বাতিঘরের দীপঙ্করকে জিজ্ঞাসাবাদের পর ছেড়ে দিল পুলিশ
Published: 28th, June 2025 GMT
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় দায়ের করা একটি মামলায় বই বিপণিকেন্দ্র ও প্রকাশনা সংস্থা ‘বাতিঘর’-এর কর্ণধার দীপঙ্কর দাশকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ।
শনিবার (২৮ জুন) দুপুর ১টার দিকে চট্টগ্রাম নগরের বাতিঘরের জামালখান শাখা থেকে তাকে ডেকে নিয়ে জিজ্ঞাসাবাদ করে কোতোয়ালী থানা পুলিশ। প্রায় এক ঘণ্টা পর দুপুর ২টার দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।
চট্টগ্রাম কোতোয়ালী থানার সহকারী কমিশনার মাহফুজুর রহমান বলেন, “তার (দীপঙ্কর দাশ) বিরুদ্ধে থানায় একটি মামলা রয়েছে। তদন্তের স্বার্থে তাকে ওই মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছিল। প্রয়োজনীয় তথ্য নেওয়ার পর তাকে ছেড়ে দেওয়া হয়েছে।”
আরো পড়ুন:
কেএমপি কমিশনারের পদত্যাগ দাবিতে বিক্ষোভ
মাগুরায় প্রাইভেটকারের ধাক্কায় প্রাণ গেল বৃদ্ধের
দীপঙ্কর দাশ সাংবাদিকদের বলেন, “আমি বাতিঘরে ছিলাম। পুলিশ সদস্যরা এসে থানায় নিয়ে যাওয়ার কথা বলেন। থানায় গিয়ে মামলার বিষয়ে কথাবার্তা বলার পর তারা আমাকে দুপুর ২টার দিকে ছেড়ে দেন।”
আজ ছিল বাতিঘরের চট্টগ্রাম শাখার প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বিকেলে অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা.
পুলিশ সূত্রে জানা গেছে, ২০২৪ সালের ৪ জুলাই চট্টগ্রামে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে একই বছরের ২৩ সেপ্টেম্বর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী কোতোয়ালী থানায় মামলা করেন। এ মামলায় দীপঙ্কর দাশ ২৩৫ নম্বর আসামি হিসেবে অন্তর্ভুক্ত রয়েছেন।
ঢাকা/রেজাউল/মাসুদ
উৎস: Risingbd
এছাড়াও পড়ুন:
৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয় ওয়েস্ট ইন্ডিজের
৩৪ বছর পর পাকিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় ওয়ানডে সিরিজ জিতল ওয়েস্ট ইন্ডিজ। ত্রিনিদাদে তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে পাকিস্তানকে ২০২ রানের বড় ব্যবধানে হারিয়ে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে শাই হোপের দল।
সর্বশেষ ওয়েস্ট ইন্ডিজ যখন পাকিস্তানের বিপক্ষে সিরিজ জিতেছে, তখন বর্তমান দলে খেলা কোনো ক্রিকেটারের জন্মও হয়নি। তখন পাকিস্তান ওয়ানডে বিশ্বকাপও জেতেনি, ইমরান খান পাকিস্তানের অধিনায়ক। সেই ১৯৯১ সালে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের সিরিজ ২-০ তে জিতেছিল ওয়েস্ট ইন্ডিজ।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এই সিরিজের আগে খেলা সর্বশেষ ১০টি ওয়ানডে সিরিজেই জিতেছিল পাকিস্তান। টানা ১১ সিরিজে দলটি ছিল অপরাজিত। সব সংস্করণেই মূলত পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এমন দশা চলেছিল। যেকোনো সংস্করণেই এটি ২০১১ (১টি ম্যাচ) সালের পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের প্রথম সিরিজ জয়।
পাকিস্তানের বিপক্ষে একাধিক ম্যাচের কোনো সিরিজে ওয়েস্ট ইন্ডিজের আগের জয় ছিল ২০০০ সালে, ঘরের মাঠে টেস্ট সিরিজ। এরপর খেলা ২৪টি সিরিজের মধ্যে পাকিস্তান জিতেছে ২০টি, আর বাকি ৪টি সিরিজ হয় ড্র। এ ছাড়া ২০২ রানের জয় ওয়েস্ট ইন্ডিজের ওয়ানডে ইতিহাসে চতুর্থ সর্বোচ্চ। পরিসংখ্যানেই স্পষ্ট পাকিস্তানের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের এই জয়ের মাহাত্ম্য কতটা!
যে বলে সিলস পেলেন ৬ উইকেট।