পুরুষদের সঙ্গে নারীর তুলনা বন্ধ করা উচিত: এশা
Published: 28th, June 2025 GMT
এশা গুপ্তা সেই তারকাদের একজন, যাঁকে নিয়ে দর্শক আগ্রহ কখনও ভাটা পড়েনি। অভিনেত্রী হিসেবে সেভাবে প্রশংসা কুড়াতে না পারলেও সবসময় আলোচনায় ছিলেন আবেদনময়ী তারকা হিসেবে। বলিউডে তাঁর কাজের সংখ্যাও একেবারে কম নয়।
অবাক করা বিষয় হলো, শীর্ষ তারকার লিস্টে নাম না থাকলেও এশার অনুরাগীর সংখ্যা চমকে দেওয়ার মতো। যে কারণে এই অভিনেত্রী যখন কোনো বিষয়ে নিজের মন্তব্য তুলে ধরেন, তা অনেককে ভাবিয়ে তোলে। রাখঢাক না রেখেই সোজাসাপ্টা মন্তব্য করাই এশার স্বভাব। সে কারণে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার কথার প্রতিত্তোর দিতেও এক মুহূর্ত দ্বিধা করেননি।
হার্দিকের দাবি ছিল, পুরুষই শ্রেষ্ঠ, নারী অবলা। আর এই কথায় ভারতীয় এই ক্রিকেটারকে প্রতিপক্ষ বানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দ্বিধা করেননি বলিউডের লাস্যময়ী এই অভিনেত্রী। তাঁর কথায়, উঠে এসেছে নারীর জয়গান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, এক সময় হার্দিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এশা। সেই সম্পর্ক ভেঙে গেছে তাদের মতের অমিলের কারণে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো সেই বিষয়টি টেনে হার্দিকের পুরুষবাদী মন্তব্য নিয়ে এশার মত জানতে চাওয়া হয়েছিল। এই অভিনেত্রী হার্দিকের সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি যেমন অকপটে স্বীকার করেছেন, তেমনি তাঁর সঙ্গে মতের অমিলের বিষয়টিও স্পষ্ট করেছেন।
হার্দিকের কথার সূত্র ধরে বলেছেন, ‘প্রথমত পুরুষদের সঙ্গে নারীর তুলনা করা বন্ধ করা উচিত। আমরা যারা নারী, তারা সব দিক থেকে শ্রেষ্ঠ। কারও মনে আঘাত লাগুক, সেটা চাই না। পুরুষ যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তাদের কাছে প্রশ্ন– আপনারা সন্তানের জন্ম দিচ্ছেন না কেন? আমরা নারীরা শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও নিরলস কাজ করে যাই। আমাদের নাচতে হয়, অফিসে যেতে হয়, সন্তানদের খেয়াল রাখতে হয়। এগুলো যেদিন করতে পারবেন, সেদিন নিজেকে উন্নততর মনে করবেন, তার আগে নয়।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
নোয়াখালীতে ভুয়া র্যাব গ্রেপ্তার
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলা থেকে এক ভুয়া র্যাব সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব-১১। এ সময় নগদ ১ লাখ ১২ হাজার ৪০০ টাকা, ভুয়া আইডি কার্ড ও বিভিন্ন জালিয়াতির কাজে ব্যবহৃত ভুয়া সনদ জব্দ করা হয়।
শনিবার (১৬ আগস্ট) র্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
এর আগে, শুক্রবার (১৫ আগস্ট) দিবাগত রাতে উপজেলার চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে আটক করা হয়।
আরো পড়ুন:
আইনশৃঙ্খলা বাহিনীকে গুলি করে পালানো আল-আমিন গ্রেপ্তার
সাংবাদিক তুহিনকে হত্যার কথা স্বীকার করেছে স্বাধীন: র্যাব
গ্রেপ্তার মো.ইয়াসিন হোসেন (২৫) সোনাইমুড়ী উপজেলার অম্বরনগর গ্রামের হাজী আব্দুল মুন্সী নতুন বাড়ির মৃত ইউসুফের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আরিফ হোসেন (২১) নামে এক শিক্ষার্থীকে চাকরি দেওয়ার নাম করে ইয়াসিন হোসেন ১ লাখ ৫০ হাজার টাকা দাবি করেন। পরে ইয়াসিন নিজেকে র্যাব সদস্য পরিচয় দিয়ে ওই ছাত্রকে জানান, তিনি ঢাকায় কর্মরত আছেন। মোবাইলে র্যাবের পোশাক পরিহিত ছবি প্রদর্শন করে। তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সে সহকারী কাস্টমস পদে নিয়োগ দিতে পারবেন।
এভাবে প্রলোভন দেখিয়ে দুই ধাপে ৬০ হাজার টাকা হাতিয়ে নেয়। গোপন সংবাদের ভিত্তিতে র্যাব সদস্যরা চৌমুহনী রোডের হেলথ কেয়ার ডায়গনস্টিক সেন্টার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে।
র্যাব-১১ ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার মিঠুন কুমার কুণ্ডু বলেন, “এ ঘটনায় মামলা হয়েছে। উদ্ধারকৃত মালামালসহ আসামিকে বেগমগঞ্জ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।”
ঢাকা/সুজন/মেহেদী