জুলাই গণ-অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলার একটি মামলায় চট্টগ্রামের বই বিপণিকেন্দ্র ও প্রকাশনা সংস্থা বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশকে থানায় নিয়ে এক ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। পরে তাকে ছেড়ে দেওয়া হয়েছে। শনিবার দুপুর একটার দিকে তাকে নগরের প্রেস ক্লাবের নিচতলায় অবস্থিত বাতিঘর থেকে কোতোয়ালি থানায় নিয়ে যায়। পরে দুপুর ২টা ১০ মিনিটের দিকে তাকে ছেড়ে দেওয়া হয়।

গত বছরের ৪ আগস্ট নগরের নিউমার্কেট এলাকায় ছাত্র–জনতার সমাবেশে হামলার অভিযোগে হত্যাচেষ্টা ও বিস্ফোরক আইনে দায়ের হওয়া মামলার আসামিদের তালিকায় ২৩৫ নম্বরে দীপঙ্কর দাশের নাম রয়েছে। ওই বছরের ২৩ সেপ্টেম্বর মামলাটি করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তাফহীমুল ইসলাম।

বাতিঘরের কর্ণধার দীপঙ্কর দাশ বলেন, থানায় আমাকে একটি মামলার বিষয়ে কোতোয়ালি থানার ওসি জিজ্ঞাসাবাদ করেছেন। আমি বলেছি এ ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।

চট্টগ্রাম মহানগর পুলিশের সহকারী কমিশনার (কোতোয়ালি) মাহফুজুর রহমান বলেন, দীপঙ্করের বিরুদ্ধে কোতোয়ালি থানায় একটি মামলা আছে। ওই মামলার বিষয়ে কথা বলার জন্য তাকে কোতোয়ালি থানায় নিয়েছে পুলিশ। 

কোতোয়ালি থানার ওসি আবদুল করিম বলেন, দীপঙ্করকে মামলার বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে ছেড়ে দেওয়া হয়েছে।

বাতিঘরের কর্মীরা জানান, শনিবার বাতিঘর চট্টগ্রামের বর্ষপূর্তি চলাকালে দুপুুর পৌনে একটার দিকে কোতোয়ালি থানার পরিদর্শক (তদন্ত) রুবেল আফরাদ বাতিঘরে আসেন। এ সময় তিনি দীপঙ্কর দাশকে জানান, পুলিশের কোতোয়ালি জোনের সহকারী কমিশনার থানায় চায়ের দাওয়াত দিয়েছেন। এরপর পুলিশের গাড়িতে করে দীপঙ্করকে থানায় নিয়ে যাওয়া হয়।

.

উৎস: Samakal

কীওয়ার্ড: ব ত ঘর ব ত ঘর র

এছাড়াও পড়ুন:

খাগড়াছড়িতে নিখোঁজে ৩ দিন পর মৃতদেহ উদ্ধার

খাগড়াছড়ির মহালছড়ি মনাটেক গ্রামের বিন্দু চাকমা (৬০) নামে এক ব্যক্তি নিখোঁজের তিন পর তার মৃতদেহ উদ্ধার করেছে এলাকাবাসী। তিনি মনাটেক গ্রামের গোপাল চাকমার ছেলে।

বুধবার (১৩ আগস্ট) সকালে মনাটেক গ্রামের বিলের কাপ্তাই হৃদের পানি থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

মনাটেক গ্রামের বিমল চাকমা ও সুনীল চাকমা জানান, গত সোমবার (১১ আগস্ট) রাতে গ্রামের এক আত্মীয়ের বাড়ি থেকে নৌকায় করে ফেরার পথে নিখোঁজ হন বিন্দু চাকমা। এলাকাবাসীর ধারণা, ফেরার পথে কাপ্তাই হৃদের পানিতে পড়ে ডুবে যান তিনি। সেই সময় থেকে খোঁজাখুঁজি চলছিল। বুধবার সকালে মনাটেক গ্রামের বিল থেকে ভাসমান অবস্থায় তার মরদেহ উদ্ধার করে গ্রামবাসী।

এ বিষয়ে মহালছড়ি থানার উপ পরিদর্শক (এস আই) মো. শফিকুল ইসলাম বলেন, “মনাটেক গ্রামের একজন পানিতে ডুবে নিখোঁজ হয়েছেন সেটা জানি। তবে তাকে পাওয়া গেছে কিনা সে বিষয়ে কোন তথ্য পাইনি।”

ঢাকা/রূপায়ন/এস

সম্পর্কিত নিবন্ধ