মেয়েকে গলা কেটে হত্যা করেন বাবা, বলছে পুলিশ
Published: 28th, June 2025 GMT
সিলেট নগরীর মেজরটিলায় নিজের দেড় মাসের সন্তান ইনায়া রহমানকে হত্যা করেন সিএনজিচালিত অটোরিকশাচালক আতিকুর রহমান। তিনি শিশুকে বাসার শৌচাগারে নিয়ে বঁটি দিয়ে গলা কেটে হত্যার পর আত্মহত্যার চেষ্টা করেন। এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আতিকুরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) সাইফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
এর আগে বুধবার বিকেলে মেজরটিলায় আতিকুর রহমানের ভাড়া বাসা থেকে শিশু ইনায়ার গলাকাটা মরদেহ উদ্ধার করা হয়। সেখান থেকে গলায় জখম অবস্থায় হাসপাতালে নেওয়া হয় আতিকুরকে।
পুলিশের অতিরিক্ত উপকমিশনার সাইফুল ইসলাম জানান, শুক্রবার সকালে আতিকুর রহমান পুলিশকে বলেন, সেদিন মাথাব্যথার কারণে হঠাৎ কী হয়েছিল বুঝতে পারেননি।
তিনি আরও জানান, আতিকুরের জবানবন্দি, তার স্ত্রীর বক্তব্যসহ অন্যান্য তথ্য বিশ্লেষণ করে নিশ্চিত হওয়া গেছে, আতিকুরই নিজ সন্তানকে হত্যা করেছেন। তিনি সুনামগঞ্জের দিরাই উপজেলার কুলঞ্জ ইউনিয়নের টংঘর গ্রামের মৃত তৈয়ব আলীর ছেলে। ঘটনাস্থল থেকে হত্যায় ব্যবহৃত বঁটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে শাহপরাণ (রহ.
নিহত শিশুর মা ঝুমা বেগম বলেন, সেদিন দুপুরে তিনজনই ঘুমিয়ে পড়েন। ঘুম থেকে উঠে ঝুমা দেখেন, তাঁর স্বামী বঁটি দিয়ে নিজের গলা কাটছেন। আর পাশে মেয়ের রক্তাক্ত মরদেহ পড়ে আছে।
ঝুমার বোন নাজমা বেগম বলেন, ‘আমার বোন ফোনে চিৎকার দিয়ে বলে, মেয়েকে জবাই করে আতিকুর নিজের গলা কাটছে। এর পর আমরা সবাই দৌড়ে সেখানে যাই।’
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের নাক কান গলা বিভাগের প্রধান ডা. নুরুল হুদা নাঈম বলেন, আতিকুর রহমানের গলার আঘাত বেশ বড়। তার শ্বাসনালি অনেকটা আঘাতপ্রাপ্ত হয়েছে। তিনি আমাদের পর্যবেক্ষণে আছেন।
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
ডিএমপির ছয় এডিসিকে বদলি
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত উপকমিশনার (এডিসি) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে বদলি করা হয়েছে।
আজ শনিবার ডিএমপির ওয়েব পোর্টাল ডিএমপি নিউজে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, গত বৃহস্পতিবার ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক আদেশে এই বদলি করা হয়েছে। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান প্রথম আলোকে বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
বদলি হওয়া কর্মকর্তাদের মধ্যে ডিএমপির পিওএম-উত্তর বিভাগের অতিরিক্ত উপকমিশনার মো. আখিউল ইসলামকে একই পদে ওয়ারী বিভাগে, ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগের (ইন্টারনাল ওভারসাইট অ্যান্ড অ্যাডমিন) মো. মোস্তাফিজুর রহমানকে পুলিশের বিশেষায়িত ইউনিট কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) বিভাগে, ডিএমপির (ট্রাফিক) মতিঝিল বিভাগের পরিত্রাণ তালুকদারকে (ট্রাফিক) মিরপুর বিভাগে, সিটি সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগের মো. বকুল হোসেনকে ইন্টেলিজেন্স অ্যান্ড অ্যানালাইসিস বিভাগে, ডিএমপির (ট্রাফিক) মিরপুর বিভাগের ইমরানুল ইসলামকে (ট্রাফিক) মতিঝিল বিভাগে এবং ডিএমপির অতিরিক্ত কমিশনার ট্রাফিক (ট্রাফিক-অ্যাডমিন) দপ্তরের শারমিন আকতার চুমকিকে পিওএম পশ্চিম বিভাগের অতিরিক্ত উপকমিশনার হিসেবে বদলি করা হয়েছে।
আরও পড়ুনপুলিশে পদোন্নতি-বদলির তদবির, কঠোর বার্তা উপদেষ্টার২৬ অক্টোবর ২০২৫