ফিফা ক্লাব বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের দক্ষিণ ক্যারোলিনার কলম্বিয়ায় ম্যারিয়ট হোটেলে উঠেছে ব্রাজিলের ক্লাব ফ্লুমিনেন্স। ব্রাজিলের সংবাদমাধ্যম ‘গ্লোবো’ জানিয়েছে, সেখানে অদ্ভুত এক ঘটনাই ঘটেছে। গৃহহীন এক লোক নিরাপত্তাবলয় ফাঁকি দিয়ে হোটেলে ঢুকে এক খেলোয়াড়ের কক্ষে ঘুমিয়েছেন।

হোটেলের সেই কক্ষটি ফ্লুমিনেন্সের ব্রাজিলিয়ান ডিফেন্ডার ইগনাচিওর। তাঁর কক্ষ থেকে কিছুই চুরি যায়নি। কেউ আঘাতও পায়নি। তবে স্থানীয় পুলিশ ঘটনাটির তদন্তে নেমেছে।

অনুশীলন শেষে হোটেলে ফেরেন ইগনাচিও। নিজের কক্ষে ঢোকার কার্ড দিয়েও তিনি দরজা খুলতে পারছিলেন না। দরজা বন্ধ ছিল। এরপর হোটেলের নিরাপত্তাকর্মীদের ডাকা হয়। দরজা খুলে নিরাপত্তাকর্মীরা দেখতে পান, ইগনাচিওর বিছানায় একজন গৃহহীন ও ভবঘুরে লোক ঘুমাচ্ছেন।

ক্লাব বিশ্বকাপের শেষ ষোলোয় উঠেছে ফ্লুমিনেন্স.

উৎস: Prothomalo

এছাড়াও পড়ুন:

এভাবে লুচি বানালে ফুলবেই ফুলবে, জেনে নিন রেসিপি

উপকরণ

ময়দা: ২ চামচ

আটা: দেড় চামচ

চিনি: ১ চা-চামচ

ঘি: ১ চা-চামচ

তেল: ১ চা-চামচ।

প্রণালি

সব উপকরণ একসঙ্গে মিশিয়ে নিন। একটু গরম পানি দিয়ে ময়ান বানাতে হবে। ময়ান পাঁচ মিনিটের মতো মেখে রাখুন। তারপর লুচি বেলে ডুবোতেলে ভেজে নিতে হবে।

আরও পড়ুনপূজায় অপু বিশ্বাসের প্রিয় খাবার মহাষ্টমীর ভোগের থালা, দেখুন তাঁর দেওয়া রেসিপি৩০ সেপ্টেম্বর ২০২৫

সম্পর্কিত নিবন্ধ