পুরুষদের সঙ্গে নারীর তুলনা বন্ধ করা উচিত: এশা
Published: 28th, June 2025 GMT
এশা গুপ্তা সেই তারকাদের একজন, যাঁকে নিয়ে দর্শক আগ্রহ কখনও ভাটা পড়েনি। অভিনেত্রী হিসেবে সেভাবে প্রশংসা কুড়াতে না পারলেও সবসময় আলোচনায় ছিলেন আবেদনময়ী তারকা হিসেবে। বলিউডে তাঁর কাজের সংখ্যাও একেবারে কম নয়।
অবাক করা বিষয় হলো, শীর্ষ তারকার লিস্টে নাম না থাকলেও এশার অনুরাগীর সংখ্যা চমকে দেওয়ার মতো। যে কারণে এই অভিনেত্রী যখন কোনো বিষয়ে নিজের মন্তব্য তুলে ধরেন, তা অনেককে ভাবিয়ে তোলে। রাখঢাক না রেখেই সোজাসাপ্টা মন্তব্য করাই এশার স্বভাব। সে কারণে ক্রিকেটার হার্দিক পান্ডিয়ার কথার প্রতিত্তোর দিতেও এক মুহূর্ত দ্বিধা করেননি।
হার্দিকের দাবি ছিল, পুরুষই শ্রেষ্ঠ, নারী অবলা। আর এই কথায় ভারতীয় এই ক্রিকেটারকে প্রতিপক্ষ বানিয়ে চ্যালেঞ্জ ছুড়ে দিতে দ্বিধা করেননি বলিউডের লাস্যময়ী এই অভিনেত্রী। তাঁর কথায়, উঠে এসেছে নারীর জয়গান। ভারতীয় সংবাদমাধ্যম আনন্দবাজার সূত্রে জানা গেছে, এক সময় হার্দিকের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এশা। সেই সম্পর্ক ভেঙে গেছে তাদের মতের অমিলের কারণে।
সম্প্রতি এক সাক্ষাৎকারে পুরোনো সেই বিষয়টি টেনে হার্দিকের পুরুষবাদী মন্তব্য নিয়ে এশার মত জানতে চাওয়া হয়েছিল। এই অভিনেত্রী হার্দিকের সঙ্গে তাঁর প্রেমের বিষয়টি যেমন অকপটে স্বীকার করেছেন, তেমনি তাঁর সঙ্গে মতের অমিলের বিষয়টিও স্পষ্ট করেছেন।
হার্দিকের কথার সূত্র ধরে বলেছেন, ‘প্রথমত পুরুষদের সঙ্গে নারীর তুলনা করা বন্ধ করা উচিত। আমরা যারা নারী, তারা সব দিক থেকে শ্রেষ্ঠ। কারও মনে আঘাত লাগুক, সেটা চাই না। পুরুষ যদি শ্রেষ্ঠ হয়, তাহলে তাদের কাছে প্রশ্ন– আপনারা সন্তানের জন্ম দিচ্ছেন না কেন? আমরা নারীরা শারীরিক প্রতিবন্ধকতার মাঝেও নিরলস কাজ করে যাই। আমাদের নাচতে হয়, অফিসে যেতে হয়, সন্তানদের খেয়াল রাখতে হয়। এগুলো যেদিন করতে পারবেন, সেদিন নিজেকে উন্নততর মনে করবেন, তার আগে নয়।’
উৎস: Samakal
এছাড়াও পড়ুন:
‘এটা তো চাপের খেলা’—বাংলাদেশের বিপক্ষে ম্যাচ নিয়ে ভারত কোচ
বাংলাদেশ-ভারত ম্যাচ ঘিরে উত্তাপ, উত্তেজনা নতুন নয়। তবে এবারের লড়াইটা ভারতের জন্য বাড়তি চাপেরও। প্রতিপক্ষের মাঠ, গ্যালারিভর্তি দর্শক আর হামজা-শমিতে উজ্জীবিত বাংলাদেশের সাম্প্রতিক পারফরম্যান্স—সব মিলিয়ে হয়তো কঠিন পরীক্ষাতেই পড়তে হবে সফরকারীদের। আজ ম্যাচ-পূর্ব সংবাদ সম্মেলনে ভারতের কোচের কণ্ঠেও ফুটে উঠল তেমনটাই।
আগামীকাল জাতীয় স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। তার আগে আজ একটি হোটেলে ভারতীয় দলের কোচ খালিদ জামিল বলেন, ‘এটা তো চাপের খেলা’।
এশিয়ান কাপ বাছাইপর্ব থেকে বাংলাদেশ ও ভারত দুই দলেরই বিদায় আগেই নিশ্চিত হয়েছে। তবু বাংলাদেশের দর্শকদের মধ্যে ভারত ম্যাচ নিয়ে ব্যাপক আগ্রহ। যার বড় প্রমাণ অনলাইনে টিকিট ছাড়ার ৬ মিনিটের মধ্যে সব বিক্রি হয়ে যাওয়া।
এর পাশাপাশি প্রতিপক্ষের মাঠে খেলাটা যে সব সময়ই কঠিন, সেই বাস্তবতা জানেন জামিলও। তাঁর দলের ওপর চাপ আছে কি না প্রশ্নে ভারত কোচ বলেন, ‘হ্যাঁ, চাপ আছে। আমাদের তা মানতে হবে। সবাই জানে এটি একটি চাপের ম্যাচ। তবে সে জন্য আমাদের একটি ইতিবাচক ফলের জন্য কঠোর পরিশ্রম করতে হবে।’
গত ২৫ মার্চ শিলংয়ে দুই দলের প্রথম লেগ গোলশূন্য ড্র হয়েছিল। সেই ম্যাচ দিয়ে বাংলাদেশের হয়ে অভিষেক হয়েছিল হামজা চৌধুরীর। ইংলিশ ক্লাব লেস্টার সিটিতে খেলা ডিফেন্সিভ মিডফিল্ডার বাংলাদেশের হয়ে এখন পর্যন্ত ৬ ম্যাচে করেছেন ৪ গোল, যার মধ্যে দুটি করেছেন বৃহস্পতিবার নেপালের বিপক্ষে।
ভারত কোচ অবশ্য একক কোনো খেলোয়াড়কে নিয়ে ভাবতে নারাজ, ‘আমরা শুধু একজন খেলোয়াড়কে বিবেচনায় নিচ্ছি না। বাংলাদেশ দলে অনেক ভালো খেলোয়াড় আছে। এটা খুব সিরিয়াস গেম।’
১৯৭৮ সাল থেকে এখন পর্যন্ত ৩২ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ-ভারত। এর মধ্যে ভারত জিতেছে ১৬টিতে, বাংলাদেশ ২টিতে। ড্র বাকি ১৪টি (২০০৩ সাফে বাংলাদেশের গোল্ডেন গোলে জয়ের ম্যাচসহ)।