমার লাইভ-অ্যাকশন রিমেক ‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ ও ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্র্যাঞ্চাইজির নতুন ছবি ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’।

মেগান ২.

দুই বছর আগে মুক্তি পাওয়া ‘মেগান’ ছবিটি যাঁরা দেখেছেন, তাঁদের ভুলে যাওয়ার কথা নয়। আগের ছবির পরিচালক জেরার্ড জনস্টোন ‘মেগান ২.০’ পরিচালনার দায়িত্ব পেয়েছেন। আগের ছবির মতো এই ছবিতেও অ্যালিসন উইলিয়ামস ও ভায়োলেট ম্যাকগ্রা যথাক্রমে জেমা ও ক্যাডি চরিত্রে অভিনয় করেছেন। অ্যামি ডোনাল্ড, জেনা ডেভিস, ব্রায়ান জর্ডান আলভারেজ আর জেন ভ্যান এপসও রয়েছেন।

এফ ওয়ান

এফ ওয়ান হলো ২০২৫ সালের একটি আমেরিকান স্পোর্টস ড্রামা চলচ্চিত্র। ফর্মুলা ওয়ান ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপের ওপর ভিত্তি করে নির্মিত হয়েছে এই ছবি। জোসেফ কোসিনস্কি পরিচালিত এ সিনেমার মাধ্যমে আবারও বিশ্বের চলচ্চিত্র মহলে আলোচনায় আসতে চলেছেন ব্র্যাড পিট। এই সিনেমায় ব্র্যাড পিটের পাশাপাশি অভিনয় করেছেন কেরি কনডন, হাভিয়ের বারডেম, ক্যালি কুওকোসহ আরও অনেকে।

হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন

‘হাউ টু ট্রেইন ইয়োর ড্রাগন’ একটি জনপ্রিয় অ্যানিমেটেড চলচ্চিত্র। মূল অ্যানিমেটেড চলচ্চিত্রটি ২০১০ সালে মুক্তি পায়। কাল্পনিক দ্বীপ বার্কে বসবাসকারী ভাইকিংস ও ড্রাগনদের মধ্যে বন্ধুত্বের গল্প নিয়ে নির্মিত হয়েছে এই সিনেমা। ২০২৫ সালের লাইভ-অ্যাকশন রিমেকটি মূলত ২০১০ সালের অ্যানিমেটেড চলচ্চিত্রটির একটি শট-ফর-শট রিমেক। এটি পরিচালনা করেছেন ডিন ডেব্লোইস, যিনি মূল অ্যানিমেটেড চলচ্চিত্রের একজন সৃজনশীল পরিচালক ছিলেন। রিমেকটির কেন্দ্রবিন্দুতে রয়েছেন ম্যাসন থেমস (হিকাপ) ও নিকো পার্কার (অ্যাস্ট্রিড)।

ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস

প্রায় এক দশকের দীর্ঘ অপেক্ষার পর ‘ফাইনাল ডেস্টিনেশন’ ফ্রাঞ্চাইজি ফিরল নতুন ছবি নিয়ে। এবারের ছবির নাম ‘ফাইনাল ডেস্টিনেশন: ব্লাডলাইনস’। ২০২৫ সালের একটি আমেরিকান অতিপ্রাকৃত হরর চলচ্চিত্র, যা জনপ্রিয় ফাইনাল ডেস্টিনেশন সিরিজের ষষ্ঠ কিস্তি। ছবিটি পরিচালনা করেছেন জ্যাক লিপোভস্কি এবং অ্যাডাম বি স্টেইন। ফ্র্যাঞ্চাইজি-ভক্তদের প্রিয় টনি টড আবারও রয়েছেন।

আরও পড়ুনদেশি ছবির চাহিদা তুঙ্গে, নেমে গেল হলিউডের ছবি১২ এপ্রিল ২০২৫

উৎস: Prothomalo

কীওয়ার্ড: অ য ন ম ট ড চলচ চ ত র কর ছ ন পর চ ল

এছাড়াও পড়ুন:

শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড

পুঁজিবাজারে বিবিধ খাতে তালিকাভুক্ত কোম্পানি ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ‘নো’ ডিভিডেন্ড বা লভ্যাংশ না দেওয়ার ঘোষণা দিয়েছে।

২০২৫ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের (জানুয়ারি-ডিসেম্বর) নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানির পরিচালনা পর্ষদ এ লভ্যাংশ ঘোষণার সিদ্ধান্ত নিয়েছে।

রবিবার (১৭ নভেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জ (সিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে বৃহস্পতিবার (১৩ নভেম্বর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

তথ্য মতে, ঘোষিত নো ডিভিডেন্ড শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য কোম্পানিটির ঘোষিত লভ্যাংশ শেয়ারহোল্ডারদের অনুমোদনের জন্য বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১৮ ডিসেম্বর হাইব্রিড সিস্টেমে অনুষ্ঠিত হবে। এ লক্ষ্যে শেয়ারহোল্ডার নির্বাচনে আগামী ৪ ডিসেম্বর রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে।

২০২৫ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি লোকসান হয়েছে (০.০২) টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি মুনাফা ছিল ০.০৪ টাকা।

২০২৪ সালের ৩০ জুন পর্যন্ত সমাপ্ত হিসাব বছরের কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক‌্যাশফ্লো দাঁড়িয়েছে ৩.০১ টাকা। আগের হিসাব বছরের একই সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট অপারেটিং ক‌্যাশফ্লো ছিল ১.৩৮ টাকা।

আলোচ্য সময়ে কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৬.১৬ টাকা।

এই করপোরেট ঘোষণার পরিপ্রেক্ষিতে সোমবার কোম্পানিটির শেয়ারের লেনদেনের কোনো মূল্য সীমা থাকবে না।

ঢাকা/এনটি/ইভা 

সম্পর্কিত নিবন্ধ

  • কৃষি গুচ্ছ ভর্তিতে আবেদন ২৫ নভেম্বর, পরীক্ষা ৩ জানুয়ারি
  • স্থানীয় সরকার বিভাগে নিয়োগ, পদসংখ্যা ৯৩
  • কৃষিবিদ সিডের ৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা
  • মনোস্পুলের প্রথম প্রান্তিকে মুনাফা বেড়েছে ৪.৩৮ শতাংশ
  • আজ টিভিতে যা দেখবেন (১৭ নভেম্বর ২০২৫)
  • আসিফের মন্তব্যে বাফুফের কাছে বিসিবি সভাপতির দুঃখ প্রকাশ
  • আসিফের মন্তব্য নিয়ে বাফুফের কাছে দুঃখপ্রকাশ বিসিবির
  • রুয়েটে শিক্ষক ও কর্মকর্তা নিয়োগ, পদসংখ্যা ১১
  • ভূমি আপিল বোর্ডের লিখিত পরীক্ষার ফল প্রকাশ
  • শেয়ারহোল্ডারদের লভ্যাংশ দেবে না ওয়েস্টার্ন মেরিন শিপইয়ার্ড