যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের গভর্নর গ্যাভিন নিউসম মার্কিন টিভি চ্যানেল ফক্স নিউজের বিরুদ্ধে ৭৮ কোটি ৭০ লাখ ডলারের মানহানি মামলা করেছেন। তাঁর অভিযোগ, চলতি মাসের শুরুতে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে তাঁর একটি ফোনালাপের বিষয়ে ভুল তথ্য ছড়িয়ে দিয়েছে চ্যানেলটি। এ ফোনকলটি হয়েছিল অভিবাসনবিরোধী ধরপাকড়কে কেন্দ্র করে লস অ্যাঞ্জেলেসে বিক্ষোভ চলার সময়।

গতকাল শুক্রবার ডেলাওয়ার অঙ্গরাজ্যের সুপিরিয়র কোর্টে মামলাটি করা হয়েছে।

নিউসম ও ট্রাম্পের ফোনালাপটি হয় স্থানীয় সময় ৬ জুন রাতে। লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী অভিযানকে কেন্দ্র করে বিক্ষোভ ছড়িয়ে পড়ার পরপরই এ আলাপ হয়।

ফোনালাপের ২৪ ঘণ্টার কম সময়ের মধ্যে ক্যালিফোর্নিয়ার গভর্নরের দপ্তরকে পাশ কাটিয়ে ট্রাম্প অঙ্গরাজ্যটিতে ৭০০ ন্যাশনাল গার্ড সদস্য ও মেরিন সেনা পাঠান।

৮ জুন এনবিসি নিউজকে দেওয়া সাক্ষাৎকারে নিউসম দাবি করেন, ট্রাম্পের সঙ্গে তাঁর ফোনালাপটি ছিল শান্তিপূর্ণ ও সৌজন্যমূলক। তবে সেই আলোচনায় ন্যাশনাল গার্ড পাঠানোর বিষয়টি একবারও ওঠেনি।

মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের ভুল ও মিথ্যা বক্তব্য আড়াল করতে গিয়ে তাঁর রাজনৈতিক বিরোধী নিউসমকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছে ফক্স নিউজ। জাতীয় সংকটের সময় প্রেসিডেন্টের সঙ্গে তাঁর শেষবার কবে কথা হয়েছিল, তা নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে চ্যানেলটি।

নিউসম বলেন, ‘আমি লস অ্যাঞ্জেলেসের বিষয়ে কথা বলার চেষ্টা করছিলাম, কিন্তু প্রেসিডেন্ট বারবার অন্য বিষয় তুলছিলেন। তিনি একবারের জন্যও ন্যাশনাল গার্ড নিয়ে কথা বলেননি।’

ওই ফোনালাপের পর ট্রাম্পের সঙ্গে তাঁর কথা হয়নি বলে দাবি করেছেন নিউসম। অথচ ১০ জুন ট্রাম্প সাংবাদিকদের বলেছিলেন, এক দিন আগেই গভর্নরের সঙ্গে তাঁর কথা হয়েছে।

নিউসমের দাবি, ট্রাম্পের বক্তব্যটি ভুল ও মিথ্যা।

মামলার অভিযোগে বলা হয়েছে, ট্রাম্পের ভুল ও মিথ্যা বক্তব্য আড়াল করতে গিয়ে তাঁর রাজনৈতিক বিরোধী নিউসমকে মিথ্যাবাদী বানানোর চেষ্টা করেছে ফক্স নিউজ। জাতীয় সংকটের সময় প্রেসিডেন্টের সঙ্গে তাঁর শেষবার কবে কথা হয়েছিল, তা নিয়ে ভুল তথ্য ছড়িয়েছে চ্যানেলটি।

মামলার নথিতে বলা হয়েছে, নিউসমকে মিথ্যাবাদী হিসেবে উপস্থাপন করতে ফক্স নিউজ ইচ্ছাকৃতভাবে একটি বিভ্রান্তিকর ভিডিও ক্লিপ ও একাধিক মিথ্যা বক্তব্য প্রচার করেছে।

ফক্স নিউজের উপস্থাপক জেসি ওয়াটারস ১০ জুন তাঁর জেসি ওয়াটারস প্রাইমটাইম অনুষ্ঠানে বলেন, ‘নিউসম কেন মিথ্যা বললেন এবং দাবি করলেন যে ট্রাম্প তাঁর সঙ্গে ফোনে কথা বলেননি?’

আরও পড়ুনঅভিবাসীদের আটকের প্রতিবাদে উত্তাল লস অ্যাঞ্জেলেস, ন্যাশনাল গার্ড মোতায়েন ট্রাম্পের০৮ জুন ২০২৫

মামলার অভিযোগে আরও বলা হয়েছে, উপস্থাপক জেসি ওয়াটারস তাঁর অনুষ্ঠানে বিষয়টি তুলে ধরার সময় টিভি পর্দার নিচের দিকে একটি লেখা ভাসছিল। তাতে লেখা ছিল, ‘গ্যাভিন ট্রাম্পের সঙ্গে ফোনালাপ নিয়ে মিথ্যা বলেছেন।’

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, নিউসম বলেছেন, ফক্স নিউজ যদি আনুষ্ঠানিকভাবে ভুল স্বীকার করে এবং উপস্থাপক জেসি ওয়াটারস টেলিভিশনে ক্ষমা চান, তাহলে তিনি মামলা তুলে নিতে রাজি।

এ নিয়ে গভর্নরের দপ্তর থেকে বলা হয়েছে, মামলাটি ব্যক্তিগতভাবে করা হয়েছে। তাই দপ্তর এ বিষয়ে কোনো মন্তব্য করবে না।

আল–জাজিরাকে দেওয়া এক ই–মেইল বার্তায় নিউসম বলেন, ‘ফক্স নিউজ যদি ডোনাল্ড ট্রাম্পকে খুশি করতে যুক্তরাষ্ট্রের জনগণকে মিথ্যা তথ্য দেয়, তাহলে তাদের তার পরিণতি ভোগ করতেই হবে, যেমনটা ডোমিনিয়ন মামলায় হয়েছিল। আমি মনে করি, যুক্তরাষ্ট্রের মানুষ বড় কোনো সংবাদমাধ্যম থেকে যেসব তথ্য পায়, সেগুলো বিশ্বাসযোগ্য হওয়া উচিত। ফক্স নিউজ যত দিন না সত্য বলবে, আমি তাদের মিথ্যা প্রচারণার বিরুদ্ধে লড়াই চালিয়ে যাব।’

আরও পড়ুনবিক্ষোভে উত্তাল লস অ্যাঞ্জেলেসে ন্যাশনাল গার্ড বাহিনী, ডেমোক্র্যাটদের ক্ষোভ০৮ জুন ২০২৫.

উৎস: Prothomalo

কীওয়ার্ড: লস অ য ঞ জ ল স র র জন হয় ছ ল র সময় ন উসম উপস থ

এছাড়াও পড়ুন:

ফ্লোটিলা বহরে ভেসে চলা একমাত্র জাহাজ ম্যারিনেট কোথায়

ফিলিস্তিনের গাজা অভিমুখে যাত্রা করা ত্রাণবাহী নৌবহর ‘গ্লোবাল সুমুদ ফ্লোটিলা’-এর একটি মাত্র নৌযান এখনো আটক করতে পারেনি ইসরায়েলি বাহিনী। এই নৌযানটি হলো দ্য ম্যারিনেট।

পোল্যান্ডের পতাকাবাহী এই নৌযানে ছয়জন আরোহী রয়েছেন ।

ফ্লোটিলার লাইভ ট্র্যাকার অনুযায়ী, ম্যারিনেট আন্তর্জাতিক জলসীমায় ভেসে চলেছে। এর গতি ঘণ্টায় প্রায় ২.১৬ নট (ঘণ্টায় প্রায় ৪ কিলোমিটার) , গাজার আঞ্চলিক জলসীমা থেকে ম্যারিনেটের দূরত্ব  প্রায় ১০০ কিলোমিটার।

বৃহস্পতিবার সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত এক ভিডিওতে জাহাজটির ক্যাপ্টেন বলেন, ম্যারিনেটের ইঞ্জিনে সমস্যা হচ্ছিল। এটি  এখন সারানো  হয়েছে।

ফ্লোটিলা আয়োজকেরা বলছেন, ম্যারিনেট নৌযান এখনো স্টারলিঙ্কের মাধ্যমে সংযুক্ত। এটি যোগাযোগের আওতার মধ্যেই রয়েছে। লাইভস্ট্রিমও সক্রিয় আছে।  

ইনস্টাগ্রামে দেওয়া এক পোস্টে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা জানিয়েছে, অন্য জাহাজগুলো আটক করলেও ম্যারিনেট এখনো ভেসে চলছে।

ম্যারিনেট ফিরে যাবে না বলেও ওই পোস্টে জানানো হয়েছে।  পোস্টে বলা হয়েছে, ‘ম্যারিনেট শুধু একটি জাহাজ নয়। ম্যারিনেট হলো ভয়, অবরোধ ও সহিংসতার বিরুদ্ধে দৃঢ়তা।’

ফ্লোটিলা আয়োজকরা আরও লিখেছেন, ‘গাজা একা নয়।’ ‘ফিলিস্তিনকে কেউ ভুলে যায়নি। আমরা কোথাও যাচ্ছি না।’

ফ্লোটিলা বহরের প্রায় সব নৌযানে থাকা অধিকারকর্মীদের আটক করেছে ইসরায়েল। তাঁদের মধ্যে রয়েছেন সুইডিশ অধিকারকর্মী গ্রেটা থুনবার্গ। ইসরায়েলের এমন পদক্ষেপকে ‘সন্ত্রাসী কর্মকাণ্ড’ উল্লেখ করে নিন্দা জানিয়েছে অনেক দেশ। বিভিন্ন দেশে বিক্ষোভও হয়েছে।

আরও পড়ুনগাজা অভিমুখী নৌবহরে ইসরায়েলি সেনাদের আক্রমণ, ধরে নেওয়া হলো অধিকারকর্মীদের৬ ঘণ্টা আগে

সম্পর্কিত নিবন্ধ